গ্যাসের চুলার দাম বাংলাদেশ ২০২৩, বিভিন্ন ব্রান্ডের গ্যাসের চুলার দাম সম্পর্কে জানতে চেয়েছেন অনেকেই আজকের প্রতিবেদনে আমরা বাংলাদেশের সকল ব্রান্ডের গ্যাসের চুলার দাম সম্পর্কে জানাবো। বর্তমান বাংলাদেশে শহরের সাথে পাল্লা দিয়ে গ্রামেও বাড়ছে গ্যাসের ব্যবহার। আর গ্যাস সাধারণত জ্বালানি হিসেবে রান্নাবান্নার কাজে ব্যবহারিত হয়। আর সেজন্যেই প্রথমেই আপনার দরকার হবে গ্যাসের চুলা। চলুন দেখে আসি গ্যাসের চুলার দাম বাংলাদেশ ২০২৩, জেনে আসি বিভিন্ন ব্রান্ডের গ্যাসের চুলার দাম কেমন যাচ্ছে ।
গাজী গ্যাসের চুলার দাম ২০২৩ | গ্যাসের চুলার দাম বাংলাদেশ ২০২৩
বাংলাদেশের বাজারে যে সকল ব্রান্ডের গ্যাসের চুলা পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম গাজী গ্যাসের চুলা। বাংলাদেশের বাজারে গাজীর নতুন আমদানিকৃত চুলা গুলির মধ্যে D-105-Gazi Smiss Gas Stove মডেলের সিঙ্গেল চুলাটির দাম ৪৩২০ টাকা। এছাড়াও বাংলাদেশের বাজারে গাজীর নতুন আমদানিকৃত ডাবল গ্যাসের চুলা গুলির মধ্যে EG-B763S-Gazi Smiss Gas Stove মডেলটির দাম ৯১৮০ টাকা, FFD-258C-Gazi Smiss Gas Stove মডেলটির দাম ১২৯৬০ টাকা, TG-203-Gazi Smiss Gas Stove মডেলটির দাম ৮১০০ টাকা, P-311 – Gazi Smiss Gas Stove মডেলটির দাম ১০৮০০ টাকা, EG-B744M – Gazi Smiss Gas Stove মডেলটির দাম ১০২৬০ টাকা, EG-B741M – Gazi Smiss Gas Stove মডেলটির দাম ১০৮০০টাকা, EG-B740 – Gazi Smiss Gas Stove মডেলটির দাম ১০২৬০ টাকা, B-303 Gazi Smiss Gas Stove মডেলটির দাম ১২৪০০ টাকা, B-235 Gazi Smiss Gas Stove মডেলটির দাম ১৩৫০০ টাকা,B-230 Gazi Smiss Gas Stove মডেলটির দাম ১১৩৪০ টাকা।
ডাবল গ্যাসের চুলার দাম কত | গাজী গ্যাসের চুলার দাম ২০২৩
নতুন বছরে বাংলাদেশের বাজারে গাজীর আমদানিকৃত গ্যাসের চুলা গুলার বেশির ভাগ মডেল ডাবল গ্যাসের চুলা। বাজারে গাজীর আমদানিকৃত গ্যাসের চুলা HTG-2889 Gazi Gas Stove মডেলটির দাম ৩৮৮৮ টাকা, HTG-2888 Gazi Gas Stove মডেলটির দাম ৩৫৬৪ টাকা।
গাজী গ্যাসের চুলার দাম অনুযায়ী FFD-268C-Gazi Smiss Gas Stove মডেলটির দাম ৬৬৯৬ টাকা, FFD-248C-Gazi Smiss Gas Stove মডেলটির দাম ২৩৭৬০ টাকা, B-231 Gazi Smiss Gas Stove মডেলটির দাম ১০৮০০ টাকা, B-215 Gazi Smiss Gas Stove মডেলটির দাম ৮৬৪০ টাকা। গাজী গ্যাসের চুলা B-216 Gazi Smiss Gas Stove মডেলটির দাম ৯১৮০ টাকা। TG-207 Gazi Smiss Gas Stove মডেলটির দাম ১০২৬০ টাকা। গাজী গ্যাসের চুলার দাম ২০২৩ বাংলাদেশের বিভিন্ন স্থান ভেদে কিছুটা কম বেশি হতে পারে। কেনার আগে অবশ্যই দাম যাচাই করে কিনবেন।
