এশিয়া কাপ ২০২৩ বাংলাদেশের স্কোয়াড , আগস্ট ১২ তারিখ সকাল ৯টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৭ সদস্যার এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড প্রকাশ করেছে। এশিয়ার ক্রিকেটের রাজত্ব ধরে রাখার লড়াই বলতে পারেন, যদিও এতো গুলো আসরের মধ্যে বাংলাদেশ একবারও জিততে পারেনি এশিয়া কাপ, প্রাপ্তি দুইবার ফাইনাল খেলা। বর্তমান সময়ে এশিয়া কাপ ওডিয়াই ( ৫০ ওভার ) ফরমেটে হয়ে থাকে, বর্তমান চ্যাম্পিয়ন দল শ্রীলঙ্কা, এশিয়া কাপের পরেই ওডিয়াই বিশ্বকাপ সুতরাং এশিয়া কাপ হতে চলেছে বিশ্বকাপের প্রস্তুতি। বাংলাদেশ , ইন্ডিয়া, পাকিস্থান, শ্রীলঙ্কা ও আফগানিস্থান এবং কোলিফাই রাউন্ড খেলে নেপাল সহ ৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ১৬ তম আসর, বসতে যাচ্ছে যোথভাবে পাকিস্থান এবং শ্রীলঙ্কায়।
দলের নাম | বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল |
স্কোয়াড | এশিয়া কাপ ২০২৩ |
চলমান আসর | ১৬ তম |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন প্রতিযোগিতা |
সর্বশেষ অন্তর্ভুক্ত | তানজিম হাসান সাকিব |
সর্বশেষ বহির্ভূত | এবাদত হোসেন |
অধিনায়ক | সাকিব আল হাসান |
সহ অধিনায়ক | লিটন কুমার দাস |
এশিয়া কাপ ২০২৩ বাংলাদেশ দল সাকিব আল হাসান (অধিনায়ক)
বারবার এশিয়া কাপ ২০২৩ এর দল ঘোষণার তারিখ পেছালেও আজ সকাল ৯টায় বিসিবি ১৭ সদস্যার এশিয়া কাপ ২০২৩ বাংলাদেশ দল ঘোষণা করেছে। চলুন এক নজরে দেখে আসি এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড কেমন হল। সাকিব আল হাসান ( অধিনায়ক ), লিটন কুমার দাস ( সহ অধিনায়ক ) মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, তানজিদ তামিম।
এশিয়া কাপ ২০২২ বাংলাদেশের খেলার দিন, তারিখ
৩০ শে আগস্ট এশিয়া কাপ শুরু হলেও বাংলাদেশের খেলা হবে ৩০ আগস্ট, বাংলাদেশ বনাম আফগানিস্থানের মধ্যেকার ম্যাচ দিয়ে। বি গ্রুপে বাংলাদেশ, আফগানিস্থান এবং শ্রীলঙ্কা আছে ৩১ আগস্ট বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ৩ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম আফগানিস্থান পাকিস্থান এবং ভারত এ গ্রুপে পড়েছে এ গ্রুপে আর একটা দল কোলিফাই রাউন্ড খেলে তারপর আসবে, এশিয়া কাপ ২০২৩ হওয়ার কথা ছিলো এককভাবে পাকিস্থানে, কিন্ত পরবর্তীতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ( এসিসি ) পাকিস্থান এবং শ্রীলঙ্কা বেছে নেয়। এবং এশিয়া কাপের ১৬ তম আসর এবার পাকিস্থান এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এশিয়া কাপ চ্যাম্পিয়ন দলের তালিকা
১৯৮৪ সাল থেকে ২০২২ মোট ১৫ বার আসর ইতিমধ্যে শেষ হয়েছে এবার ১৬তম আরর চলমান। এর মধ্যে কোন দল কতবার এশিয়া কাপ জিতেছে সেটা তুলে ধরবো। ১৯৮৪ সালে প্রথম এশিয়া কাপের আসর বসে আরব আমিরাতে সেই ইভেন্টে প্রথম বারের মতো চ্যাম্পিয়ন হয় ভারত এবং রানার আপ হয় টিম শ্রীলঙ্কা। ১৯৯৬ সালে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা , ১৯৮৮ সালে আবার ইন্ডিয়া এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়।
- ১৯৮৪ প্রথম বারের মতো চ্যাম্পিয়ন হয় ভারত রানার আপ শ্রীলঙ্কা।
- ১৯৯৬ সালে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা রানার আপ পাকিস্থান।
- ১৯৮৮ সালে চ্যাম্পিয়ন হয় ভারত রানার আপ শ্রীলঙ্কা।
- ১৯৯১ সালে ফের চ্যাম্পিয়ন হয় ভারত রানার আপ শ্রীলঙ্কা।
- ১৯৯৫ সালে চ্যাম্পিয়ন হয় ভারত রানার আপ শ্রীলঙ্কা।
- ১৯৯৭ সালে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা রানার আপ ইন্ডিয়া।
- ২০০০ সালে প্রথম এশিয়া কাপ জিতে পাকিস্থান রানার আপ শ্রীলঙ্কা।
- ২০০৪ সালে তৃতীয় বারের মতো এশিয়া কাপ জেতে শ্রীলঙ্কা রানার আপ ইন্ডিয়া।
- ২০০৮ সালে আবার এশিয়া কাপ জেতে শ্রীলঙ্কা রানার আপ ইন্ডিয়া।
- ২০১০ সালে এশিইয়া কাপ জেতে ভারত রানার আপ শ্রীলঙ্কা।
- ২০১২ সালে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় পাকিস্থান রানার আপ বাংলাদেশ।
- ২০১৪ সালে এশিয়া কাপ জেতে শ্রীলঙ্কা রানার আপ পাকিস্থান।
- ২০১৬ সালে এশিয়া কাপ জেতে ইন্ডিয়া রানার আপ বাংলাদেশ।
- ২০১৮ সালে এশিয়া কাপ জেতে ইন্ডিয়া রানার আপ বাংলাদেশ।
- ২০২২ সালে এশিয়া কাপ জেতে শ্রীলঙ্কা এবং রানার আপ হয় পাকিস্থান।
- ২০২৩ চলমান ( ৩১শে আগস্ট শুরু )
বাংলাদেশ কত সালে এশিয়া কাপ পায়?
১৯৮৪ সাল থেকে ২০২৩ মোট ১৬ বারের মতো আসর বসতে চলেছে, এর মধ্যে বাংলাদেশ তিন বার রনার আপ হয় কিন্ত একবারও এশিয়া কাপ জেতেনি, ২০১৬ এবং ২০১৮ এশিয়া কাপে জয়ের কাছে এসেও হেরে যায় বাংলাদেশ।
এশিয়া কাপ ২০২৩ বাংলাদেশ দল ঘোষণা এশিয়া কাপে বাংলাদেশের দল
- সাকিব আল হাসান ( C )
- মুশফিকুর রহিম ( WC)
- নাসুম আহমেদ
- আফিফ হোসেন ধ্রুব
- লিটন কুমার দাস ( WC )
- হাসান মাহমুদ
- মোস্তাফিজুর রহমান
- মেহেদী হাসান মিরাজ
- শামীম হোসেন পাটোয়ারী
- শরীফুল ইসলাম
- নাজমুল হোসেন শান্ত
- শেখ মেহেদী হাসান
- তাসকিন আহমেদ
- তাওহীদ হৃদয়
- এবাদত হোসেন চৌধুরী
- নাঈম শেখ
- তানজিদ তামিম।
আরো পড়ুন: এশিয়া কাপ ২০২৩ সময়সূচি
এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ কবে কোথায়
৩১/০৮/২০২৩ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার প্রথম ম্যাচের মাধ্যমে এবারের এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ, ম্যাচটি পা. আ.স্টেডিয়াম শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে, বাংলাদেশের পরবর্তী ম্যাচ বাংলাদেশ বনাম আফগানিস্থানের মধ্যকার অনুষ্ঠিত হবে ০৩/০৯/২০২৩ গাদ্দাফি স্টেডিয়াম পাকিস্থানে। তবে এর পরের ম্যাচ গুলো এখনও প্রকাশ হয়নি যা পয়েন্টের উপর নির্ভর করবে।
(সবার আগে সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)