আমরা অনেকেই বর্তমান সময়ে ফেসবুক ব্যবহার করে থাকি। জীবনের সাথে ফেসবুক এমন ভাবে জড়িয়ে গিয়েছে যে আমরা এখন আমাদের হাসি-খুশি, দুঃখ, সবই কিছু জীবনে যাওয়া ফেসবুকে শেয়ার করে থাকি। মাঝে মাঝে ফেসবুকের নিউজ ফিডে দেখা মেলে বিভিন্ন ধরনের স্টাটাস যা দেখে আমাদের ঐ স্টাটাস ভালো লেগে যায় আমরা তখন ঐ স্টাটাস গুলো ব্যবহার করি আমাদের পোস্ট, স্টোরিতে। তেমনি আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি ছেলেদের ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে। চলুন ছেলেদের ফেসবুক স্টাটাস সম্পর্কে জেনে নিই।
ছেলেদের ফেসবুক স্ট্যাটাস
ছেলেদের জীবনে একটা সময় কোন বিষয়কে কেন্দ্র বা মাধ্যম করে হাসি-খুশি, দুঃখ, কষ্ট চলে আসে। হাসি-খুশি সবাই সহ্য করতে পারলেও সবাই কষ্ট বা দুঃখ সহ্য করতে পারে না। কেউবা খুশিতে স্টাটাস দিয়ে শেয়ার করে তার মনের কথা। আবার কেউবা কষ্টে শেয়ার করে তার মনের কথা।
ছেলেদের কিছু খুশি ও কষ্টের স্টাটাস নিচে দেওয়া হলো:
(১) ‘ভাগ্য থাকেনা সাফল্য
সাফল্য তো সেখানে থাকে যেখানে পরিশ্রমী তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে। “
(২)’ যাকে বুজাতে চেয়েছি সে কখনো বুজতে চাইনি আমায়, আর যাকে বুজাতে চাইনি সে রয়েছে আমার অপেক্ষায়। ‘
(৩)‘নীরবতা ছুয়েছে এ মন;
তবুও আজও ছুতে পারিনি এ আঁখি
শূন্যতা মাঝে মাগো তোমায় ভালোবাসি। ‘
(৪)’বেলা বোস এর ঐ নম্বরটাও
ডাইরির ভাজে পড়ে আছে!
শুধু তুমি নেই বেলা।’
(৫)’মাগো তুমি আমার সেই প্রিয় মানুষ,
যাকে কখনো বলে দিতে হয়নি আমার মনের সব কথা গুলো।’
(৬)’প্রিয় তোমার সাথে একটু কথা বলার জন্য কান্না করেছিলাম আমার প্রিয় রবের কাছে
আর তুমি হারিয়েছো আমায় তোমার করা অবহেলায়। ‘
(৭) ‘প্রিয়,অবহেলার মাঝে যে মানুষ হারিয়ে যায়, তাকে আর ফিরে পাওয়া সম্ভব নয়।’
(৮) প্রিয়, তুমি পুরুষের ভালোবাসার কাছে শূন্য,
যেখানে সবাই নারীর মিথ্যা মায়ায় আসক্ত
সেথায় আমি তোমার অবহেলায় পরিত্যক্ত
(৯)’পৃথিবীতে সব মানুষের কষ্ট তার বুকে আছে, কেউ প্রকাশ করে। আবার কেউ কষ্ট গুলো নিয়ে সারাজীবন বয়ে বেড়ায়। ‘
(১০) ‘ভুলে তো সেদিন যেতে পারতাম প্রিয়। যেদিন তুমি তোমার স্টাটাসে বলেছিলে, সবার দোয়ায় ১ বছরে সম্পর্কে পূর্ণতা পেলো……
(১১) জীবিনে বেচে থাকতে বেশি কিছুর প্রয়োজন হয় না!
এমন একটা মানুষের প্রয়োজন
যে হাজার কষ্টের পর,
পাশে এসে বলবে,
চিন্তা করো না আমি আছিতো!
