এইচএসসি শর্ট সিলেবাস ২০২৪, প্রকাশিত হয়েছে গত মাসের ( জুন) শেষের দিকে। বাংলাদেশ শিক্ষা কমিশনের তথ্য অনুযায়ী এইচএসসি শর্ট সিলেবাস ২০২৪ যেটি প্রকাশিত হয়েছে সেখানে ২০২৪ সালের পরীক্ষার্থীদের পাঠ্য পুস্তকের ২০% কমিয়ে এইচএসসি শর্ট সিলেবাস ২০২৪ প্রকাশিত হয়েছে। যে সকল ছাত্র-ছাত্রীরা ২০২৪ সালে এইচএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য বাংলাদেশ শিক্ষা কমিশন থেকে প্রকাশিত এইচএসসি শর্ট সিলেবাস ২০২৪ এর সকল বিষয়ের শর্ট সিলেবাস দেওয়া হল।
এইচএসসি শর্ট সিলেবাস ২০২৪
করোনা কালীন সময়ের বিড়ম্বনার জন্য বিগত বছরগুলোতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা বিভিন্নভাবে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন করোনা প্রভাব থাকায় ২০২৪ সালে যে সকল পরীক্ষার্থীরা পরীক্ষা দিবেন তারা নির্দিষ্ট সময়ের থেকে তিন মাস কম সময় পেয়েছে। যার ফলে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য মূল পাঠ্যসূচির ২০% কমিয়ে এইচএসসির শর্ট সিলেবাস ২০২৪ প্রকাশিত হয়েছে। এখানে পর্যায়ক্রমে দেওয়া রয়েছে এইচএসসি শর্ট সিলেবাস বিজ্ঞান বিভাগ ২০২৪, এইচএসসি শর্ট সিলেবাস মানবিক বিভাগ ২০২৪ ও এইচএসসি শর্ট সিলেবাস বাণিজ্যিক বিভাগ ২০২৪। তাহলে চলুন জেনে আসি সকল বিষয়ের এইচএসসি শর্ট সিলেবাস ২০২৪।
বাংলাদেশ শিক্ষা কমিশন ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে খেলা ১৮ এর এবারের সংখ্যায় থাকতে এইচএসসি শর্ট সিলেবাস ২০২৪ বিজ্ঞান বিভাগ। যেখানে মূল পাঠ্যসূচির ২০% কমিয়ে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। নিচে পর্যায়ক্রমে প্রতিটি বিষয়ের শর্ট সিলেবাস দেওয়া হল।
এইচএসসির শর্ট সিলেবাস ২০২৪ বাংলা প্রথম পত্র
গদ্য : এইচএসসি শর্ট সিলেবাস ২০২৪ বাংলা প্রথম পত্র সর্বমোট সাতটি গদ্য রাখা হয়েছে সেগুলি হল
১. অপরিচিতা, ২.বিলাসী, ৩.আমার পথ ৪.মানব কল্যাণ ৫.মাসি পিসি ৬.বায়ান্নর দিনগুলো ৭.রেইনকোট
কবিতা : ১.সোনার তরী, ২.বিদ্রোহী, ৩.প্রতিদান, ৪.তাহারেই মনে পড়ে, ৫.১৮ বছর বয়সে
এইচএসসির শর্ট সিলেবাস ২০২৪ বাংলা ২য় পত্র
ব্যাকরণ → বাংলা উচ্চারণের নিয়ম
১. অ- ধ্বনির উচ্চারণ, এ- ধ্বনির উচ্চারণ, ব-ফলা, ম-ফলা, য-ফলার উচ্চারণ।
২. শব্দের উচ্চারণ, বাংলা বানানের নিয়ম।
৩. বাংলা একাডেমী প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম।
৪.শুদ্ধ বানান
ক. বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী
১. ব্যাকরণীক শব্দ শ্রেণীর শ্রেণীবিভাগ, বিশেষ্য বিশেষণ, ক্রিয়াপদ ও আবেগের শ্রেণীবিভাগ।
খ. ব্যাকরণিক শব্দশ্রেণী নির্দেশকরণ ।
বাংলা শব্দ গঠন ( উপসর্গ ও সমাস)
ক. উপসর্গের সংজ্ঞা শ্রেণীবিভাগ ও প্রয়োজনীয়তা
