আর্জেন্টিনা বনাম মেক্সিকো পরিসংখ্যান হেড টু হেড কে কতবার জয়লাভ করেছে? দেখে নিন কে কতটা এগিয়া। কাতার বিশ্বকাপ ২০২২ এর “সি” গ্রুপে থাকা আর্জেন্টিনা বনাম ম্যাক্সিকোর পরবর্তী ম্যাচ ২৭শে নভেম্বার। “সি” গ্রুপ থেকে আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে সৌদি আরবের কাছে ২-১ গোল ব্যাবধানে পরাজিত হওয়ায় আর্জেন্টিনার জন্য পরবর্তী রাউন্ডে ( শেষ ষোল ) যাওয়াটা এখন কঠিন সমীকরণে। তবে পোল্যান্ড মেক্সিকো ম্যাচ ড্রা হওয়াই সেই সমীকরণ কিছুটা অণুকুলে। কিন্তু সেক্ষেত্রে ম্যাক্সিকোর সাথে পরবর্তী ম্যাচে ( ২৭শে নভেম্বার ) জয়লাভ করতে হবে। তার আগে চলুন দেখে আসি বিশ্বকাপে আর্জেন্টিনা এবং মেক্সিকোর পরিসংখ্যান।
আর্জেন্টিনা বনাম মেক্সিকো পরিসংখ্যান হেড টু হেড Argentina vs Mexico Head to Head Record
আর্জেন্টিনা মেক্সিকোর বিপক্ষে প্রথম খেলতে নামে ১৯শে জুলাই ১৯৩০ সালে ফিফা বিশ্বকাপে। প্রথম হেড টু হেড ম্যাচে আর্জেন্টিনা ৬-৩ গোলের ব্যাবধানে জয়লাভ করে। তার পর থেকে আর্জেন্টিনা বনাম মেক্সিকো হেড টু হেড পরিসংখ্যানে মোট ম্যাচ খেলেছে ৩৫টি। এই ৩৫টি ম্যাচে আর্জেন্টিনার জয় ১৬টি ম্যাচে। জয়ের পরিমাণ ৪৫.৭১%। মেক্সিকো জয় পেয়েছে ৫টি ম্যাচে। মেক্সিকোর জয়ের পরিমাণ ১৪.২৯%। আর্জেন্টিনা মেক্সিকোর হেড টু হেড পরিসংখ্যানে ৩৫টি ম্যাচে ড্রা হয়েছে ১৪টি ম্যাচে। ড্রার পরিমাণ ৪০%। বিশ্বকাপে মেক্সিকোর সাথে আর্জেন্টিনা এখনও পর্যন্ত যে ৩টি ম্যাচ খেলেছে তার সবকয়টিতেই জিতেছে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জন্য সুখবর যে সর্বশেষ ১০ ম্যাচে ম্যক্সিকোর সাথে হারতে হয়নি একটি ম্যাচেও। সর্বশেষ ১জুলাই ২০০৪ সালে কোপা আমেরিকায় ১-০ গোল ব্যাবধানে আর্জেন্টিনাকে পরাজিত করে মেক্সিকো।
সাল | ম্যাচ | জয়ী দল | স্কোর | প্রতিযোগিতা |
১৯৩০ | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | আর্জেন্টিনা | ৬-৩ | ফিফা বিশ্বকাপ |
১৯৫৬ | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | ড্রা | ০-০ | প্যানামেরিকান চ্যাম্পিয়নশিপ |
১৯৫৬ | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | ড্রা | ৩-৩ | প্যানামেরিকান চ্যাম্পিয়নশিপ |
১৯৬০ | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | আর্জেন্টিনা | ৩-২ | প্যানামেরিকান চ্যাম্পিয়নশিপ |
১৯৬০ | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | আর্জেন্টিনা | ২-০ | প্যানামেরিকান চ্যাম্পিয়নশিপ |
১৯৬২ | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | আর্জেন্টিনা | ১-০ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
১৯৬৭ | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | মেক্সিকো | ১-২ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
১৯৭৩ | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | মেক্সিকো | ০-২ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
