ফিফা বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বে আর্জেন্টিনা বনাম পেরু লাইভ আজকের ম্যাচ, আর্জেন্টিনা বনাম পেরু আজকের খেলা কোন চ্যানেলে দেখাবে? সকল তথ্য থাকছে এই নিবন্ধে। পেরুর লিমাতে অবস্থিত পেরুর ন্যাশনাল স্টেডিয়ামে আগামী ১৮ই অক্টবর বাংলাদেশ সময় সকাল ৮ টায় ম্যাচটি লাইভ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আর্জেন্টিনা বনাম পেরু লাইভ
আর্জেন্টিনা যেন হারতে ভুলেই গেছে। বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনা এখনও পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে। অন্যদিকে পেরু পয়েন্ট টেবিলের তলানিতে আছে পেরু ৩ ম্যাচের ২ টিতেই পরাজিত এবং একটিতে ড্রা করেছে তারা। নিচে আর্জেন্টিনা বনাম পেরু লাইভ স্কোর দেখে নিন।
- আর্জেন্টিনা: ২ ( লিওনেল মেসি ৩২”+৪২” )
- পেরু:
- সময়: পূর্ণ সময়
আর্জেন্টিনা বনাম পেরু লাইভ ম্যাচ কোন চ্যানেলে দেখাবে
বাংলাদেশ থেকে আর্জেন্টিনা বনাম পেরুর ম্যাচ লাইভ দেখতে হলে খেলা চলাকালীন সময় ফেসবুকে সার্চ করুন “Argentina vs Peru Live Today Match” তারপর দেখবেন কেউ না কেউ লাইভ খেলা দেখাচ্ছে।
Country | Channel /apps name |
Bangladesh: | Facrbook Live |
Brazil: | TV Globo/SporTV |
Bolivia: | Unitel |
Chile: | Canal 13 |
Colombia: | Caracol Televisión, RCN Televisión |
Ecuador: | DirecTV Sports |
Argentina: | TyC Sports |
Venezuela: | Televen |
Uruguay: | Dexary Eventos |
Peru: | DirecTV/Latina |
আর্জেন্টিনা বনাম পেরু আজকের খেলার দুই দলের খেলোয়াড় তালিকা
ইনজুরির কারনে গত কয়েক ম্যাচ না খেলা মেসি এখন পুরপুরি ফিট। সুতরাং আজকের ম্যাচে দেখা যাবে এই ফুটবলের সেরা তারকাকে। গত ৩ ম্যাচে জয় নিয়ে বেশ ফুরফুরে মাজাজে আছে আলবিসেলেস্তে। জয়ের ধাঁরা অব্যাহত রাখরে আজকের ম্যাচে মেসি সহ সেরা একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। অন্যদিকে টিকে থাকার জন্য পেরু তাদের সেরা একাদশ সহ ম্যাচ জয়ের সর্বোচ্চ চেষ্টা করবেন পেরু। তবে তাদের এই যাত্রা যে সহজ হবে না তা আগে থেকেই বুঝতে পারছে তারা। চলুন দেখে আসি আজকের ম্যাচে দুই দলের খেলোয়াড় তালিকা।
আর্জেন্টিনার খেলোয়াড় তালিকা আজকের ম্যাচে
২০২৩ বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনা প্রথম ম্যাচে মুখোমুখি হয় ইকুয়েডর এর সাথে প্রথম ম্যাচে ১-০ গোলে জয় পার আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে বিলিভিয়াকে ৩-০ গোলে এবং তৃতীয় ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে জয় পায়। চলুন দেখে আসি আজকের ম্যাচে পেরুর বিপক্ষে আর্জেন্টিনার একাদশ।
Emiliano Martinez (এমিলিয়ানো মার্তিনেস), Nahuel Molina (নাহুয়েল মোলিনা), Emiliano Romero (এমিলিয়ানো রোমেরো), Nicolas Otamendi (নিকোলাস ওটামেন্দি), Nicolas Tagliafico (নিকোলাস টাগলিয়াফিকো), Rodrigo De Paul (রোড্রিগো দে পল), Alejandro Fernandez (আলেজান্দ্রো ফেরনান্ডেজ), Alexis Mac Allister (আলেক্জিস ম্যাক অ্যালিস্টার), Lionel Messi (লিওনেল মেসি), Lautaro Martinez (লাউতারো মার্তিনেস), Ezequiel Alvarez (এজেকিয়েল আলভারেজ)
পেরুর খেলোয়ার তালিকা আজকের ম্যাচে
বিশ্বকাপের ম্যাচে প্রতিটি দল ৯ টি ম্যাচে খেলার সুযোগ পাবে। ইতিমধ্যে ৩ ম্যাচ শেষে পয়েন্টের খাতার মাত্র ১ পয়েন্ট। আজকের ম্যাচে ফিফা রেংকিং এর সেরা দলকে পরাজিত করতে পারলেই কেবল পয়েন্ট হবে ৪। সকল দিক বিবেচনা করে আজকের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে পেরুর সেরা একাদশ।
Corzo (কোর্জো), Zambrano (জামব্রানো), Abram (অব্রাম), Trauco (ট্রাউকো), Aquino (আকুইনো), Yotun (য়োটুন), Advincula (আদবিংকুলা), Carrillo (কারিয়ো), Polo (পোলো), Guerrero (গেরেরো )।
আর্জেন্টিনা পেরু আজকের লাইভ ম্যাচ ভবিষ্যদ্বাণী করলে দেখা যাবে আর্জেন্টিনা এগিয়ে থাকবে ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা ২ ও পেরু ০ গোল হতে পাবে বলে মনে হচ্ছে। তবে সঠিক তথ্য পেতে আর্জেন্টিনা বনাম পেরু লাইভ খেলাটি দেখতে হবে।
আরো পড়ুন: আর্জেন্টিনার সকল খেলার সময় সূচি
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)