ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিল ২০২৩ আপডেট। ইংলিশ প্রিমিয়ার লিগ পথযাত্রা শুরু বেশি দিনের কথা নয়। ইংলিশ প্রিমিয়ার লিগ প্রতিষ্ঠিত হয় ২০ শে ফেব্রুয়ারি ১৯৩২ সালে। মাত্র ৩০ বছরে বর্তমান সমায়ে সবচেয়ে জনপ্রিয় ফুটবল লিগ হল ইংলিশ প্রিমিয়ার লিগ। একনজরে দেখে নিন ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিল ২০২৩ মৌসুমে সর্বোচ্চ গোলদাতার তালিকা ২০২৩।
লিগের নাম | ইংলিশ প্রিমিয়ার লিগ – Premier League |
প্রতিষ্ঠিত | ২০ ফেব্রুয়ারি ১৯৯২ (৩০ বছর আগে ) |
সর্বমোট দল | ২০ টি |
সবচেয়ে সফল দল | ম্যানচেস্টার ইউনাইটেড ( ১৬ বার ) |
সর্বোচ্চ গোলদাতা | অ্যালান শিয়ারার ( ২৬০ ) |
মার্কেট ভেলু | € ৯.৯১ বিলিয়ন |
বর্তমান চ্যাম্পিয়ান | ম্যানচেস্টার সিটি |
ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিল ২০২৩
ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিটি দল ৩৮টি ম্যাচ খেলার সুযোগ পায়। প্রতিটি দল একটি করে হোম ম্যাচ এবং একটি করে এয়ায়ে ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি হবে চ্যাম্পিয়ান। ইতিমধ্যে ১৭ ম্যাচ চলমান। এখনো পর্যন্ত গতবারের চ্যাম্পিয়ান ম্যানচেস্টার সিটিকে পিছলে ফেলেছে আর্সেনাল ক্লাবটি। তবে এই ধারা কত সময় অব্যাহত থাকবে তা দেখতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। নিচের প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিল থেকে দেখে নিন কোন দল কেমন পজিশনে আছে এবং কার পয়েন্ট কত।
পজিশন | ক্লাব | ম্যাচ | জয় | পরাজয় | ড্রা | পয়েন্ট | গোল দিয়েছে | গোল খেয়েছে |
০১ | আর্সেনাল | ১৭ | ১৪ | ১ | ২ | ৪৪ | ৪০ | ১৪ |
০২ | ম্যানচেস্টার সিটি | ১৬ | ১১ | ২ | ২ | ৩৬ | ৪৪ | ১৬ |
০৩ | নিউক্যাসেল | ১৮ | ৯ | ১ | ৮ | ৩৫ | ৩২ | ১১ |
০৪ | ম্যানচেস্টার ইউনাইটেড | ১৭ | ১১ | ৪ | ২ | ৩৫ | ২৭ | ২০ |
০৫ | টটেনহ্যাম | ১৭ | ৯ | ৫ | ৩ | ৩০ | ৩৩ | ২৫ |
০৬ | লিভারপুল | ১৭ | ৮ | ৫ | ৪ | ২৮ | ৩৪ | ২২ |
০৭ | ফুলহ্যাম | ১৮ | ৮ | ৬ | ৮ | ২৮ | ৩০ | ২৭ |
০৮ | ব্রেন্টফোর্ড | ১৮ | ৮ | ৬ | ৩ | ২৭ | ৩২ | ২৫ |
০৯ | চেলসি | ১৬ | ৭ | ৫ | ৪ | ২৫ | ২০ | ১৮ |
১০ | ব্রাইটন | ১৬ | ৭ | ৬ | ৩ | ২৪ | ২৮ | ২৪ |
১১ | ক্রিস্টাল প্যালেস | ১৬ | ৬ | ৬ | ৪ | ২২ | ১৭ | ২১ |
১২ | অ্যাস্টন ভিলা | ১৭ | ৬ | ৮ | ৩ | ২১ | ১৯ | ২৫ |
১৩ | লেস্টার সিটি | ১৮ | ৫ | ১১ | ২ | ১৭ | ২৬ | ৩১ |
১৪ | লিডস ইউনাইটেড | ১৬ | ৪ | ৮ | ৪ | ১৬ | ২৩ | ২৯ |
১৫ | বোর্নমাথ | ১৮ | ৪ | ১০ | ৪ | ১৬ | ১৮ | ৩৯ |
১৬ | এভার্টন | ১৮ | ৩ | ৯ | ৬ | ১৫ | ১৪ | ২৪ |
১৭ | ওয়েস্ট হ্যাম | ১৭ | ৪ | ১১ | ২ | ১৪ | ১৩ | ২২ |
১৮ | নটিংহ্যাম ফরেস্ট | ১৭ | ৩ | ৯ | ৫ | ১৪ | ১২ | ৩৪ |
১৯ | উলভারহ্যাম্পটন | ১৭ | ৩ | ১০ | ৪ | ১৩ | ১০ | ২৬ |
২০ | সাউদাম্পটন | ১৭ | ৩ | ১১ | ৩ | ১২ | ১৫ | ৩২ |
প্রিমিয়ার লিগ সর্বোচ্চ গোল সংখ্যা ২০২৩
ইংলিশ প্রমিয়ার লিগের চলতি মৌসুমে এখনো পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকার প্রথমে আছে বিশ্বকাপ না খেলতে পারা নরওয়ের ফুটবলার এবং ম্যানচেস্টার সিটির ফরওয়ার্ড আরলিং ব্রাউট হালান্ড। মাত্র ১৫ ম্যাচ খেলে আরলিং হালান্ড গোল করেছে ২১টি সাথে আছে ৩ এসিস্ট। দ্বিতীয় পজিশনে আকাশ পাতাল ব্যাবধানে আছে হ্যারি কেন। যার ১৭ ম্যাচে ১৩ গোল এবং ১ এসিস্ট। তবে ইংলিশ প্রমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা অ্যালান শিয়ারার ২৬০ টি গোল। ইংলিশ প্রমিয়ার লিগের সবচেয়ে সুন্দরতম গোলের মালিক ইংল্যান্ডের লিজেন্ড ওয়েন রুনির।
প্লেয়ারের নাম | মোট ম্যাচ | মোট গোল | মোট এসিস্ট |
আরলিং ব্রাউট হালান্ড | ১৫ | ২১ | ৩ |
হ্যারি কেন | ১৭ | ১৩ | ১ |
ইভান টোনি | ১৬ | ১২ | ৩ |
আলেকজান্ডার মিত্রভিচ | ১৪ | ১০ | ১ |
মিগেল আলমিরন | ১৭ | ৯ | ১ |
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)