সৌদি প্র লিগে ব্রাজিল সুপারস্টার নেইমার যোগ দেওয়ার পর থেকে নেইমার ফ্যানরা জানতে চাই আল হিলাল খেলা কবে। প্রিয় খেলোয়াড়কে এক পলক দেখতে খোঁজ রাখে আল হিলাল খেলার সময়সূচী এবং আল হিলাল খেলা লাইভ দেখার নিয়ম। চলুন দেখে আসি ২০২৫ সালে আল হিলাল খেলা কবে ও আল হিলাল খেলার সময় সূচি।
ক্লাবের নাম: | আল-হিলাল এফসি |
সর্বমোট মার্কেট ভেলু: | €১৯০.৪৮ মিলিয়ন উইরো |
মালিক: | পাবলিক ইনভেস্ট ফান্ড ৭৫% ও আল হিলাল অলাভজনক ফাউন্ডেশন ২৫% |
কোর্স: | জর্জ জেসাস |
প্রতিষ্ঠিত: | ১৬ অক্টোবর, ১৯৫৭- ৬৭ বছর আগে |
লিগ: | সৌদি প্র লিগে |
পরবর্তী ম্যাচ: | ২১ জানুয়ারি, ২০২৫ ( মঙ্গলবার ) |
পরবর্তী প্রতিপক্ষ: | আল ওয়াহিদা |
আল হিলাল খেলা কবে
২০২৪/২৫ মৌসুমে সৌদি লিগকে বিশ্বের কাছে আরো জনপ্রিয় করতে ব্রাজিলের নেইমারকে তারা দলে রাখতে সক্ষম হয়েছে ৩০ মিলিয়ন ইউরো মার্কেট ভেলু পরিশোধ করে। আল হিলাল আগে থেকে বেশ জনপ্রিয় সৌদি আরবে তবে আল নাসর ক্লাবে ক্রিস্টায়ানো রোনালদো যোগ দেওয়ার পর থেকে অনেকটাই পরাজিত হতে হত ক্লাবটির। তবে তাদের চলতি মৌসুমে সেই ক্ষরা যেন কাটিয়ে উঠতে যাচ্ছে। বাংলাদেশ সহ সারা বিশ্বে নেইমার জুনিয়রের ভক্ত সমার্থক থাকায় ক্লাবটি নতুন ভাবে চিনতে শুরু করেছে সবাই। নিচের টেবিল থেকে আল হিলাল খেলা কবে দেখে নিন।
আল হিলাল খেলার সময় সূচি ২০২৫
বাংলাদেশের সকল নেইমার ফ্যান এখন জানে সৌদি প্রো লিগে আল হিলাল নামে একটা ক্লাব রয়েছে যেখানে তাদের নাইমার খেলে থাকেন। ২০২৪/২৫ মৌসুমে সৌদি প্রো লিগে আল হিলাল এখনও পর্যন্ত ১৩ ম্যাচ খেলে ১১ ম্যাচে জয় এক ম্যাচে ড্রা ও এক ম্যাচে পরাজিত হয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় নাম্বারে রয়েছে আল হিলাল। ১৩ ম্যাচে ৩২ গোল দিয়ে ৯ গোল হজম করেছে ক্লাবটি। আল হিলাল খেলার সময় সূচি সহ সকল ম্যাচের আপডেট ফলাফল দেখুন নিচের টেবিলে।
জানুয়ারি মাসে আল হিলাল খেলার সময় সূচি
নতুন বছরে প্রথম মাসে আল হিলালের সর্বমোট ৬টি খেলা আছে ইতিমধ্যে ৩টি খেলা শেষ হয়েছে যেখানে আল হিলাল ৩টি ম্যাচেই জয়লাভ করেছে, এবং ৩টি ম্যাচ এখনও বাকী আছে। চলুন দেখে আসি আল খেলার ফলাফল এবং পরিবর্তী ম্যাচের সময় সূচি।
তারিখ | বাংলাদেশ সময় ও দিন | ম্যাচ | জয়ী দল |
০৭ জানুয়ারি | রাত ১১:৩০ মি. মঙ্গলবার | আল হিলাল বনাম আল ইত্তিহাদ | আল হিলাল ২-১ |
১১ জানুয়ারি | রাত ০৭:৪৫ মি. শনিবার | আল হিলাল বনাম আল-ওরোবাহ | আল হিলাল ৫-০ |
১৬ জানুয়ারি | রাত ০৯:০৫ মি. বৃহস্পতিবার | আল হিলাল বনাম আল ফাতেহ | আল হিলাল ৯-০ |
২১ জানুয়ারি | রাত ১১:০০ মি. মঙ্গলবার | আল হিলাল বনাম আল ওয়াহিদা | |
২৭ জানুয়ারি | রাত ১১:৩০ মি. সোমবার | আল কাদসিয়াহ বনাম আল হিলাল | |
৩১ জানুয়ারি | রাত ০৯:১৫ মি. শুক্রবার | আল হিলাল বনাম আল-ওখদুদ |
ফেব্রুয়ারি মাসে আল হিলাল খেলার সময় সূচি
