কাতার বিশ্বকাপ ২০২২ গোল্ডেন বল জিতেছে কে? উত্তরটা খুবই প্রত্যাশিত, কাতার বিশ্বকাপ ২০২২ এর গোল্ডেন বল জিতেছে আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি। ৩৫ বছর বয়সি আর্জেন্টিনার এই সুপারস্টার ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে ফাইনালে জার্মানির সাথে হেরে রাগে, অভিমানে ফুটবল থেকেই অবসরের কথা ভেবেছিলেন । পরবর্তীতে দেশের কথা ভেবে, আর্জেন্টিনার সমর্থকদের অনুরোধে আবারো আকাশি নীল জার্সিতে দলে ফেরেন লিওনেল মেসি। স্বপ্ন তার বিশ্বজয়ের।
এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে সৌদি আরবের সাথে অপ্রত্যাশিতভাবে ২-১ গোল ব্যবধানে হেরে যাই। সৌদি আরবের সাথে গ্রুপ পর্বের ওই ম্যাচে আর্জেন্টিনার হার যেন তাতিয়ে দিয়ে দিয়েছিল পুরো দলটাকে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের সাথে হেরে যে দলটি বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কায় ছিল সেই আর্জেন্টিনায় ফ্রান্সকে হারিয়ে জিতে নিল বিশ্বকাপ ট্রফি। আর্জেন্টিনাকে ফাইনালে উঠাতে দলের হয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে লিওনেল মেসি।
গ্রুপ পর্বে সৌদি আরব ও মেক্সিকোর সাথে ১টি করে, মোট ২টি গোল করেন লিওনেল মেসি। এরপর নক আউট পর্বে এসে প্রত্যেকটি ম্যাচে গোল করেন লিওনেল মেসি। এবারের বিশ্বকাপে দুর্দান্ত খেলতে থাকা মেসি ফাইনালে ওঠার আগেই ৬ ম্যাচেই করেন ৫টি গোল। ফ্রান্সের সাথে মহা গুরুত্বপূর্ণ ফাইনালে লিওনেল মেসি একাই করেন দুটি গোল। ফলে এবারের বিশ্বকাপে লিওনেল মেসি মোট ৭টি ম্যাচ খেলে গোল করেছেন ৭টি। তবে লিওনেল মেসি এবার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হতে না পারলেও করেছেন সর্বোচ্চ গোলে এসিস্ট।
লিওনেল মেসি এবারের বিশ্বকাপে নিজে ৭টি গোল করার পাশাপাশি করেছেন ৪টি এসিস্ট। যা লিওনেল মেসিকে এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়ে গোল্ডেন বল জয় করতে সহায়তা করেছে ।লিওনেল মেসি এখনো পর্যন্ত বিশ্বকাপে মোট ২ বার গোল্ডেন বল জয় লাভ করেছে। এর আগে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে গোল্ডেন বল জিতেছিলেন লিওনেল মেসি।
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)