এশিয়া কাপ ২০২২ উপলক্ষে সব গুলো দলকে দুইটি গ্রুপে ভাগ করে খেলার সূচি সাজিয়েছে এসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিল। রাজনৈতিক টানাপোড়েনের কারনে এশিয়াকাপ ২০২২ শ্রীলংকা থেকে সরিয়ে এনে আরব আমিরাতে বসছে আসর।
এশিয়া কাপ ২০২২ কোন গ্রুপে কারা খেলবে:
এশিয়া কাপ ২০২২ গ্রুপ `এ’ এর হয়ে যারা খেলবে তারা হলো।
ভারত, পাকিস্তান, কলিফায়ার।
এশিয়া কাপ ২০২২ গ্রুপ `বি’ এর হয়ে যারা খেলবে তারা হলো।
বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলংকা।
এশিয়া কাপ 2022 সময়সূচি – asia cup 2022 schedule
ম্যাচের তারিখ | দল ১ | দল ২ | ভেন্যু |
২৭ আগস্ট ২০২২ | শ্রীলঙ্কা | আফগানিস্তান | দুবাই |
২৮ আগস্ট ২০২২ | ভারত | পাকিস্তান | দুবাই |
৩০ আগস্ট ২০২২ | বাংলাদেশ | আফগানিস্তান | শারজাহ |
৩১ আগস্ট ২০২২ | ভারত | কোলিফায়ার | দুবাই |
১ সেপ্টেম্বর ২০২২ | শ্রীলঙ্কা | বাংলাদেশ | শারজাহ |
২ সেপ্টেম্বর ২০২২ | পাকিস্তান | কোলিফায়ার | দুবাই |
৩ সেপ্টেম্বর ২০২২ | গ্রুপ বি-১ | গ্রুপ বি-২ | শারজাহ |
৪ সেপ্টেম্বর ২০২২ | গ্রুপ এ-১ | গ্রুপ এ-২ | দুবাই |
৬ সেপ্টেম্বর ২০২২ | গ্রুপ এ-১ | গ্রুপ বি-২ | দুবাই |
৭ সেপ্টেম্বর ২০২২ | গ্রুপ এ-২ | গ্রুপ বি-২ | দুবাই |
৮ সেপ্টেম্বর ২০২২ | গ্রুপ এ-১ | গ্রুপ বি-২ | দুবাই |
৯ সেপ্টেম্বর ২০২২
১৩ সেপ্টেম্বর |
গ্রুপ এ-২
ফাইনাল ১ সুপার ৪ |
গ্রুপ বি-২
ফাইনাল ২ সুপার ৪ |
দুবাই
দুবাই |
এশিয়া কাপ কবে হবে?
এশিয়া কাপ ২০২২ সময়সূচি – এশিয়া কাপ কবে হবে – এশিয়া কাপ শুরু হবে ২০২২ সালের আগস্ট মাসে । এশিয়ার সবচেয়ে বড় আসর এশিয়া কাপ ক্রিকেট টুনামেন্টে এটাকেই স্বাভাবিক করে করতে পরিচালকের হিমশিম খেতে হচ্ছে। সকল জল্পনা কল্পনার পর আগামী আগস্ট মাসের ২৭ তারিখে শুরু হওয়া এশিয়া কাপ ২০২২ শেষ হবে সেপ্টেম্বর ১১ তারিখে । মাসের পুরো মাঝামাঝি সময় হবে এশিয়া কাপ ২০২২।
২০২২ সালের এশিয়া কাপ কোথায় হবে?
এশিয়া কাপ ২০২২ সময়সূচি – এশিয়া কাপ কবে হবে – অনুযায়ী ২০২২ সালের এশিয়া কাপ আরব আমিরাতে হবে। এশিয়া কাপ আনুষ্ঠানিক ভাবে আয়োজন করার কথা শ্রীলঙ্কাতে থাকলেও শ্রীলঙ্কার আর্থিক ক্ষতি ও খেলোয়াড়দের ভিন্ন মতামতের কথা চিন্তা করে এশিয়া কাউন্সিল নিজেদের এই টুনামেন্টের অবস্থানে পরিবর্তন এনেছে । ২০২১ সালের টি টুয়েন্টি বিশ্বকাপে আয়োজন ভারত তাকলেও যেমন প্রতিটি ম্যাচ করোনা ভাইরাসের সংক্রমণের কারনে আরব আমিরাতে হয়েছিল ঠিক তেমনি এশিয়া কাপের উৎসব শ্রীলঙ্কাতে থাকলেও পুরো খেলা/ম্যাচ হবে আরব আমিরাতে।
এশিয়া কাপ ক্রিকেট
এশিয়া কাপ ২০২২ সময়সূচি – এশিয়া কাপ কবে হবে – এশিয়া কাপ ক্রিকেটের সময় সূচি অনুযায়ী এশিয়া কাপ প্রথম শুরু হয় ১৯৮৩ সালে মূলত এশিয়ার সকল দেশকে তুলে ধরার জন্য এশিয়ার ক্রিকেট কাউন্সিলের এটা একটা প্রচেষ্টা, তখন কার সময়ে ভারত ও শ্রীলংঙ্কার সাথে পারস্পরিক মিলের জন্য এই টুনামেন্টে শুরু করা হয়। এশিয়া কাপ শুরু হওয়ার পর থেকে প্রতি দুই বছর পরপর এই টুনামেন্টে শুরু করা হতো। এশিয়া কাপ 2022 সময় সূচি
এশিয়া কাপ কে কতবার নিয়েছে / এশিয়া কাপ চ্যাম্পিয়ান তালিকা
এশিয়া কাপ ২০২২ সময়সূচি – এশিয়া কাপ কে কতবার নিয়েছে এমন প্রশ্ন সকলের মনেই থাকতে পারে। এশিয়া কাপ শুরু হওয়া এই পর্যন্তু ভারত সবচেয়ে বেশি বার এশিয়া কাপ ট্রফি নিয়েছে, ভারত সবোর্চ্চ সাত (৭) বার। দ্বিতীয় সবোর্চ্চ এশিয়া কাপ ট্রফি নেয় শ্রীলঙ্কা তারা পাঁচবার (৫) নিয়েছে। আর শেষ তৃতীয় সর্বোচ্চ ট্রফি নিয়েছেন পাকিস্তান দুইবার (২)। এশিয়া কাপে এই তিনটি দলেই এই পর্যন্ত ট্রফির সাদ নিতে পেরেছে। বাংলাদেশ একবার এশিয়া কাপের ফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে যায়, তাইতো বাংলাদেশ কোনো দিন এশিয়া কাপ নিতে পারেনি। এশিয়া কাপ ২০২২ সময়সূচি – এশিয়া কাপ কবে হবে