আর্জেন্টিনা বনাম সৌদি আরব পরিসংখ্যান হেড টু হেড কোন দলে কেমন খেলেছে হেড টু হেড পরিসংখ্যানে কেমন ছিল কাতার বিশ্বকাপের আগে দেখে নিন।
ফুটবলে আর্জেন্টিনার পরিসংখ্যান
আর্জেন্টিনা প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে উরুগুয়ের বিপক্ষে ২০শে জুলাই ১৯০২ সালে মন্টিভিডিও স্টেডিয়ামে। ৬-০ গেলের ব্যবধানে প্রথম ম্যাচেই বাজিমাত করে আর্জেন্টিনা। এখনও পর্যন্ত আর্জেন্টিনা ১৯টি ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। সর্বপ্রথম ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করে ১৯৩০ সালে। আর্জেন্টিনা ৩বার- ১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২ সালে ফিফা বিশ্বকাপ নিয়েছে।
তাছাড়ে আর্জেন্টিনা ৪৩বার কোপা আমেরিকায় অংসগ্রহন করে। আর্জেন্টিনা প্রথম কোপা আমেরিকায় খেলে ১৯১৬ সালে এবং সর্বশেষ ২০২১ সালে খেলে। আর্জেন্টিনা সর্বমোট ১৫বার (১৯২১, ১৯২৫, ১৯২৭, ১৯২৯, ১৯৩৭, ১৯৪১, ১৯৪৫, ১৯৪৬, ১৯৪৭, ১৯৫৫, ১৯৫৭, ১৯৫৯, ১৯৯১, ১৯৯৩ সর্বশেষ ২০২১ সালে কোপা আমেরিকা জিতেছে।
আর্জেন্টিনা ফিফা কনফেডারেশন কাপ জেতেছে ১বার ১৯৯২ সালে। আর্জেন্টিনার সবচেয়ে বড় জয় ২২ শে জানুয়ারি ১৯৮২ সালে উরুগুয়ের বিপক্ষে মন্টিভিডিও স্টেডিয়ামে ১২-০ গোলের ব্যবধানে। আর্জেন্টিনার সবচেয়ে বড় পরাজয় ১৯৫৮, ২০০৯ ও ২০১৮ সালে স্লোভেনিয়া, বলিভিয়া, স্পেনের বিপক্ষে ৬-১ গোলের ব্যাবধানে। আর্জেন্টিনা সর্বশেষ ৫ ম্যাচে ৫টি তেই জয়লাভ করেছে। আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার বর্তমান ক্যাপ্টেন লিওনেল মেসি।
ফুটবলে সৌদি আরব পরিসংখ্যান
সৌদি আরব ১৯৫১ সালে ফিফার তালিকা ভুক্ত হয়। প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে বৈরুত মিউনিসিপ্যাল স্টেডিয়ামে ১৯৫৭ সালে ১৮ই জানুয়ারী লেবাননের বিপক্ষে। প্রথম ম্যাচে ১-১ গোলে ড্রা করে সৌদি আরব। এখনও পর্যন্ত সৌদি আরব ৬বার বিশ্বকাপে কোয়ালিফাইড হলেও একরারও কোয়াটার ফাইনালে অংশগ্রহণ করতে পারেনি। সর্বোচ্চ সাফল্য ১৯৯৪ সালে শেষ ষোলতে যায়গা করে নেয়।
সৌদি আরব এশিয়া ফুটবল কাপে ১৯৮৪, ১৯৮৮, ১৯৯৬ সালে চ্যাম্পিয়ান হয়। সৌদি আরবের ফিফা কোড KSA. দলটির ক্যাপ্টেন সালমান আল-ফারাজ। দলটির হেড কোচ হার্ভে রেনার্ড। সৌদি আরবের সবচেয়ে বড় জয় ১৭ই নভেম্বার ২০১৫ সালে পূর্ব তিমুর বিপক্ষে ১০-০ ব্যবধানে। বিপরীতে সৌদি আরবের সবচেয়ে বড় পরাজয় ৩রা সেপ্টেম্বার ১৯৬১ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৩-০ গোলের ব্যবধানে।
আর্জেন্টিনা বনাম সৌদি আরব পরিসংখ্যান হেড টু হেড
আর্জেন্টিনা বনাম সৌদি আরব হেড টু হেড মোট ম্যাচ খেলেছে ৫টি। যেখানে আর্জেন্টিনা ২টি ম্যাচে জয়লাভ করেছে আর্জেন্টিনার জয়ের পরিমান ৪০%। আপরদিকে সৌদি আরব একটি জয়লাভ করেছে ১ টি ম্যাচে। সৌদি আরবের জয়ের পরিমাণ ২০%। দুই দলের মধ্যকার অনুষ্ঠিত ৫ ম্যাচের মধ্যে ২ ম্যাচে ড্রা হয়। ড্রার পরিমান ৪০%।
আর্জেন্টিনা বনাম আরব পরিসংখ্যান হেড টু হেড প্রথম ম্যাচ ৬ই জুলাই ১৯৮৮ প্রথম ম্যাচে ২-২ গোলের ব্যবধানে ড্রা হয়। আর্জেন্টিনা বনাম আরব হেড টু হেড দ্বিতীয় ম্যাচ ১৬ই জুলাই ১৯৮৮ সালে ২-০ গোলের ব্যবধানে আর্জেন্টিনা জয়লাভ করে। আর্জেন্টিনা বনাম আরব পরিসংখ্যান হেড টু হেড তৃতীয় ম্যাচ ২০ অক্টবর ১৯৯২ সালে ১-৩ গোলের ব্যাবধানে আর্জেন্টিনা জয়লাভ করে। চতুর্থ ম্যাচ ১৪ নভেম্বার ২০১২ সালে 0-0 তে ড্রা হয় এবং সর্বশেষ ম্যাচ ২০২২ কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচ ২২ নভেম্বার ২০২২ সালে ২-১ গোল ব্যাবধানে পরাজিত হয় আর্জেন্টিনা। এটাই ছিল আর্জেন্টিনা বনাম সৌদি আরব হেড টু হেড পরিসংখ্যান।
মোট ম্যাচ | ০৫ |
আর্জেন্টিনা জয় | ০২ |
সৌদি আরবের জয় | ০১ |
ড্রা | ৪০.০০% |
আর্জেন্টিনা জয় % | ৪০.০০% |
সৌদি আরবের জয় | ২০% |
প্রথম খেলেছিল | ৬ই জুলাই ১৯৮৮ |
সর্বশেষ খেলেছিল |
২২ নভেম্বার ২০২২
|
আরও পড়ুন: আর্জেন্টিনা বনাম বলিভিয়া পরিসংখ্যান
(সবার আগে, সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)