১৯৭৫ | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | ড্রা | ১-১ | কোপা আমেরিকা |
১৯৮৪ | মেক্সিকো বনাম আর্জেন্টিনা | ড্রা | ১-১ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
১৯৮৪ | মেক্সিকো বনাম আর্জেন্টিনা | ড্রা | ১-১ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
১৯৮৫ | মেক্সিকো বনাম আর্জেন্টিনা | ড্রা | ১-১ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
১৯৮৫ | মেক্সিকো বনাম আর্জেন্টিনা | ড্রা | ১-১ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
১৯৮৭ | মেক্সিকো বনাম আর্জেন্টিনা | ড্রা | ১-১ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
১৯৮৭ | মেক্সিকো বনাম আর্জেন্টিনা | ড্রা | ১-১ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
১৯৯০ | মেক্সিকো বনাম আর্জেন্টিনা | মেক্সিকো | ২-০ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
১৯৯০ | মেক্সিকো বনাম আর্জেন্টিনা | মেক্সিকো | ২-০ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
১৯৯১ | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | ড্রা | ০-০ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
১৯৯৩ | মেক্সিকো বনাম আর্জেন্টিনা | ড্রা | ১-১ | কোপা আমেরিকা |
১৯৯৩ | মেক্সিকো বনাম আর্জেন্টিনা | আর্জেন্টিনা | ১-২ | কোপা আমেরিকা |
১৯৯৯ | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | আর্জেন্টিনা | ১-০ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
১৯৯৯ | মেক্সিকো বনাম আর্জেন্টিনা | ড্রা | ২-২ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
২০০০ | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | আর্জেন্টিনা | ২-০ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
২০০৩ | মেক্সিকো বনাম আর্জেন্টিনা | আর্জেন্টিনা | ০-১ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
২০০৪ | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | মেক্সিকো | ০-১ | কোপা আমেরিকা |
২০০৫ | মেক্সিকো বনাম আর্জেন্টিনা | ড্রা | ১-১ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
২০০৫ | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | আর্জেন্টিনা ( ট্রাইবোকার) | ১-১ | ফিফা কনফেডারেশন কাপ |
২০০৬ | মেক্সিকো বনাম আর্জেন্টিনা | আর্জেন্টিনা | ১-২ | ফিফা বিশ্বকাপ |
২০০৭ | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | আর্জেন্টিনা | ৩-০ | কোপা আমেরিকা |
২০০৮ | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | আর্জেন্টিনা | ৪-১ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
২০১০ | মেক্সিকো বনাম আর্জেন্টিনা | আর্জেন্টিনা | ১-৩ | ফিফা বিশ্বকাপ |
২০১৫ | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | ড্রা | ২-২ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
২০১৮ | মেক্সিকো বনাম আর্জেন্টিনা | আর্জেন্টিনা | ০-২ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
