টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ যেসব চ্যানেলে লাইভ দেখা যাবে। আবারও শুরু হতে যাচ্ছে ক্রিকেটের গ্লোবাল আসর যাকে ক্রিকেটের সবচেয়ে কার্যকারী ফরম্যাট হিসেবে বিবেচনা করা হয় সেই টি২০ বিশ্বকাপ ২০২২। টি২০ বিশ্বকাপ ২০২২ আসরের পর্দা উঠবে এই বছর অস্ট্রেলিয়ার মাঠিতে। আগামী ১৬ অক্টোবর ২০২২ পর্দা উঠবে টি টোয়েন্টি বিশ্বকাপ আসরের। শ্রীলংকা ও নামিবিয়ার ম্যাচ দিয়ে টও টুয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে।
এরিমধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি প্রকাশ করেছে ক্রিকেটের অন্যতম নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। টি টোয়েন্টি বিশ্বকাপের পূর্নাঙ্গ সূচি পেতে এখানে ক্লিক করুন।
টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ যে সকল চ্যানেলে সরাসরি দেখা যাবে
টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ সারা বিশ্ব থেকে সরাসরি লাইভ দেখতে পাবে দর্শকরা এমনটি নিশ্চিত করেছে আইসিসি। খেলা অস্ট্রেলিয়ায় হলেও ঘরে বসে সরাসরি উপভোগ করা যাবে টি টোয়েন্টি বিশ্বকাপের সকল ম্যাচ। বাংলাদেশসহ বিশ্বের অনান্য দেশ হতে সরাসরি দেখা যাবে ম্যাচ।
বাংলাদেশি তিনটি চ্যানেলে (জিটিভি, টি-স্পোর্টস ও বিটিভি) বিশ্বকাপের খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে। এছাড়া র্যাবিটহোল ও বায়স্কোপ অ্যাপেও ম্যাচ উপভোগ করতে পারবেন টাইগার সমর্থকরা।
যেসব চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বকাপ সম্প্রচার হবে
বাংলাদেশ: জিটিভি, টি স্পোর্টস, বিটিভি এবং র্যাবিটহোল ও বায়স্কোপ অ্যাপ।
ভারত থেকে যে সকল চ্যানেলে লাইভ দেখা যাবে টি ২০ বিশ্বকাপ ২০২২
ভারত: স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও হটস্টার অ্যাপ।
পাকিস্তান থেকে যে সকল চ্যানেলে লাইভ দেখা যাবে টি২০ বিশ্বকাপ ২০২২
পাকিস্তান: পিটিভি স্পোর্টস, এ স্পোর্টস ও দারাজ অ্যাপ।
আফগানিস্তান থেকে যে সকল চ্যানেলে লাইভ দেখা যাবে টি২০ বিশ্বকাপ ২০২২
আফগানিস্তান: আরটিএ স্পোর্টস ও আরিয়ানা টিভি।
অস্ট্রেলিয়া থেকে যে সকল চ্যানেলে লাইভ দেখা যাবে টি২০ বিশ্বকাপ ২০২২
অস্ট্রেলিয়া: ফক্স ক্রিকেট এবং ফক্সটেল গো, ফক্সটেল নাও ও কায়ো স্পোর্টস অ্যাপ।
ইংল্যান্ড থেকে যে সকল চ্যানেলে লাইভ দেখা যাবে
ইংল্যান্ড: স্কাই স্পোর্টস ক্রিকেট, স্কাই স্পোর্টস মেইন ইভেন্ট, স্কাই স্পোর্টস মিক্স, স্কাই স্পোর্টস অ্যাপ ও স্কাই স্পোর্টস ওয়েবসাইট।
দক্ষিণ এশিয়া থেকে যে সকল চ্যানেলে লাইভ দেখা যাবে টি ২০ বিশ্বকাপ ২০২২
নেপাল, মালদ্বীপ, ভুটান: স্টার স্পোর্টস নেটওয়ার্ক।
শ্রীলংঙ্কা থেকে যে সকল চ্যানেলে লাইভ দেখা যাবে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২
শ্রীলঙ্কা: সিয়াথা টিভি, স্টার স্পোর্টস ও সিয়াথা টিভি ওয়েবসাইট।
যুক্তরাষ্ট্র থেকে যে সকল চ্যানেলে লাইভ দেখা যাবে টি২০ বিশ্বকাপ ২০২২
যুক্তরাষ্ট্র: স্কাই স্পোর্টস ৩ ও ইএসপিএন+।
কানাডা থেকে যে সকল চ্যানেলে লাইভ দেখা যাবে টি ২০বিশ্বকাপ ২০২২
কানাডা: উইলো কানাডা ও হটস্টার।
মধ্যপ্রাচ্য থেকে যে সকল চ্যানেলে লাইভ দেখা যাবে টি ২০বিশ্বকাপ ২০২২
মধ্যপ্রাচ্য: ক্রিকলাইফ ম্যাক্স, ওমান টিভি (শুধুমাত্র মাসকাটের ম্যাচগুলো) এবং সুইচ টিভি, স্টারজ প্লে।
দক্ষিণ আফ্রিকা থেকে যে সকল চ্যানেলে লাইভ দেখা যাবে টি২০ বিশ্বকাপ ২০২২
দক্ষিণ আফ্রিকা: সুপার স্পোর্ট ক্রিকেট এবং সুপার স্পোর্ট ওয়েবসাইট ও অ্যাপ।
মালশিয়া থেকে যে সকল চ্যানেলে লাইভ দেখা যাবে টি২০ বিশ্বকাপ ২০২২
মালয়েশিয়া: অ্যাস্ট্রো ক্রিকেট ও হটস্টার।
অনান্য দেশ হতে যে সকল চ্যানেলে লাইভ দেখা যাবে টি২০ বিশ্বকাপ ২০২২
হংকং ও সিঙ্গাপুর: অ্যাস্ট্রো ক্রিকেট (পিসিসিডব্লিউ), ইয়ুপটিভি এবং অ্যাস্ট্রো ক্রিকেট (সিংটেল) ও হটস্টার।
এছাড়াও বিভিন্ন ডিজিটাল ফ্ল্যাটফরমে উপভোগ করা যাবে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ আসরের খেলা এমনটি নিশ্চিত করেছে আইসিসি।