ইন্টার মায়ামি বনাম এফসি সিনসিনাটি লাইভ ম্যাচ আজ ২৪শে আগস্ট বাংলাদেশ সময় সকাল ৫টায়। ইউ এস ওপেন লীগের আজকের ম্যাচে ইন্টার মায়ামির প্রতিপক্ষ হিসেবে থাকছে আজ থাকছে এফসি সিনসিনাটি। টানা ৬ ম্যাচে জয়ের পর গত ২০ তারিখে ন্যাশভিল এর বিপক্ষে লিগস কাপে শিরোপা জয় করে লিও। সাথে প্রথম বারের মত কোন কাপের দেখা পায় ডেভিড ব্যাকহাম এর ইন্টার মায়ামি। আজকের ম্যাচে ইন্টার মায়ামি বনাম এফসি সিনসিনাটি লাইভ ম্যাচের স্কোর সহ সকল তথ্য দেখুন নিচ থেকে।
ইন্টার মায়ামি বনাম এফসি সিনসিনাটি লাইভ
আজ ইন্টার মায়ামি ইউ এস ওপেন লিগে সেমি ফাইনালের মত এক গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছে এফসি সিনসিনাটি। টানা ৭ জয়ের পর এবার সেমি ফাইনাল কি করে সেটাই দেখার বিষয়। চলুন দেখে আসি আজকের ইন্টার মায়ামি বনাম এফসি সিনসিনাটি লাইভ খেলার স্কোর।
- ইন্টার মায়ামি: ৩ ( লিওনার্দো কাম্পানা ৬৮”, ৯০+৭” ) ( জোসেফ মার্তিনেজ ৯৩” ) পেনাল্টিঃ ৫
- এফসি সিনসিনাটি: ৩ ( অ্যাকোস্তা ১৯” ) ( ব্র্যান্ডন ভাজকুয়েজ ৫৩” ) ( ইউইয়া কুবো ১১৪” ) পেনাল্টিঃ ৪
- সময়: পূর্ণ সময়
ইন্টার মায়ামি বনাম এফসি সিনসিনাটি পরিসংখ্যান
ইন্টার মায়ামি বনাম এফসি সিনসিনাটি হেড টু হেড সর্বমোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে ইন্টার মায়ামি ৪ ম্যাচে জয়লাভ করেছে। ইন্টার মায়ামির জয়ের পরিমাণ ৫৭.১৪ %। অন্যদিকে এফসি সিনসিনাটি জয়লাভ করেছে ২টি ম্যাচে। এফসি সিনসিনাটির জয়ের পরিমাণ ২৮.৫৭ %। হেড টু হেড ৭ ম্যাচে একটি ম্যাচ ড্রা হয়েছে। ড্রার পরিমাণ ছিলো ১৪.২৮%।
এবার চলুন দেখে আসি দুই দলের সর্বশেষ ৫ ম্যাচের পরিসংখ্যান। ইন্টার মায়ামি সর্বশেষ ৭ ম্যাচের জয়লাভ করেছে অন্যদিকে এফসি সিনসিনাটি সর্বশেষ ৫ ম্যাচের পরিসংখ্যান বলছে ৩ ম্যাচে জয় এবং ২ ম্যাচে পরাজিত হয়েছে। ইন্টার মায়ামির দর্শকদের জন্য একটা স্বস্তির বিষয় হচ্ছে গত ম্যাচে যেখানে ইন্টার মায়ামি ন্যাশভিলকে পরাজিত করে লিগস কাপের শিরোপা জিতে নেয়। আর সেই ন্যাশভিল লিগস কাপে ৩২তম রাউন্ডে সিনসিনাটিকে পরাজিত করে।
আজকের ম্যাচে ইন্টার মায়ামির খেলোয়াড় তালিকা
Drake Callender, DeAndre Yedlin, Seam Miller, Mykola Kryvtsov, Jordi Alba, Christian Arroyo, Sergio Busquets, Matias Cremaschi, Lionel Messi, Josef Martinez, Matt Taylor
আজকের ম্যাচে এফসি সিনসিনাটির খেলোয়াড় তালিকা
Roman Celentano, Raymon Gaddis, Matt Miazga, Nick Hagglund, Luis Arias, Junior Moreno, Uche Nwobodo, Alvas Powell, George Acosta, Brandon Vazquez, Aaron Boupendza
(সবার আগে সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)