টি ২০ বিশ্বকাপ ২০২২ বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। শুরু থেকে মাহ্মুদুল্লাহ কে নিয়ে নানা রকম গুনজন শোনা যাচ্ছিলো কখনো শোনা যাচ্ছিলো তাকে দল থেকে নির্বাচক প্যানেল বাদ দিয়েছে আমার কখনো শোনা যাচ্ছিলো শুধু মাত্র অধিনায়কের কথাতে তাদে দলে রাখা হয়েছে। কিন্তু না আগ বিকালে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর জন্য বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড প্রকাশ করলো বিসিবি।
এশিয়া কাপের চরম শিক্ষার পর দলে ফিরেছেন সৌম্য সরকার অবশয়ই তাকে স্ট্যান্ডবাই এ রাখা হয়েছে। মাহমুদউল্লাহ ছাড়াও আরও বাদ পড়েছেন এনামুল হক বিজয়। এশিয়া কাপের ভরাডুবিতে প্রাই কেউ ভাল খেলতে পারেনি। দীর্ঘদিন দলের বাইরে থাকা এনামুল হক বিজয় ডাক পেয়েছিলেন এশিয়াকাপে বিন্তু শেষ মেশ টিকে থাকতে পারলো না পারফরম্নেসের কারনে।
বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড
১.সাকিব আল হাসান (অধিনায়ক)
২.আফিফ হোসেন ধ্রুব
৩.সৌম্য সরকার
৪.মেহেদি হাসান মিরাজ
৫.সাব্বির রহমান
৬.হাসান মাহমুদ
৭.মাহেদি শেখ
৮.তাসকিন আহমেদ
৯.মুস্তাফিজুর রহমান
১০.নুরুল হাসান সোহান
১১.এবাদত হোসেন
১২.ইয়াসির আলি
১৩.মোসাদ্দেক হোসেন সৈকত
১৪.মুহাম্মদ সাইফুদ্দিন
১৫.নাজমুল হোসেন শান্ত
স্ট্যান্ডবাই আছেন
১. শরিফুল ইসলাম
২. শেখ মেহেদী
৩. রিশাদ হোসেন
৪. সৌম্য সরকার।
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজে )