টি-২০ বিশ্বকাপ ২০২২ দ্বিতীয় দিন (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। দিনের শুরুতে বাংলাদেশের সময় সকাল দশটায় অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচটি। গ্রুপ পর্বের এই ম্যাচে পরিসংখ্যান বিচারে স্কটল্যান্ড এর থেকে অনেক এগিয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজ। এবার বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ অবশ্যই যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে সেখানে বাদ পড়েছে অনেকে তারকা প্লেয়ার।
ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ দলে নাই আন্দ্রে রাসেল, সুনীল নারিন, কায়রন পোলার্ডদের মত টি-টোয়েন্টি প্লেয়ার। এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে নেতৃত্ব দেবেন নিকোলাস পুরান। এছাড়াও দলে আছে ব্র্যান্ডন কিং, এভিন লুইস রাভমেন পাওয়েলের মত টি-টোয়েন্টির স্পেশাল ব্যাটসম্যান। অন্যদিকে বাছাইপর্ব থেকে উঠে আসা আইসিসির সহযোগী দেশ স্কটল্যান্ডের হয়ে আজকের ম্যাচে অধিনায়কত্ব করবেন রিসি বেরিংটোন। এছাড়াও স্কটল্যান্ড দলে ব্যাটসম্যান হিসেবে জায়গা পেয়েছেন কালাম ম্যাকলিওড, জর্জ মানসে,মাইকেল জোনসের এর মত প্লেয়ার। চলুন দেখে আসি আজকের ম্যাচের ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড এর সম্ভাব্য একাদশ।
আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ
১.ব্রাণ্ডন কিং
২.এভিন লুইস
৩.রভমান পাভেল
৪.নিকোলাস পুরান
৫.জেসন হোল্ডার
৬.কাইল মেয়ার্স
৭.রেমন রেইফার
৮.আকিল হোসেন
৯.আলজারি জোসেফ
১০.অডিন স্মিথ
১১.ইয়ানিক কারিয়া
আরো পড়ুনঃ টি টোয়েন্টি বিশ্বকাপ কে কতবার নিয়েছে
আজকের ম্যাচে স্কটল্যান্ড এর সম্ভাব্য একাদশ
১.কালাম ম্যাকলিওড
২.জর্জ মানসে
৩.মাইকেল জেনস
৪.রিসি বেরিংটোন
৫.ম্যাথু ক্রস
৬.ব্র্যান্ডন ম্যাকমুলেন
৭.জোশ ডেভি
৮.মার্ক ওয়াট
৯.ক্রিস সোল
১০.হামজা তাহির
১১.ক্রিস গ্রেভস
ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ডের লাইভ স্কোর দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ
Khela18 -র সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।