(১২) উদ্দেশ্য ছাড়া কেউ কাছে
আসে না, আর স্বার্থ ছাড়া
কেউ ভালোবাসে না!
( ১৩ ) জীবন আমাকে এমন কিছু শিখিয়ে যাচ্ছে
যা আমি কখনো শখতে চাই নি!!
ছেলেদের সুন্দর ফেসবুক স্ট্যাটাস
ফেসবুকে ছাড়ার জন্য ছেলেদের ফেসবুক স্ট্যাটাস এবং কষ্টের স্ট্যাটাস, ক্যাপশন প্রাকাশ করা হল। আশা করি আপনাদের ভাল লাগবে।
অনেকেই চান তাদের ফেসবুক একাউন্টে সুন্দর একটি স্টাটাস দিতে। সুন্দর স্টাটাস পেতে পোস্টটি পড়তে থাকুন।
(১) তুমি দূর থেকে বহু মানুষকে চিনতে পারবে। তার আত্মাকে চিনতে পারবে তার সুমিষ্ট ব্যবহারে…,,
(২) যদি পিপড়া মতো করে বাসা বাধতে পারতাম, হয়তো তাহলে একটা কথায় সম্পর্ক ভেঙে যেতো না।
(৩) জ্বর হয়েছে বলে ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়ো বলা থেকে পাশে বসে থাকা মানুষ গুলো বেশি আপন হয়।
(৪) কিছু মানুষ, কখনো বদলানোর নয় যারা মানুষকে ব্যবহার করে ছুড়ে ফেলে দিতে পছন্দ করে।
(৫) রাগ যতটা আপনাকে শাস্তি ও অনুশোচনার মাঝে রাখবে, পৃথিবীর অন্য কোন শাস্তিতে নেই।
(৬) মানুষ তো সেই ক্ষুধার্থ মানুষকে দেখলে তার হৃদয়ে তাদের সাহায্য ইচ্ছে জেগে উঠে।
(৭) তুমি মানুষকে তার বিপদে যতটা দিয়ে সাহায্য ,সৃষ্টিকর্তা তোমার বিপদে তার দ্বিগুণ দিয়ে সাহায্য করবে।
(৮) স্বাভাবিক ব্যপার গুলো অস্বাভাবিক করা মানুষ গুলো কখনো প্রকৃত সুখী হতে পারে না।
(৯) সম্পর্ক ঠিকই ভালো থাকে যদি দুইটি মানুষের মধ্যে একটি মানুষ মানিয়ে নিতে শিখে পারে।
(১০) মানুষ এতো এতো সুন্দর মনের অধিকারী বলেই, ৮০০ কোটি মানুষের ভিরের মাঝে তাকে ঠকানো মানুষকে আবার ফিরে পেতে চায়।
(১১) ধীরে ধীরে সবার কাছে অপ্রিয় হয়ে যাচ্ছি
জানিনা নিজে খারাপ নাকি^_^
কপালটাই খারাপ!!!
