আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস হেড টু হেড পরিসংখ্যান কোন দল কতবার জয়লাভ করেছে বিশ্বকাপে এবং আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে সকল পরিসংখ্যান। ল্যাটিন আমেরিকার ফুটবলের পরাশক্তি এবং ইউরোপের সুপার জায়েন্ট গতিময় ফুটবল ম্যাচ দেখার জন্য ফুটবল প্রেমীরা সর্বদাই ব্যাকুল থাকে। আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস হেড টু হেড পরিসংখ্যান প্রায় সমানে সমান। চলুন দেখে আসি দুই দলের হেড টু হেড পরিসংখ্যান।
আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস হেড টু হেড পরিসংখ্যান
আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস হেড টু হেড সর্বমোট ম্যাচ খেলেছে ১০টি। যার মধ্যে আর্জেন্টিনার জয় মাত্র ৪টি। আর্জেন্টিনার জয়ের পরিমাণ ৪০%। অপরদিকে নেদারল্যান্ডসের জয় ৪টি ম্যাচে। নেদারল্যান্ডসের জয়ের পরিমাণ ৪০%। আর্জেন্টিনার বনাম নেদারল্যান্ডস হেড টু হেড ১০টি ম্যাচের মধ্যে ২টি ম্যাচ ড্রা হয়। ড্রার পরিমাণ ২০%। দুই দলের মধ্যকার ১০টি ম্যাচে নেদারল্যান্ডসের গোলের সংখ্যা ১৩টি। অন্যদিকে আর্জেন্টিনার গোলের সংখ্যা ৮টি।
সাল | ম্যাচ | জয়ী দল | স্কোর | প্রতিযোগিতা |
২৬মে, ১৯৭৪ | আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস | নেদারল্যান্ডাস | ১-৪ |
আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
|
২৬জুন, ১৯৭৪ | আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস | নেদারল্যান্ডাস | ০-৪ | ফিফা বিশ্বকাপ |
২৫জুন, ১৯৭৮ | নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা | আর্জেন্টিনা | ১-৩ | ফিফা বিশ্বকাপ |
২২মে, ১৯৮৯ | আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস | আর্জেন্টিনা (প্লান্টি ) | ০-০ | ফিফা সেলিব্রেশন |
০৪জুলাই, ১৯৯৮ | নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা | নেদারল্যান্ডাস | ২-১ | ফিফা বিশ্বকাপ |
৩১মার্চ, ১৯৯৯ | আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস | ড্রা | ১-১ |
আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
|
১২ফেব্রুয়ারি, ২০০৩ | নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা | নেদারল্যান্ডাস | ১-০ |
আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ
|
২১জুন, ২০০৬ | আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস | ড্র | ০-০ | ফিফা বিশ্বকাপ |
০৯জুলাই, ২০১৪ | নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা | আর্জেন্টিনা (প্লান্টি ) | ০-০ | ফিফা বিশ্বকাপ |
১০ডিসেম্বার, ২০২২ | আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস | আর্জেন্টিনা | ২-২ ( ৪-৩ পেনাল্টি) | ফিফা বিশ্বকাপ |
ফুটবলে নেদারল্যান্ডসের পরিসংখ্যান
ইউরোপের ফুটবলের অন্যতম পরাশক্তি নেদারল্যান্ডস দারুণ ছন্দে ও গতিময় ফুটবল খেলায় নেদারল্যান্ডসের তুলনা মেলে না। নেদারল্যান্ডস সর্বপ্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে ১০ই এপ্রিল ১৯০৫ সালে বেলজিয়ামের বিপক্ষে। ইন্টারন্যাশনাল ম্যাচেই ৪-১ গোলে বাজিমাত করে। নেদারল্যান্ডসের সবচেয়ে বড় জয় ২রা সেপ্টেম্বার ২০১১ সালে সান মারিনোর বিপক্ষে ১১-০ গোল ব্যাবধানে। নেডারল্যান্ডসের সবচেয়ে পড় পরাজয় ২১শে ডিসেম্বার ১৯০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১২ গোল ব্যাবধানে।
