দিল্লি ক্যাপিটালস প্লেয়ার লিস্ট আইপিএল 2023, আইপিএল ২০২৩ দিল্লির ক্যাপিটালস খেলোয়াড় তালিকা। দিল্লি ক্যাপিটালস আইপিএলের প্রথম আসর(২০০৮) থেকে এখনো পর্যন্ত সবগুলি (১৫ টি)আসরে অংশগ্রহণ করেছে দলটি। দিল্লি ক্যাপিটালস আইপিএলে সবগুলো আসরে অংশগ্রহণ করে তাদের সর্বোচ্চ সাফল্য ১বার(২০২০) রানার আপ। আইপিএলের গত আসর (২০২২) গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় দিল্লি ক্যাপিটালস। তবে আইপিএলের এবারে আসলে রিশভ পন্তকে অধিনায়ক করে শক্তিশালী দল গঠন করেছে দিল্লি ক্যাপিটালস। দলটির ব্যাটিং লাইনআপ কে শক্তিশালী করার জন্য দলে রাখা হয়েছে ডেভিড ওর্নার, রাইলি রুশো, রাভম্যান পাওয়েল, মানিষ পান্ডে, ফিল সল্টদের মত ব্যাটসম্যান।
দিল্লি ক্যাপিটালস প্লেয়ার লিস্ট আইপিএল ২০২৩
আইপিএল ২০২৩ দিল্লি ক্যাপিটালস তাদের দলে ৮জন বিদেশি ক্রিকেটার ও ১৭ জন লোকাল ক্রিকেটার নিয়ে ২৫ জনের পূর্ণ সদস্য এর তালিকা ঘোষণা করেছে। দিল্লি ক্যাপিটালস আইপিএলে তাদের দল সাজিয়েছে ৮ ব্যাটসম্যান (ডেভিড ওনার, রাইলি রুশো, রাভম্যান পাওয়েল,যশ দুল, রিশাব পন্ত, ফিল সল্ট, সরফরাজ খান, মানিষ পান্ডে ও পৃথ্বী শ), ৫ অলরাউন্ডার (অক্সার প্যাটেল, লাটিল ইয়াদাব, ভিকি অস্ট্রল, রিপাল প্যাটেল ও মিসেল মার্শ) এছাড়াও দলটিতে আছে এনরিখ নারকিয়া, মুস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব, লুঙ্গি নিগিডির মত টি-টোয়েন্টির স্পেশালিস্ট বোলার। আইপিএল ২০২৩ এবারের আসরে দিল্লি ক্যাপিটালসের সবচেয়ে দামি প্লেয়ার রিশাব পন্ত। তাকে পেতে দলটি ব্যয় করেছে ১৬ কোটি রুপি। চলুন দেখে আসি, আইপিএল ২০২৩ দিল্লির ক্যাপিটালস খেলোয়াড় তালিকা।
প্লেয়ারের নাম | ভূমিকা | মূল্য ( রুপি ) | দেশ |
ঋষভ পন্ত (c) | ব্যাটসম্যান | ১৬.০ কোটি | ইন্ডিয়া |
ডেভিড ওয়ার্নার | ব্যাটসম্যান | ৬.২৫ কোটি | অস্ট্রেলিয়া |
পৃথ্বী শ | ব্যাটসম্যান | ৭.৫০ কোটি | ইন্ডিয়া |
রিপল প্যাটেল | আলরাউন্ডার | ২০.০ লাখ | ইন্ডিয়া |
রোভম্যান পাওয়েল | ব্যাটসম্যান | ২.৮০ কোটি | ওয়েস্ট ইন্ডিজ |
সরফরাজ খান | ব্যাটসম্যান | ২০.০ লাখ | ইন্ডিয়া |
যশ ধুল | ব্যাটসম্যান | ৫০.০ লাখ | ইন্ডিয়া |
মিচেল মার্শ | আলরাউন্ডার | ৬.৫০ কোটি | অস্ট্রেলিয়া |
ললিত যাদব | আলরাউন্ডার | ৬৫.০ লাখ | ইন্ডিয়া |
অক্ষর প্যাটেল | আলরাউন্ডার | ৯.০ কোটি | ইন্ডিয়া |
আনরিক নর্তিয়ে | বলার | ৬.৫০ কোটি | সাউথ আফ্রিকা |
চেতন সাকারিয়া | বলার | ৪.২০ কোটি | ইন্ডিয়া |
কমলেশ নাগরকোটি | বলার | ১.১০ কোটি | ইন্ডিয়া |
খালিল আহমেদ | বলার | ৫.২৫ কোটি | ইন্ডিয়া |
লুঙ্গি এনগিডি | বলার | ৫০.০ লাখ | ওয়েস্ট ইন্ডিজ |
মুস্তাফিজুর রহমান | বলার | ২.০ কোটি | বাংলাদেশ |
আমান হাকিম খান | বলার | ২০.০ লাখ | ইন্ডিয়া |
কুলদীপ যাদব | বলার | ২.০ কোটি | ইন্ডিয়া |
প্রবীণ দুবে | বলার | ৫০.০ লাখ | ইন্ডিয়া |
ভিকি অস্তওয়াল | আলরাউন্ডার | ২০.০ লাখ | ইন্ডিয়া |
রাইলি রুশো | ব্যাটসম্যান | ৪.৬০ কোটি | সাউথ আফ্রিকা |
মনিশ পান্ডে | ব্যাটসম্যান | ২.৪০ কোটি | ইন্ডিয়া |
মুকেশ কুমার | বলার | ৫.৫০ কোটি | ইন্ডিয়া |
ইশান্ত শর্মা | বলার | ৫০.০ লাখ | ইন্ডিয়া |
ফিল সল্ট | ব্যাটসম্যান | ২.০ কোটি | ইংল্যান্ড |
আইপিএলে মুস্তাফিজ কোন দলে
বাংলাদেশের তারকা বোলার মুস্তাফিজুর রহমান খেলবেন এবার আইপিএলে দিল্লি ক্যাপিটাল হয়ে। মোস্তাফিজুর রহমান অবশ্যই গত আসরেও খেলেছিলেন দিল্লি ক্যাপিটাল হয়। আইপিএল মেগানিলাম (২০২২) এ মুস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটালস দলে ভেড়ায় ২ কোটি রুপিতে। এর আগে মুস্তাফিজুর রহমান সানরাইজার হায়দ্রাবাদের হয়ে খেলে দলকে করেছিলেন প্রথমবারের মতন চ্যাম্পিয়ন। এবার আইপিএলে বাংলাদেশ থেকে খেলবেন ৩ জন ক্রিকেটার। সাকিব আল হাসান ও লিটন দাস দুজনই খেলবেন কলকাতা নাইট রাইডার্স।
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)