খ. ব্যাসবাক্য সহ সমাস নির্ণয়।
বাক্যতত্ত্ব: ক. বাক্য, সার্থক বাক্যের বৈশিষ্ট্যসমূহ, বাক্যের শ্রেণীবিভাগ খ. বাক্যান্তর।
বাংলা ভাষার অপপ্রয়োগ ও অশুদ্ধ প্রয়োগ
নির্মিত অংশ : পারিপার্শ্বিক শব্দ এবং অনুবাদ, দিনলিপি লিখন ও প্রতিবেদন রচনা, বৈদ্যুতিক চিঠি ও আবেদন পত্র, সারাংশ ও ভাব সম্প্রসারণ, সংলাপ ও ক্ষুদে গল্প রচনা।
প্রবন্ধ – নিবন্ধ লিখন – বিষয় সমূহ : নৈতিকতা ও মূল্যবোধ, বিজ্ঞান ও প্রযুক্তি, জাতীয় চেতনা, শিল্প ও অর্থনীতি, সাম্প্রতিক বিষয়।
এইচএসসি শর্ট সিলেবাস ২০২৪ ইংরেজি প্রথম পত্র
unit-1 : lesson – 1, 2, 3
unit-3 : lesson – 1, 2, 3
unit-4 : lesson – 1, 2, 3
unit-6 : lesson – 1, 2, 3,4,5
unit-8 : lesson – 1, 2, 3,4,5
unit-9 : lesson – 1, 2, 3,4,
unit-11 : lesson – 1, 2, 3,4,
unit-12 : lesson – 1, 2, 3,4,5
unit-13 : lesson – 1, 2
এইচএসসি শর্ট সিলেবাস ২০২৪ ইংরেজি ২য় পত্র
sentence : types of sentence ( affirmative negative, interrogative, imperative, exclamatory, simple, complex, compound), modifier, sentence correction, punctuation, connectors, conditional question, statement questions, tag questions.
word formation : synonym and antonym, compound.
the phrase : noun phrase, prepositional phrase, verb phrase, adjective phrase, Infinitive phrase
the clause : main clause, subordinate clause, co-ordinate clause, noun claus, adjective clause, adverbial clause .
use of nouns, use of pronouns, use of preposition, subject verb agreement, study of verbs, use of tense, adverb and adverbials, direct and indirect speech, composition.
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শর্ট সিলেবাস ২০২৪
অধ্যায় : ১,২,৩,৪,৫
এইসএসসি শর্ট সিলেবাস ২০২৪ বিজ্ঞান বিভাগ
পদার্থবিজ্ঞান প্রথম পত্র
অধ্যায় : ১,২, ৪, ৫, ৬, ৭, ৮,১০
পদার্থবিজ্ঞান ২য় পত্র
অধ্যায় : ১,২, ৩, ৭, ৮, ৯,১০
রসায়ন প্রথম পত্র
অধ্যায় : ২,৩,৪,৫
রসায়ন দ্বিতীয় পত্র
অধ্যায় : ১,২,৩,৪
জীববিজ্ঞান প্রথম পত্র
অধ্যায় :১,২,৪,৭,৮,৯,১১
জীববিজ্ঞান দ্বিতীয় পত্র
অধ্যায় : ১,২,৩,৪,৫,৭,১১
উচ্চতর গণিত প্রথম পত্র
অধ্যায় : ১,৩,৪,৭,৯,১০
উচ্চতর গণিত দ্বিতীয় পত্র
অধ্যায় : ৩,৪,৬,৭,৮,৮
এইচএসসি শর্ট সিলেবাস ২০২৪ মানবিক বিভাগ
মানবিক বিভাগের বাংলা প্রথম পাত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র ও আইসিটি সকল বিভাগের কমন সাবজেক্ট। এগুলি উপরে বিজ্ঞান বিভাগের সিলেবাসে দেওয়া রয়েছে। দয়া করে উপরে বিজ্ঞান বিভাগের শর্ট সিলেবাস থেকে কমন সাবজেক্ট গুলির শর্ট সিলেবাস দেখে নিন