নেদারল্যান্ডসের ফুটবলে যত অর্জন
নেদারল্যান্ডস এখনও পর্যন্ত বিশ্বকাপে ১১বার অংশগ্রহণ করে। সর্বপ্রথম অংশগ্রহণ করে ১৯৩৪ সালে। নেদারল্যান্ডসকে বলা হয় সবচেয়ে দুর্ভাগা দল। কারন দলটি ১৯৭৪, ১৯৭৮ এবং সর্বশেষ ২০১০ সালে তৃতীয় বারের মত ফাইনাল খেলেও স্বপ্নের ট্রাফিটা ছুয়ে দেখা হয়নি। অর্থাৎ ৩বারই বানার আপ তাদের বিশ্বকাপের পরিসংখ্যানে সর্বোচ্চ সাফল্য।
এছাড়া দলটি ইউরো চাম্পিয়ানশিপে অংশগ্রহণ করে ১০বার সর্বপ্রথম ১৯৭৬ সালে। নেদারল্যান্ডসের ইউরো চাম্পিয়ানশিপে সর্বোচ্চ সাফল্য ১৯৮৮ সালে শিরোপা ঘরে তোলে। উয়েফা ন্যাশনস লীগে অংশগ্রহণ করে ২বার।এবং সর্বোচ্চ সাফল্য রানার আপ ২০১৯ সালে। তাছাড়া দলটি ৩বার (১৯০৮, ১৯১২, ১৯২০) অলেম্পিকে রানার আপ হয়।
আরো পড়ুনঃ আর্জেন্টিনা বনাম ফ্রান্স পরিসংখ্যান
নেদারল্যান্ডসের ফুটবল বর্তমান অবস্থা
ডাক নাম: ডাচ
হেড কোচ: লুই ভ্যান গাল
ক্যাপ্টেন: ভার্জিল ভ্যান ডাইক
সর্বোচ্চ ম্যাচ: ওয়েসলি স্নেইডার ( ১৩৪ )
সর্বোচ্চ গোলদাতা: রবিন ভ্যান পের্সিকে ( ৫০ )
ফিফা কোড: NED
ফিফা রেংকিং: ১৬৯৪.৬১ ( ৮ম তম )
স্কোয়াড: নোপার্ট (গোলরক্ষক), ভ্যান ডাইক, আকে, টিম্বার, ডি ইয়ং, কোপমেইনারস, ক্লাসেন, ব্লিন্ড, ডামফ্রিস, বার্গউইন, গাকপো।
লাইন আপ: ৩-৪-১-২
ফুটবলে আর্জেন্টিনার পরিসংখ্যান
আর্জেন্টিনার সবচেয়ে বড় জয় ২২শে জানুয়ারী ১৯৪২ সালে ইকুয়েডারের বিপক্ষে ১২-০ গোলে পড় জয় পায়। আর্জেন্টিনা সর্বমোট ১৮টি বিশ্বকাপে মূল আসরে খেলেছে। সর্বপ্রথম ১৯৩০ এবং সর্বশেষ ২০২২ সালে। বিশ্বকাপে আর্জেন্টিনার ফাইনাল খেলেছে ৫বার ( ১৯৩০, ১৯৭৮, ১৯৮৬, ১৯৯০, ২০১৪ ) সর্বোচ্চ সাফল্য ২ বার ( ১৯৭৮, ১৯৮৬) বিশ্ব চাম্পিয়ান।
আর্জেন্টিনার সবচেয়ে বড় পরাজয় ১৫ই জুন ১৯৫৮ সালে স্লোভাকিয়ার বিপক্ষে ১-৬ গোল ব্যাবধানে। ১লা এপ্রিল ২০০৯ বলিভিয়ার বিপক্ষে ৬-১ ব্যাবধানে পরাজয় বরণ করে। সর্বশেষ ২৭শে মার্চ ২০১৮ সালে স্পেনের সাথে ১-৬ ব্যাবধানে হারের লজ্জার রেকর্ড করে আর্জেন্টিনা।
হেড কোচ: লিওনেল স্কালোনি
ক্যাপ্টেন: লিওনেল মেসি
সবচেয়ে বেশি ম্যাচ: লিওনেল মেসি ( ১৬৭ ম্যাচ )
সবচেয়ে বেশি গোলদাতা: লিওনেল মেসি ( ৯৩ )
ফিফা কোড: ARG
ফিফা র্যাংকিং: ১৭৭৩.৮৮ (৩ নাম্বারে )
লাইন আপ: ৪-৪-২
আর্জেন্টিনার স্কোয়াড:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ফাঙ্কো আরমানি ও জেরোনিমো রুলি।
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, জার্মেইন পেৎসেয়া, নিকোলাস ওটামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস টালিয়াফিকো, মার্কোস আকুনইয়া, ফাকুন্দো মেদিনা ও ক্রিশ্চিয়ান রোমেরো।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, আলেক্সিস মাক আলিস্তার, এনজো ফার্নান্দেজ ও থিয়াগো আলমাদা।
ফরোয়ার্ড: অ্যাঞ্জেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, হোয়াকিন কোরেয়া, পাওলো দিবালা, অ্যাঞ্জেল ডি মারিয়া ও লিওনেল মেসি।
আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস খেলা কবে?
আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস খেলা ১০ই ডিসেম্বার রোজ শনিবার রাত ১ টায় খেলা শুরু হবে।
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News পেজ)