২০১৮ | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | আর্জেন্টিনা | ২-০ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
২০১৯ | মেক্সিকো বনাম আর্জেন্টিনা | আর্জেন্টিনা | ০-৪ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
২০২২ | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | ২৬ নভেম্বার ২০২২ | পেন্ডিং | ফিফা বিশ্বকাপ |
বিশ্বকাপে আর্জেন্টিনার পরিসংখ্যান
আর্জেন্টিনার আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ১৯০২ সালে উরুগুয়ের বিপক্ষে। সেই ম্যাচে উরুগুয়ের সাথে ৬-০ গোলে জয়লাভ করে আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনার বিশ্বকাপে অভিষেক ঘটে ১৯৩০ সালে ( ফিফা বিশ্বকাপের শুরু থেকে ) ফ্রান্সের বিপক্ষে। বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনা ফ্রান্সকে পরাজিত করে ১-০ গোল ব্যাবধানে। ওই ম্যাচে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন ( ৮১ মিনিটে ) লুইস মন্টি। আর্জেন্টিনা তাদের প্রথম বিশ্বকাপের (১৯৩০ ) অপরাজিত থেকে ফাইনালে উঠে উরুগুয়ের সাথে ৪-২ গোল ব্যাবধানে পরাজিত হয়ে রানারাপ হয়।
তার পর থেকে আর্জেন্টিনা এখনও পর্যন্ত ১৮টি বিশ্বকাপে ( ১৯৩০, ১৯৩৪, ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৭৪, ১৯৭৮, ১৯৮২, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ সালে ) অংশগ্রহণ করে ২বার ( ১৯৭৮, ১৯৮৬ সালে ) চ্যাম্পিয়ান এবং ৩বার (১৯৩০, ১৯৯০, ২০১৪ সাল ) রানারাপ হওয়ার গৌরব অর্জন করে। আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসে তারা ৩বার ( ১৯৫৮, ১৯৬২, ২০০২ সালে ) গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার রেকর্ড আছে।
আর্জেন্টিনার বিশ্বকাপ পরিসংখ্যানে এখনও পর্যন্ত মোট ৮৩টি ম্যাচ খেলে ৪৭ম্যাচে জয় পেয়েছে। জয়ের পরিমান ৫৬.৬৩%। বিশ্বকাপে আর্জেন্টিনার ৮৩টি ম্যাচের মধ্যে হারতে হয়েছে ২৭টিম্যাচে। পরাজয়ের পরিমান ৩২.৫৪%। এবং ড্রা করেছে ১০টি ম্যাচে। ড্রার পরিমান ১২.০৫%।
আর্জেন্টিনা তাদের সর্বশেষ বিশ্বকাপে ( ২০১৮ সালে ) শেষ ষোলতে ফ্রান্সের বিপক্ষে ৩-৪ গোল ব্যাবধানে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয়।
সাল | মোট ম্যাচ | জয় | পরাজয় | ড্রা | ফলাফল |
১৯৩০ | ৬ | ৪ | ২ | ০ | রানার আপ |
১৯৩৪ | ২ | ০ | ১ | ১ | প্রথম রাউন্ডে বিদায় |
১৯৫৮ | ৩ | ১ | ২ | ০ | গ্রুপ পর্বে বিদায় |
১৯৬২ | ৩ | ১ | ১ | ১ | গ্রুপ পর্বে বিদায় |
১৯৬৬ | ৪ | ২ | ১ | ১ | কোয়াটার ফাইনাল |
১৯৭৪ | ৬ | ১ | ৩ | ২ | দ্বিতীয় রাউন্ডে বিদায় |
১৯৭৮ | ৭ | ৫ | ১ | ১ | চ্যাম্পিয়ান |
১৯৮২ | ৫ | ২ | ৩ | ০ | দ্বিতীয় রাউন্ডে বিদায় |
১৯৮৬ | ৭ | ৬ | ১ | ০ | চ্যাম্পিয়ান |
১৯৯০ | ৭ | ৪ | ২ | ১ | রানা রাপ |
১৯৯৪ | ৪ | ২ | ২ | ০ | শেষ ষোলতে বিদায় |
১৯৯৮ | ৫ | ৪ | ১ | ০ | কোয়াটার ফাইনাল |
২০০২ | ৩ | ১ | ১ | ১ | গ্রুপ পর্বে বিদায় |