ওয়ালটন গ্যাসের চুলার দাম ২০২৩ | গ্যাসের চুলার দাম বাংলাদেশ ২০২৩
বাংলাদেশের কোম্পানি ওয়ালটন নতুন বছরে গ্যাসের চুলায় এনেছে বিশেষ ছাড়। ওয়ালটন দেশীয় কোম্পানি হিসেবে কম দামে ভালো পণ্য সরবরাহ করে। নিচে ওয়ালটন বাংলাদেশের বাজারে নতুন বছরে যে কয় মডেলের গ্যাসের চুলা আমদানি করেছে তার দাম সহ বিস্তারিত বিবরণ তুলে ধরা হলো। ওয়ালটনের আমদানিকৃত নতুন গ্যাসের চুলা WSG-SS2 (LPG) মডেলের সিঙ্গেল গ্যাসের চুলাটির দাম ১৮৫০ টাকা, WSG-SSH90 (LPG) মডেলের সিঙ্গেল গ্যাসের চুলাটির দাম ১৫৯০ টাকা, WSG-SSB3 (LPG) মডেলের সিঙ্গেল গ্যাসের চুলাটির দাম ১৬০০ টাকা, WSG-SSH2 (LPG) মডেলের সিঙ্গেল গ্যাসের চলাটির দাম ১২০০ টাকা। ওয়ালটন গ্যাসের চুলার দাম ২০২৩ সালে WSG-GSC20 (LPG) মডেলের সিঙ্গেল গ্যাসের চুলাটির দাম ২৭৯০ টাকা, WSG-GSC10 (LPG) মডেলের সিঙ্গেল গ্যাসের চুলাটির দাম ২০৯০ টাকা, WSG-GSC90 (LPG) মডেলের সিঙ্গেল গ্যাসের চুলাটির দাম ২৭৫৯০ টাকা, WSG-GSC1 (LPG) মডেলের সিঙ্গেল গ্যাসের চুলাটির দাম ২৭৬৯০ টাকা।
ডাবল গ্যাসের চুলার দাম কত | ওয়ালটন গ্যাসের চুলার দাম ২০২৩
নতুন বছরে ওয়ালটন বাংলাদেশের বাজারে আমদানি করেছে বিভিন্ন মডেলের ডাবল গ্যাসের চুলা। চলুন দেখে আসি ওয়ালটনের আমদানিকৃত ডাবল গ্যাসের চুলা গুলির মডেল সহ বিক্রয় মূল্য। ওয়ালটনের আমদারীকৃত WGH-21GS(LPG/NG) মডেলের গ্যাসের চুলার দাম ৬৯৯০ টাকা, WGH-24GBT(LPG/NG) মডেলের গ্যাসের চুলার দাম ১৪৫৯০ টাকা , WGH-22GB(LPG/NG) মডেলের গ্যাসের চুলার দাম ৮৯৯৫ টাকা, WGH-23CB(LPG/NG) মডেলের গ্যাসের চুলার দাম ১২৯৫০ টাকা, এছাড়াও ওয়ালটন গ্যাসের চুলার নতুন মডেল WGS-GDB10 (LPG/NG) এর দাম ৫৩৯০ টাকা, WGS-GDB90 (LPG/NG) মডেলটির দাম ৫০৯০ টাকা, WGS-GDC10 (LPG/NG) মডেলটির দাম ৪৫৯০ টাকা, WGS-GDC11 (LPG/NG) মডেলটির দাম ৪৫৯০ টাকা, WGS-GDCB10R01 (LPG) মডেলটির দাম ৫৭৯০ টাকা, WGS-GDB90R (LPG) মডেলটির দাম ৫২৪০ টাকা, WGS-GDC10R(LPG) মডেলটির দাম ৪৯৯০ টাকা, ওয়ালটন গ্যাসের চুলার দাম ২০২৩ বাংলাদেশের বিভিন্ন স্থান ভেদে কিছুটা কম বেশি হতে পারে। কেনার আগে অবশ্যই দাম যাচাই করে কিনবেন।
আরএফএল গ্যাসের চুলার দাম ২০২৩ | গ্যাসের চুলার দাম বাংলাদেশ ২০২৩
যত দিন যাচ্ছে মানুষও তার সাথে পাল্লা দিয়ে আধুনিক হচ্ছে, আগের থেকে মানুষ এখন অনেক সৌখিন। আগের দিনে রান্নাবান্নার কাজ যেখানে অসহ্য মনে হতো এখনকার দিনে রান্নাবান্না একটি শখের কাজে পরিণত হয়েছে। কেননা এখনকার দিনে গ্যাসের চুলা ব্যবহার করে খুব সহজেই রান্নাবান্না করা যায়। আর বাংলাদেশের বাজারে আরএফএল নিয়ে এসেছে অল্প দামে ভালো মানের গ্যাসের চুলা। চলুন আগে জেনে আসি আর এফ এল নতুন বছরে কোন কোন মডেলের সিঙ্গেল গ্যাসের চুলা বাজারে এনেছে।
এক বছরের ওয়ারেন্টি সহ আর এফ এল নতুন বছরে যে সকল গ্যাসের চুল বাজারে এনেছে তাদের মধ্যে RFL Bulit In Single Gas Stove FREESIALPG মডেলের গ্যাসের চুলার দাম ৩৯৩৭ টাকা, Single Gas Auto LPG Gas Stove Fiona মডেলের গ্যাসের চুলার দাম ২৭০০ টাকা, Topper Single SS Auto Gas Stove (PLG)A-113 মডেলের গ্যাসের চুলার দাম ২১৩৭ টাকা, RFL Built In HOB Single Gas Stove ZARBERA LPG মডেলের গ্যাসের চুলার দাম ৪১৬৩ টাকা, RFL Auto Gas Stove LPG 17 GN মডেলের গ্যাসের চুলার দাম ২৮১৩ টাকা, RFL Single Glass Gas Stove Rosee LPG- 828492 মডেলের গ্যাসের চুলার দাম ২৫৮৮ টাকা, RFL single glass LPG gas stove মডেলের গ্যাসের চুলার দাম ২৩৬৩ টাকা, single glass LPG gas stove silky মডেলের গ্যাসের চুলার দাম ২৫৫৮ টাকা, TOPPEE single LGS Aoto GS LPG ( GLS-106) মডেলের গ্যাসের চুলার দাম ২৬৯০ টাকা, বাংলাদেশের বিভিন্ন এলাকা ভেদে এই দাম সামান্য কমবেশি হতে পারে তাই কেনার আগে অবশ্যই ভালোভাবে দাম যাচাই করে নিবেন।
ডাবল গ্যাসের চুলার দাম বাংলাদেশ ২০২৩ | গ্যাসের চুলার দাম বাংলাদেশ
বর্তমান সময়ে কোম্পানিগুলো নতুন মডেলের যেই গ্যাসের চুলাগুলো আমদানি করছে তার বেশিরভাগ ক্ষেত্রে ডাবল গ্যাসের চুলার সংখ্যা বেশি। কেননা বাজারে ডাবল গ্যাসের চুলার চাহিদা অনেক বেশি। আর এই চাহিদার সাথে সামঞ্জস্য রেখে আরএফএল বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে নতুন মডেলের ডাবল গ্যাসের চুলা।
নতুন বছরে আরএফএল নিয়ে এসেছে RFL Build In HOB Double Gas Stove LILAC LPG 960883 মডেলের গ্যাসের চুলা যেটির বাজার মূল্য ৬৮৬৩ টাকা। এছাড়াও আরএফএল এর আমদানিকৃত Double SS Auto Gas Stove (QUEEN CI) LPG মডেলের গ্যাসের চুলার দাম ৩০৮০ টাকা, DOU SS GAS STOVE (2-04SRB)NG মডেলের গ্যাসের চুলার দাম ৪২২৪ টাকা, Double Glass LPG Gas Stove Olivia মডেলের গ্যাসের চুলার দাম ৪৭৫২ টাকা, Double Glass NG Gas Stove Silky মডেলের গ্যাসের চুলার দাম ৪৪৪৮ টাকা, Double Glass LPG Gas Stove Bluebell মডেলের গ্যাসের চুলার দাম ৫১৪৮ টাকা, Double Glass Auto Gas Stove 26 GR LPG মডেলের গ্যাসের চুলার দাম ৭২০০ টাকা, DOU SS GAS STOVE (2-11SBC)NG মডেলের গ্যাসের চুলার দাম ৩৩৭৫ টাকা, Double Glass Auto Gas Stove 27 GR NG 80393 মডেলের গ্যাসের চুলার দাম ৭৪২৫ টাকা, RFL BUILT IN GLS NG HOB BH (21GN) মডেলের গ্যাসের চুলার দাম ১০১২৫ টাকা, RFL Built Gls LPG Hob Iris 3 Burner মডেলের গ্যাসের চুলার দাম ৯৬৭৫ টাকা, BUILT IN GLS NG HOB VIOLA 3 BURNER মডেলের গ্যাসের চুলার দাম ১৬৮৭৫ টাকা, RFL Dobule Gls LPG Hob Iris মডেলের গ্যাসের চুলার দাম ৮২১৫ টাকা, আরএফএল গ্যাসের চুলার এই দাম বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সামান্য পার্থক্য থাকতে পারে।
ভিশন গ্যাসের চুলার দাম ২০২৩ | সিঙ্গেল গ্যাসের চুলার দাম ২০২৩
নতুন বছরের ভিশন যে সকল সিঙ্গেল গ্যাসের চুলা আমদানি করেছে তার মডেল সহ দাম তুলে ধরা হলো। ২০২৩ সালে ভীষণের ভিশন এর আমদানিকৃত সিঙ্গেল গ্যাসের চুলার মধ্যে Vision LPG single glass gas stove Sky 3D মডেলটির দাম ২৭০০ টাকা, vision LPG single glass gas stove Tomatino 3D মডেলটির দাম ২৫২৫ টাকা, Vision LPG single glass gas stove Sun F| 3D মডেলটির দাম ২৭০০ টাকা। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে উল্লেখিত মডেলের গ্যাসের চুলা চিনতে পারেন তবে সে ক্ষেত্রে স্থানভেদে দামের কিছুটা পার্থক্য থাকতে পারে।
ভিশন ডাবল গ্যাসের চুলার দাম ২০২৩ | গ্যাসের চুলার দাম বাংলাদেশ ২০২৩
নতুন বছরে ভিশন কোম্পানি বাংলাদেশের বাজারে যে সকল ডাবল গ্যাসের চুলা আমদানি করেছে সেগুলির মডেল সহ বর্তমান বাজার মূল্য তুলে ধরা হলো। ২০২৩ সালে আমদানিকৃত ভিশন ডাবল গ্যাসের চুলা মডেল নাম Vision ND Double Glass Gas stove Sun FI 3D এর দাম ৫০৬২ টাকা, Vision Double Auto Glass Gas stove মডেলটির দাম ৫০০০ টাকা, Vision LPG double glass gas stop Sky 3D মডেলটির দাম ৫০৬৩ টাকা, TOPPER love bird gold double glass stop LPG মডেলটির দাম ৪২৫০ টাকা, ভিশন গ্যাসের চুলার দাম মডেল সহ দেয়া হয়েছে এই দাম বাংলাদেশের স্থানভেদে সামান্য কম বেশি হতে পারে।
সর্বশেষ আপডেটঃ ০৩/০৮/২০২৩
আরো পড়ুন: এয়ার কুলার দাম ২০২৩
সিলিন্ডার সহ গ্যাসের চুলার দাম কত | সিঙ্গেল গ্যাসের চুলার দাম কত ২০২৩
অনেকে জানতে চেয়েছেন সিলিন্ডাসহ গ্যাসের চুলার দাম কত। আসলে গ্যাসের চুলা ও সিলিন্ডার দুটি রান্নার কাজে ব্যবহার হলেও কেনর ক্ষেত্রে গ্যাসের চুল ও গ্যাসের সিলিন্ডার আলাদা আলাদা করে কিনতে হয়। সেক্ষেত্রে সিলিন্ডার সহ গ্যাসের চুলার দাম কত পড়বে সেট নির্ভর করে আপনি কত কেজি গ্যাসের সিলিন্ডার নিবেন সেটির উপরে এবং আপনি কোন মডেলের গ্যাসের চুলা নিবেন সেটির উপরেও। আমরা আমাদের এই পেজটিতে উপরের দিকে জানিয়েছি বাংলাদেশে বিভিন্ন ব্রান্ডের গ্যাসের চুলার দাম কত।
সেক্ষেত্রে সিঙ্গেল গ্যাসের চুলা সর্বনিম্ন ১৮০০ থেকে সর্বোচ্চ ৬০০০ টাকা পর্যন্ত রয়েছে। আবার ডাবল গ্যাসের চুলা সর্বনিম্ন ৩০০০ থেকে সর্বোচ্চ ১৬০০০/১৭০০০ টাকা পর্যন্ত রয়েছে। সেক্ষেত্রে আপনি বাজার থেকে যেকোনো এক ধরনের গ্যাসের চুলা সংগ্রহ করতে পারেন। এরপর আপনাকে জানতে হবে আপনি কত কেজি গ্যাসের সিলিন্ডার নিতে চান। কেননা গ্যাসের সিলিন্ডারের দাম নির্ভর করে গ্যাসের পরিমাণের উপর। বর্তমান বাজারের ১২ কেজি এলপিজি গ্যাসের দাম নির্ধারিত ১৪৯৮ টাকা থাকলেও বাজারে এটি বিক্রি হচ্ছে প্রায় ১৮০০ টাকা দরে। সেক্ষেত্রে আপনি যদি ১২ কেজি এলপিজি গ্যাসের সিলিন্ডার ক্রয় করেন সেক্ষেত্রে আপনার খরচ হবে প্রায় ১৮০০ টাকা। চলুন দেখে আসি সেই হিসাবে সিলিন্ডার সহ গ্যাসের চুলার দাম কত।
সিলিন্ডার সহ গ্যাসের চুলার দাম ২০২৩ | সিঙ্গেল গ্যাসের চুলার দাম
আপনারা যারা নতুন করে গ্যাসের চুলায় রান্না শুরু করতে চান তাদের জন্য সিলিন্ডার সহ গ্যাসের চুলার দাম কত তার একটি নমুনা দেওয়া হল। সে ক্ষেত্রে আপনি যদি আরএফএল এর RFL Bulit In Single Gas Stove FREESIALPG এই মডেলের গ্যাসের চুলাটি নিতে চান তাহলে চুলাটির দাম পড়বে ৩৯৩৭ টাকা তার সাথে ১২ কেজি এলপিজি গ্যাস এর দাম ১৮০০ টাকা ( সরকার নির্ধারিত ১৪৯৮)। সেক্ষেত্রে সিলিন্ডার সহ গ্যাসের চুলার দাম পড়বে ৫৭৩৭ টাকা। এর সাথে যদি আপনি পুরাতন সিলিন্ডার জমা না দেন সেই ক্ষেত্রে সিলিন্ডার বাবদ আপনাকে আরো অতিরিক্ত ৫০০ টাকা দিতে হবে। সেই হিসেবে ১২ কেজি এলপিজি সিলিন্ডার সহ গ্যাসের চুলার দাম আসতে পারে ৬২৩৭ টাকা। সে ক্ষেত্রে যদি আপনি ডাবল চুলা ক্রয় করেন তাহলে খরচ কিছুটা বাড়তে পারে।
আরো পড়ুন: গাজী পাম্পের দাম ২০২৩
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)