ফেব্রুয়ারি মাসে আল হিলালের ৭টি খেলা আছে যেখানে ৫ফেব্রুয়ারি প্রথম খেলা এবং মাসের শেষ অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি সহ ৭ টি ম্যাচ। নিচের টেবিল থেকে দেখে নিন প্রতিপক্ষ এবং বাংলাদেশ সময়ে আল হিলাল খেলার সময় সূচি।
তারিখ | বাংলাদেশ সময় ও দিন | ম্যাচ | জয়ী দল |
০৫ ফেব্রুয়ারি | রাত ১২:০০ মি. বুধবার | আল হিলাল বনাম পার্সেপোলিস এফসি | |
০৮ ফেব্রুয়ারি | রাত ১১:০০ মি. শনিবার | আল হিলাল বনাম দামাক এফসি | |
১৪ ফেব্রুয়ারি | রাত ১১:০০ মি. শুক্রবার | আল-রিয়াদ এসসি বনাম আল হিলাল | |
১৮ ফেব্রুয়ারি | রাত ১০ টা মঙ্গলবার | আল হিলাল বনাম আল ওয়াসল এফ সি | |
২২ ফেব্রুয়ারি | রাত ১০:০৩০ মি. শনিবার | আল হিলাল বনাম আল ইত্তিহাদ | |
২৫ ফেব্রুয়ারি | রাত ০৯:৩০ মি. মঙ্গলবার | আল হিলাল বনাম আল খোলুদ ক্লাব | |
২৮ ফেব্রুয়ারি | টিবিটি শুক্রবার | আল হিলাল বনাম আল-আহলি |
মার্চ মাসে আল হিলাল খেলার সময় সূচি
মার্চ মাসে আল হিলালের মাত্র ২টি খেলা রয়েছে বাংলাদেশ সময় তারিখ এবং বার সহ নিচের টেবিলে দেওয়া হল।
তারিখ | বাংলাদেশ সময় ও দিন | ম্যাচ | জয়ী দল |
০৬ মার্চ | সময় টিবিডি বুধবার | আল ফায়হা এফসি বনাম আল হিলাল | |
১৩ মার্চ | সময় টিবিডি মঙ্গলবার | আল হিলাল বনাম আল তাওউন |
এপ্রিল মাসে আল হিলাল খেলা কবে ২০২৫
এপ্রিল মাসে প্রথম ম্যাচ শুরু হবে ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসের ক্লাবের সাথে ওই ম্যাচে ফুটবল ভক্তরা একই সাথে দুই তারকাকে দেখতে পারবেন।
তারিখ | বাংলাদেশ সময় ও দিন | ম্যাচ | জয়ী দল |
০৪ এপ্রিল | সময় টিবিডি শুক্রবার | আল হিলাল বনাম আল নাসের | |
১০ এপ্রিল | সময় টিবিডি বৃহস্পতিবার | আল হিলাল বনাম আল-ইত্তিফাক | |
১৭ এপ্রিল | সময় টিবিডি বৃহস্পতিবার | আল হিলাল বনাম আল-খালিজ | |
২২ এপ্রিল | সময় টিবিডি মঙ্গলবার | আল শাবাব এফসি বনাম আল হিলাল |
আল হিলাল খেলোয়াড় তালিকা
আল হিলালের ২০২৪/২৫ মৌসুমে সকল খেলোয়াড়ের নামের তালিকা এখানে প্রকাশ করা হল। আল হিলালের ২৪ জন খেলোয়াড়কে দলে রাখতে ১৯০.৪৮ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে ক্লাবটির। চলুন নিচের টেবিল থেকে আল হিলাল খেলোয়াড় তালিকা দেখে নিন।
আল হিলালে নেইমারের বেতন কত?
আল হিলালে নেইমার বাংলাদেশী টাকায় বছরে ১৭৯১ কোটি টাকা, মাসে ১৪৯ কোটি টাকা, সপ্তাহে ৩৭ কোটি টাকা, দিনে ৪ কোটি ৯৭ লাখ, ঘটায় ২০ লাখ, মিনিটে ৩৪ হাজার ৫০০ টাকা এবং সেকেন্ডে ৫৭৫ টাকা বেতন পাবেন।
এছাড়া সৌদি আরবকে প্রমোট করার জন্য প্রতি ইন্সটাগ্রাম পোস্টের জন্য পাবেন ৬০ কোটি টাকা ও প্রতি ম্যাচ জয়ের জন্য পাবেন প্রায় ১ কোটি টাকা।
আল হিলাল খেলা লাইভ দেখার নিয়ম
আল হিলাল সহ সৌদি প্রো লিগের সকল ম্যাচ বাংলাদেশ এবং ভারত থেকে Sony Sports Network থেকে সরাসরি দেখতে পারবেন যেটা ট্রফি এপ্সে ফ্রিতে দেখা যায়। এছাড়া সৌদি আরব থেকে Shahid SSC channels এর মাধ্যমে দেখা যাবে আল হিলালের সকল খেলা।
আরো পড়ুন: ইন্টার মায়ামি খেলা কবে জানুন
(সবার আগে সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)