ইতিহাস প্রথম পত্র
অধ্যায় : ১,৩,৪,৫,৬,৮
ইতিহাস দ্বিতীয় পত্র
অধ্যায় :২,৩,৪,৫,৬,৭
অর্থনীতি প্রথম পত্র
অধ্যায় :১,২,৩,৪,৯,১০
অর্থনীতি দ্বিতীয় পত্র
অধ্যায় :২,৩,৪,৭,৮,৯
পৌরনীতি দ্বিতীয় পত্র
অধ্যায় :১,২,৩,৪,৭,১০
পৌরনীতি প্রথম পত্র
অধ্যায় :১,৩,৫,৬,৭,১০
যুক্তিবিদ্যা প্রথম পত্র
অধ্যায় :১,৩,৪,৫,৬,৭
যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র
অধ্যায় :১,২,৩,৪,৬
ভূগোল প্রথম পত্র
অধ্যায় :১,৩,৪,৫,৬,৮,১০
ভূগোল দ্বিতীয় পত্র
অধ্যায় :১,২,৪,৫,৬,১০
সমাজবিজ্ঞান প্রথম পত্র
অধ্যায় :১,৪,৫,৬,৭,৮,১০,১১
সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র
অধ্যায় :১,৩,৪,৫,৬,৯,১০
সমাজকর্ম প্রথম পত্র
অধ্যায় :১,২,৩,৪,৬
সমাজকর্ম দ্বিতীয় পত্র
অধ্যায় :১,২,৩,৪,৫,৬,৭,৮
ইসলামের ইতিহাস প্রথম পত্র
অধ্যায় :১,২,৩,৪,৫
ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র
অধ্যায় :১,৩,৫,৬
ইসলাম শিক্ষা প্রথম পত্র
অধ্যায় :১,২,৩,৪,৫,৭
ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র
অধ্যায় :১,২,৩,৫,৬
আরো পড়ুন: এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম 2023
এইচএসসি শর্ট সিলেবাস ২০২৪ বাণিজ্যিক বিভাগ
বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্রসহ আইসিটি এই পাঁচটি সকল বিভাগের কমন সাবজেক্ট হয় উপরে বিজ্ঞান বিভাগের এইচএসসি শর্ট সিলেবাস এ অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পাঁচটি বিষয়ের শর্ট সিলেবাস উপর থেকে দেখে নিন
হিসাব বিজ্ঞান প্রথম পত্র
অধ্যায় :১,২,৩,৪,৭,৮,৯
হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র
অধ্যায় :২,৪,৫,৬,৭,৮
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র
অধ্যায় :১,২,৩,৪,৫,৬,১২
ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র
অধ্যায় :১,২,৩,৪,৫,৬,১০
ফিন্যান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্র
অধ্যায় :১,৩,৬,৮,৯
ফিন্যান্স ব্যাংকিং অভিমা দ্বিতীয় পত্র
অধ্যায় :১,২,৪,৬,৯,১০,১১
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র
অধ্যায় :১,২,৫,৬,৭
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র
অধ্যায় :১,৩,৪,৫,৮
গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র
অধ্যায় :১,২,৩,৪,৫,৯,১১,১২,১৩,১৪
গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র
অধ্যায় :১,২,৩,৪,৫,৬
কৃষি শিক্ষা প্রথম পত্র
অধ্যায় :১,২,৩,৫,৬
কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র
অধ্যায় :১,২,৩,৪
এইচএসসি ২০২৪ সকল বিষয়ের শর্ট সিলেবাস পিডিএফ ফাইল দেওয়া হলো
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News পেজ)