সিঙ্গেল ছেলেদের ফেসবুক স্ট্যাটাস
সিঙ্গেল ছেলেরা তোমরা যারা ফেসবুক স্টাটাস দিবা ভাবছো। বেশি না ভেবে নিচের স্টাটাস গুলো পড়ে ফেসবুকে স্টাটাস গুলো শেয়ার করো।
(১) শোন ভাই, জীবনে অনেক ভুল করেছি কিন্তু কারো মিথ্যা মায়ায় আসক্ত হয়ে জীবনের সুন্দর মূহুর্ত নষ্ট করিনি।
(২) ভঙ্গুর সম্পর্ক হওয়ার চেয়ে একা থাকাটা অনেক ভালো।
(৩) একজন ভুল মানুষের সঙ্গে থাকার চেয়ে একা থাকাটা অনেক ভালো। একা থাকাটা ততটাও অসুবিধার নয়।
(৪) সিঙ্গেল থাকা মানে বোকা নয়। বরং আমি আমার মনের মতো পাইনি
(৫) একা আছি ভালোই আছি। কারন বর্তমানে কেউ ভালোবেসে সারাজীবন চলতে জীবনে আসে না।
(৬) হয়তো এমন কেউ আছে যে সৃষ্টিকর্তার কাছে চেয়েছে, আমি যেন পৃথিবীর মানুষগুলোর মিথ্যা মায়ায় আসক্ত না হয়ে যাই।
(৭) সিঙ্গেল হওয়ার মানে যে আমাকে কেউ চায়নি বরং পৃথিবীর মিথ্যা মায়ায় আসক্ত হতে চাইনি
(৮) সিঙ্গেল বলে ভালো আছি, নয়তো কারো মিথ্যা মায়ায় আজ সারাটা রাত নির্ঘুম চোখে কাটাতে হতো।
অবাক করা ফেসবুক স্ট্যাটাস Facebook Status Bangla
(১) ভেবেছিলাম রাতে ঘুমের মধ্যে বাতাসা খাচ্ছি, কিন্তু ভাই সকালে দেখি বিছানার চাদর নেই
(২) চশমা পড়া মানুষ গুলো সত্যি মনে হয় মেধাবী। যেমন আমি
(৩) ছোট বেলায় খুব কেঁদেছি বলে। আজ আমার নাম ছেলে হয়েও কাদুনি
(৪) আমি অনেক মানুষ দেখেছি কিন্তু আমার মতো ভদ্রলোক পৃথিবীতে আর একটাও দেখি নি।
(৫) পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সে, যে সারাদিন মোবাইল ব্যবহার করতে পারে।
(৬) আজ পর্যন্ত সব৷ বাড়ি যাওয়া হলো কিন্তু শশুরবাড়ির ঠিকানাও পেলাম না।
(৭) আমাকে কি ছ্যাকা দিবি আমিতো বাপ্পারাজের ছবি দেখে বড় হয়েছি।
(৮) সবাই সারাপৃথিবীর খবর রাখলেও আজও তার ঘরের পাশে না খেয়ে থাকা মানুষটির খোঁজ নেয় না।
স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন
আপনারা অনেকে স্টাইলিশ খুজছেন। আপনাদের জন্য আকর্ষণীয় কয়েকটি ক্যাপশন রয়েছে।
(১) যারা 🤓 চশমা পড়ে তারা মনে হয় খুব মেধাবী 😇😇। আসল কথা হলো কানা তো কানাই হয় 🤭🤪 সান্ত্বনা দিলাম মাএ 🤭🤧
(২) যার জন্য আমি পাগলামি করেছি 😔😩,সে আজ আমার গল্পে শুনিয়ে অন্য কাউকে হাসায় 😭💔
(৩) যদি আমার 🙎♂️ মাঝে তোমাকে 🙍♀️ তুমি খুঁজে না পাও,কথা দিলাম তুমি 🕊️ মতো উড়ে যেও।
(৪) আমার এই ইট, কংক্রিটের দেয়াল তৈরি শহরে ☺️
তুমি আমার আকাশ হয়ে থেকো! 🖤
(৫) অভিযোগ নেই 😊, তুমি আমি আলাদা হয়েও এক পৃথিবীর আকাশের নিচে আছি 🖤💝
(৬) জীবনে মারামারি করছে,
গ্যাঙ্গাম করছি, মিথ্যা বলছি😎
খুব একটা ভাল পথে চলি নাই😏
কিন্তু, ভূলেও নিজের বাবা মা থাকতে
কোন পাতি নেতাকে অভিবাবক বলি নাই! 🤐
