ঢাকা বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স লাইভ বা কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ঢাকা ডমিনেটর্স লাইভ ম্যাচ বিপিএল ২০২৩, ম্যাচটি শুরু হয়েছে আজ বৃহস্পতিবার দুপুর ১:৩০ মিনিট থেকে। বিপিএল ২০২৩ গ্রুপ পর্বে ১৭ তম ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ঢাকা ডমিনেটর্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ঢাকা ডমিনেটর্স আজকের লাইভ ম্যাচটিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে, এখন ব্যাট করছে ঢাকা ডমিনেটর্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ঢাকা ডমিনেটর্স ম্যাচটি সহ বিপিএল ২০২৩ এর প্রতিটি ম্যাচ লাইভ আপডেট করা হয় খেলা ১৮ এর পাতায়।
ঢাকা বনাম কুমিল্লা লাইভ
→ঢাকা ডমিনেটর্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স
→ কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৮৪ / ৪ ( ২০ ওভার )
→ ঢাকা ডমিনেটর্স : ১৫১ / ৪ ( ২০ ওভার )
→ফলাফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৩৩ রানে জয়ী
কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ঢাকা ডমিনেটর্স আজকের ম্যাচের টস ফ্যাক্ট
বিপিএল ২০১ প্রতিটি ম্যাচে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে টসে জয়ী দল সব সময় আগে বোলিং এর সিদ্ধান্ত নিচ্ছে। আসলে বিপিএল ২০২৩ এবারের আসর শীতকালে অনুষ্ঠিত হওয়াই প্রতিটি ম্যাচে টসে জয় গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হিসেবে কাজ করছে। কারণ শীতকালে রাতে প্রচুর শিশির পড়ায় দিনের প্রথম ম্যাচে পিচ অনেকটা ভেজা থাকে এক্ষেত্রে আগে বোলিং করা দল প্রথম পাঁচ ওভার ভেজা পিছে অতিরিক্ত অ্যাডভান্টেজ পেয়ে থাকে। যে কারণে দিনের প্রথম খেলায় টসে জয়ী দল আগে বোলিং করা সিদ্ধান্ত নিচ্ছে। চলুন দেখে আসি কুমিল্লা ভিক্টোরিয়ান বনাম ঢাকা ডমিনেটর্স আজকের ম্যাচের দুই দলের স্কোয়াড
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একাদশ আজকের ম্যাচে
গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ঢাকা পর্বে নিজেদের অচেনা রূপে থাকলেও চট্টগ্রাম পর্বে ফিরেছেন স্বরূপে। কুমিল্লা ভিক্টোরিয়া পরপর দুই ম্যাচে জয় লাভ করে বর্তমানে পয়েন্ট তালিকায় চার নাম্বারে অবস্থান করছে। চলুন দেখে আসি আজকের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সেরা একাদশ।
১. ইমরুল কায়েস ( C )
২.লিটন দাস
৩. মোসাদ্দেক হোসেন
৪. জাকের আলি
৫. মুস্তাফিজুর রহমান
৬. চাদউইক ওয়ালটন
৭. তানভির ইসলাম
৮. নাইম হাসান
৯. মোহাম্মাদ রিজওয়ান
১০. হাসান আলী
১১.খুশদিল শাহ
ঢাকা ডমিনেটর্সের সেরা একাদশ আজকের ম্যাচে
তিনবারের বিপিএল চ্যাম্পিয়ন ঢাকা এবারের আসরে যেন নাবিকহীন জাহাজের মত। এখনো পর্যন্ত গ্রুপ পর্বে ঢাকা ডমিনেটর্স চার ম্যাচ খেলে একটি মাত্র জয় দিয়ে পয়েন্ট তালিকায় সবার শেষে অবস্থান করছে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ঢাকা ডমিনেটর্সের এর জন্য আজকের ম্যাচটি তাই খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেখে আসি আজকের ম্যাচে ঢাকা ডমিনেটর্সের সেরা একাদশ।
১. নাসির হোসেন ( C )
২. দিলশান মনোয়ারা
৩. সৌম্য সরকার
৪. মোহাম্মদ মিঠুন
৫. আরিফুল হক
৬.ওসমান গনি
৭. আরাফাত সানি
৮. তাসকিন আহমেদ
৯. আল-আমিন হোসেন
১০. সালমান ইরশাদ
১১. রিবিন দাস
আরো পড়ুন: বিপিএল ২০২৩ পয়েন্ট টেবিল
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)