আল নাসর লাইভ খেলা দেখার উপায়, আল নাসরের বনম আল তাউন লাইভ খেলা দেখাবে কোন চ্যানেলে? আজ ( ১৭ই ফেব্রুয়ারি) সৌদি পেশাদার লীগ বা সৌদি প্রফেশনাল লীগের খেলায় বাংলাদেশ সময় রাত ৯:০০ টায় মুখোমুখি হচ্ছে সৌদি আরবের দুই শীর্ষ ক্লাব আল নাসর বনাম আল তাউন। সৌদি আরবের ক্লাব আল নাসর গত বছর শেষের দিকে (২০২২ সালে) পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে তাদের ক্লাবের সাইন করায়। তারপর থেকে নামটি হঠাৎ করেই আল নাসর ফুটবল ক্লাব নামটি জনপ্রিয় হয়ে ওঠে। আজ আর কিছুক্ষণ পরেই ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর মাঠে নামবে সৌদি আরবের আর এক শীর্ষক ক্লাব আল তাউন এর বিপক্ষে। নিচে আল নাসর লাইভ খেলা দেখার উপায়, আল নাসরের বনম আল তাউন লাইভ খেলা দেখাবে কোন চ্যানেলে তা টেবিলে দেখানো হলো।
- সময়ঃ পূর্ণসময়
- আল নাসর: ২
- আল তাউন: ১
আল নাসর লাইভ খেলা দেখার উপায়
আল নাসরের বনম আল তাউন লাইভ খেলা দেখাবে কোন চ্যানেলে তা টেবিলে দেখানো হলো।
দেশ | চ্যানেলের নাম |
বাংলাদেশ | Sony Sports Network ( ট্রিফি এপ্স এ আছে ) Sony Sports 1/ Sony Sports 2 ) |
ভারত | Sony Sports Network |
ইন্দোনেশিয়ার | iNews/MNC Sports |
ইতালি | MNC Sportitalia |
অস্ট্রেলিয়া | Sportdigital |
ফ্রান্স | RMC Sport |
পর্তুগাল | Sport TV |
আল নাসরের বনম আল তাউন লাইভ ম্যাচ প্রেডিকশন
সৌদি প্রো লীগ এর ২০২২-২৩ মৌসুমে নিজেদের ১৭ তম ম্যাচে আর কিছুক্ষণ পরেই মুখোমুখি হবে আল নাসরের বনম আল তাউন লাইভ ম্যাচটি। আল নাসরের বনম আল তাউন লাইভ আজকের ম্যাচে কোন দল এগিয়ে থাকবে , কোন দলের জেতার সম্ভাবনা বেশি সেটা এই মৌসুমে তাদের পয়েন্ট তালিকা দেখলেই অনেকটা অনুমান করা যায়। সৌদি প্রো লীগ এর ২০২২-২৩ মৌসুমে পয়েন্ট তালিকায় আল নাসর এর অবস্থান তিন নাম্বারে অন্যদিকে আল তাউন এর অবস্থান পাঁচ নাম্বারে। আল নাসর এবারের মৌসুমে এখনো পর্যন্ত ১৬ টি ম্যাচ খেলে জয় লাভ করেছে ১১ টি ম্যাচে অন্যদিকে আল তাউন ১৬ টি ম্যাচ খেলে জয় লাভ করেছে ৯টি ম্যাচে।
তাছাড়াও আল নাসর গত ম্যাচে আল ওয়াহিদা ফুটবল ক্লাব কে হারিয়েছে ৪-০ শুন্য গোল ব্যবধানে। যেখানে ৪টি গোলই ছিল আল নাদর সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর। তাই আল তাউন এর বিপক্ষে আজকের ম্যাচে মানসিকভাবে অনেকটা এগিয়ে থাকবে ক্রিস্টিয়ান রোনালদোর দল আল নাসর। চলুন দেখে আসি আল নাসরের বনম আল তাউন লাইভ আজকের ম্যাচে দুই দলের খেলোয়াড় তালিকা
আল নাসর খেলোয়ার তালিকা আজকের ম্যাচে
আল নাসর এর খেলোয়াড় তালিকায় সবচেয়ে বড় আকর্ষণ ক্রিশ্চিয়ানো রোনালদো থাকবেন খেলা শুরুর টাইম থেকেই। নিচে আজকের ম্যাচে আল নাসর খেলোয়ার তালিকা দেওয়া হল।
- এন. আলাকিদি ( গোলরক্ষক )
- ক্রিশ্চিয়ানো রোনালদো
- মোহাম্মদ আল ফাতিল
- আলী আল হাসান
- জি. কোনান
- এ. মাদু
- এ.আল আমরি
- এস. আল ঘানাম
- এ.আল খাইবারি
- এল.গুস্তাভো
- জে. মাশারিপভ
- এস.আল.নাজেই
- এ.ঘরবি
আল তাউন খেলোয়ার তালিকা আজকের ম্যাচে
আল তাউন ফুটবল ক্লাব তাদের সর্বশেষ ম্যাচে আল ফাতেহ ফুটবল ক্লাব এর সাথে হেরেছিল ২-১ গোল ব্যবধানে। তাই আজকের ম্যাচে আল নাসর এর বিপক্ষে দুই একজন ফুটবলার হতে পারে পরিবর্তন। নিচে আজকের ম্যাচে আল তাউন খেলোয়ার তালিকা দেওয়া হল।
- মাইলসন ( গোলকিপার)
- তারিক মোহাম্মদ
- নান্ডো
- এইচ. কাদেশ
- এস.এফ. আল নাসের
- এ. মেডরান
- এফ. আল রশিদি
- এ. রোমেরো
- এস.আল নাবিদ
- এল. তাওয়াম্বা
- ইয়াকুব আল হোসেন
আরো পড়ুন: মেসি নেইমার রোনালদো কে সেরা
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)