স্মার্ট ফেসবুক স্টাটাস Facebook Status Bangla
এখানে ১০টি স্মার্ট ছেলেদের ফেসবুক স্ট্যাটাস প্রাকাশ করা হল যা আপনাদের আশাকরি ভাল লাগবে। আপনারা আরো পেয়ে যাবেন কষ্টের ফেসবুক স্ট্যাটাস ও ক্যাপশন।
(১)___🦋🖤🥀___
কি বলবো ভাই, আজকাল ভালোবাসাও Wifi এর থেকে স্স্তা হয়ে গেছে 🤭😂
—💔—😐
(২) —😊
পৃথিবী আর একটাও মানুষ খুঁজে পাবে না। যে তোমার মতো চিন্তা ভাবনা করে। কথাটি তিতা হলেও সত্য 🤗
(৩) —😔😔😔
কথা কম বলে দেখো,
দেখবে ভালোবাসাটাও কমে যাবে— 💔💔💔😭।
(৪) প্রিয় জিনিস ধরে রাখার ক্ষমতা ছেলেদের থাকে না। ছেলেরা তার প্রিয় জিনিস হাসি মুখে ছেড়ে দিতে জানে।
(৫) সব ছেলেদের মতো মন থাকে হয়তো মধ্যবিও ছেলেদের। হয়তো তাদের অসংখ্য টাকা পয়সা থাকে না।
(৬) বেইমান যদি ছেলেরা হতো তাহলে রাস্তার পাশে পাগলের চেয়ে পাগলির সংখ্যা বেশি হতো 😔
(৭) সময়ের সাথে সবকিছু বদলে যায় তেমনি আমাকে অবহেলা করা মানুষ গুলো আমাকে পাবার জন্য আফসোস করবে।
(৮) মধ্যবিও পরিবারেই ছেলেদের দায়িত্ব বুজাতে এসো না। আমরা ১৬ বছরে পরিবারের দায়িত্ব নিতে শুরু করি।
(৯) জন্মের পরে যখন বুজতে শিখেছে তখন বুজানো হয়েছে ছেলেদের কাঁদতে নেই। তাই বলে কি ছেলেরা কাঁদে না। ছেলেরাও কাঁদে তবে সবার চোখের আড়ালে।
(১০) জীবন থেকে কেউ হারিয়ে গেলে,
চাপ নেওয়ার দরকার নেই!
আমাদের মানি ব্যাগ থেকেও!
সব সময় ১ বা ২ টাকার কয়েন গুলোয় হারায়🙄🙄
( ১১ ) নিজের মালিকানা জমিতে থাকি,
কারো বাপের বাড়িতে না।
আর আমি গনিতে একটু দুর্বল
নারিতে না।
ছেলেদের ব্যর্থতার স্ট্যাটাস~ছেলেদের ফেসবুক স্ট্যাটাস
(১) কি ! আজব দুনিয়া রে ভাই
প্রতিষ্ঠিত না হতে পারলে কোন যাইদাই দাম নাই!!
(২) ভূল বোঝা যতোটা সহজ,
সে ভূল শুধরে নেওয়া
ততটা কঠিন!
(৩) মাঝে মাঝে মানুষের
মন খারাপের পেছনে এত বেশি কারণ থাকে,
সে মানুষ নিজেই বুঝতে পারে না কোন কারনে
সে এত বেশি কষ্ট পাচ্ছে! ( আদানান মাহমুদ )
(৪) কারো শক্তি হাতে,
কারো শক্তি দাতে।
কারো বুদ্ধি খাতায়,
কারো বুদ্ধি মাথায়।
যে পারে যেমনেই হোক পারে
আর যারা পারে না তারাই
অযুহাত ঝাড়ে!
(৫) অবহেলা খুব ভয়ংকর একটা জিনিস
যা একটা জীবিত
মানুষকে বেঁচে থাকার ইছাটাই
শেষ করে দেয়…!
(৬) শূন্য পকেটে ছেলেদের ব্যর্থতার গল্প মানায় না,
কিছু করে দেখান, সবাই আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে””
আশা করি এসকল ছেলেদের ফেসবুক স্ট্যাটাস পড়ে আপনি কিছু জানতে পেরেছেন ও আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পেরেছেন।
(৭) ভালবাসা একমাত্র তাদের জন্যই শ্রেষ।।,
যে ছেলে শত বাঁধা পরেও…
এক জনের প্রতি আসক্ত!
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News পেজ)