২০০৬ | ৫ | ৩ | ১ | ১ | কোয়াটার ফাইনাল |
২০১০ | ৫ | ৪ | ১ | ০ | কোয়াটার ফাইনাল |
২০১৪ | ৭ | ৬ | ১ | ০ | রানা রাপ |
২০১৮ | ৪ | ১ | ২ | ১ | শেষ ষোলতে বিদায় |
২০২২* | ১ | ০ | ১ | ০ | বিশ্বকাপ চলমান |
সার্বমোট | ৮৩ | ৪৭ | ২৭ | ১০ |
বিশ্বকাপে মেক্সিকো পরিসংখ্যান
মেক্সিকো তাদের ফুটবল ইতিহাসের অভিষেক হয় ১৯২৩ সালে ১লা জানুয়ারি গুয়েতেমালার বিপক্ষে। আন্তর্জাতিক ফুটবলের অভিষেক ম্যাচে মেক্সিকো গুয়েতেমালাকে ৩-২ গোল ব্যাবধানে পরাজিত করে। মেক্সিকোর বিশ্বকাপে অভিষেক হয় ১৯৩০ সালে (প্রথম বিশ্বকাপ)। প্রথম বিশ্বকাপে মেক্সিকো গ্রুপ পর্বে আর্জেন্টিনা, চিলি এবং ফ্রান্সের সাথে পরাজিত হয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়।
তার পরে মেক্সিকো আরো ১৭টি ( ১৯৩০, ১৯৫০, ১৯৫৪, ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৭০, ১৯৭৮, ১৯৮৬, ১৯৯৪, ১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২) বিশ্বকাপে অংশগ্রহন করে সর্বোচ্চ সাফল্য ২বার (১৯৭০, ১৯৮৬) কোয়াটার ফাইনালে উঠা। মেক্সিকো এখনও পর্যন্ত তাদের ফুটবল পরিসংখ্যানে ৭বার ( ১৯৩০, ১৯৫০, ১৯৫৪, ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৭৮ সালে ) গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়।
মেক্সিকোর বিশ্বকাপ পরিসংখ্যানে এখনও পর্যন্ত মোট ৫৮টি ম্যাচ খেলে ১৬ ম্যাচে জয় পেয়েছে। জয়ের পরিমান ২৭.৫৯%। বিশ্বকাপে মেক্সিকোর ৫৮টি ম্যাচের মধ্যে হারতে হয়েছে ২৭টি ম্যাচে। পরাজয়ের পরিমান ৪৬.৫৫%। এবং ড্রা করেছে ১৫টি ম্যাচে। ড্রার পরিমান ২৫.৮৬%।
সর্বশেষ বিশ্বকাপে ( ২০১৮ ) মেক্সিকো শেষ ষোলতে ব্রাজিলের সাথে ২-০ গোল ব্যাবধানে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয়।
সাল | মোট ম্যাচ | জয় | পরাজয় | ড্রা | ফলাফল |
১৯৩০ | ৩ | ০ | ৩ | ০ | গ্রুপ পর্বে বিদায় |
১৯৫০ | ৩ | ০ | ৩ | ০ | গ্রুপ পর্বে বিদায় |
১৯৫৪ | ২ | ০ | ২ | ০ | গ্রুপ পর্বে বিদায় |
১৯৫৮ | ৩ | ০ | ২ | ১ | গ্রুপ পর্বে বিদায় |
১৯৬২ | ৩ | ১ | ২ | ০ | গ্রুপ পর্বে বিদায় |
১৯৬৬ | ৩ | ০ | ১ | ২ | গ্রুপ পর্বে বিদায় |
১৯৭০ | ৪ | ২ | ১ | ১ | কোয়াটার ফাইনাল |
১৯৭৮ | ৩ | ০ | ৩ | ০ | গ্রুপ পর্বে বিদায় |
১৯৮৬ | ৫ | ৩ | ০ | ২ | কোয়াটার ফাইনাল |
১৯৯৪ | ৪ | ১ | ১ | ২ | শেষ ষোলতে বিদায় |
১৯৯৮ | ৪ | ১ | ১ | ২ | শেষ ষোলতে বিদায় |
২০০২ | ৪ | ২ | ১ | ১ | শেষ ষোলতে বিদায় |
২০০৬ | ৪ | ১ | ২ | ১ | শেষ ষোলতে বিদায় |
২০১০ | ৪ | ১ | ২ | ১ | শেষ ষোলতে বিদায় |
২০১৪ | ৪ | ২ | ১ | ১ | শেষ ষোলতে বিদায় |
২০১৮ | ৪ | ২ | ২ | ০ | শেষ ষোলতে বিদায় |
২০২২* | ২ | ১ | ১ | ০ | চলমান |
সার্বমোট | ৫৯ | ১৭ | ২৮ | ১৫ |
আশাকরি আর্জেন্টিনা বনাম মেক্সিকো পরিসংখ্যান হেড টু হেড সমীকরণ এর সব তথ্য উপস্থাপন করতে সক্ষম হয়েছি। নতুন কোন দলের হেড টু হেড পরিসংখ্যান জানতে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন।