আরএফএল ওয়ারড্রব এর দাম ২০২৪ জানতে চেয়েছেন অনেকেই। কেননা এখন ফার্নিচার জগতে আরএফএল প্লাস্টিক নিয়ে এসেছে কম দামে বেশি টেকসই ওয়ারড্রপ। তাছাড়াও আগেরকার সময় তৈরি কাঠের ওয়ারড্রব থেকে এখনকার সময় তৈরি আরএফএল প্লাস্টিকর ওয়ারড্রপ এর চাহিদাও বাজারে অনেক বেশি। কেননা প্লাস্টিকের তৈরি আরএফএল ওয়ারড্রব বসত বাড়িতে খুব সহজেই বহন করা যায় সাথে সাথে এটি সৌন্দর্য বর্ধনেও কাঠের তৈরি ওয়ারড্রব থেকে বেশি আকর্ষণীয়। আজকে প্রতিবেদনে এই পেজটিতে আমরা আরএফএল ওয়ারড্রব সহ বাংলাদেশের বাজারে আরো অন্যান্য ব্রান্ডের ওয়ারড্রবের মডেল নাম্বার সহ মূল্য তালিকা জানিয়ে দিব। তাহলে চলুন প্রথমেই দেখে আসি আরএফএল ওয়ারড্রব এর দাম ২০২৪।
আরএফএল ওয়ারড্রব এর দাম ২০২৪ | প্লাস্টিকের ওয়ারড্রব এর দাম
আরএফএল প্লাস্টিক ২০২৪ সালে নতুন মডেলের ওয়ারড্রব বাজারে নিয়ে এসেছে। আরএফএল এর আমদানিকৃত নতুন এই ওয়ারড্রব দামে সস্তা অথচ টেকসই ও মজবুত। আর এফ এল এর আমদানিকৃত ওয়ারড্রব Royal Wardrobe Double 5D KD Deluxe Aurora মডেলটির দাম ৯৭৯০ টাকা, Royal Wardrobe classic 5D-Pearl মডেলটির দাম ৭৫৮০ টাকা, RFL Wardrobe Platinum 4 Drawer Diana মডেলটির দাম ৬২১০ টাকা, RFL Wardrobe Double 5D KD Elegant-Emerald মডেলটির দাম ১০৩৫০ টাকা, Royal Wardrobe Classic 5D – Cherry মডেলটির দাম ৭৫৬০ টাকা। Royal Wardrobe Double FD KD Caino মডেলটির দাম ১০৩৫০ টাকা, Royal Wardrobe Double 6 Drawer Delux ১২১৭০ টাকা, Supreme Wardrobe Double 5-Drawer Golden Black মডেল টির দাম ৯৫৩৭ টাকা , Royal Wardrobe Double 5D KD Elegant-Maple Wood মডেলটির দাম ১০৩৪০ টাকা। Supreme Wardrobe Double 5 Drawer Lily মডেলটির দাম ১০০৯৮ টাকা। আরএফএল ওয়ারড্রব এর এই দাম বাংলাদেশের বিভিন্ন স্থান ভেদে সামান্য কমবেশি হতে পারে কেনার আগে অবশ্যই যাচাই করে কিনবেন।
আরএফএল মিনি ওয়ারড্রপ এর দাম ২০২৪ | আর এফ এল ওয়ারড্রব এর দাম ২০২৪
আরএফএল প্লাস্টিক, ডাবল ওয়ারড্রব এর পাশাপাশি বাজারে নিয়ে এসেছে ছোট সাইজের মিনি ওয়ারড্রপ। আরএফএল এর আমদানিকৃত ছোট সাইজের মিনি ওয়ারড্রব এর মধ্য রয়েছে,
RFL Royal Wardrobe Single 4D KD Deluxe Arora মডেলটির দাম ৪৫০৫ টাকা, RFL Wardrobe Single 4D KD Elegant Gold মডেলটির দাম ৪৫০৫ টাকা, RFL Wardrobe Single 4 Drawer Caino Cosmos মডেলটির দাম ৪৭৭০ টাকা, RFL Wardrobe Single 5 Drawer Elegant Gold মডেলটির দাম ৫৫৫০ টাকা, Royal Wardrobe Single 4D KD Deluxe Arora মডেলটির দাম ৪৫৫০ টাকা, RFL Wardrobe Single 5D K Down Caino Cosmos মডেলটির দাম ৫৮৫০ টাকা, Supreme Wardrobe Single Drawer Golden মডেলটির দাম ৪৫৯০ টাকা, Royal Wardrobe Platinum 5 Drawer Aroma মডেলটির দাম ৭৫৮০ টাকা, RFL Wardrobe Classic 5 drawer Glow মডেলটির দাম ৭৫৯০ টাকা।
সর্বশেষ আপডেট: ০৬/০৭/২০২৪
RFL ওয়ারড্রব নতুন ডিজাইন ২০২৪
দেশের বাজারে আরএফএল সহ নানা রকম ব্রান্ডের ওয়ারড্রব থাকলেও আরফএল আরএফএল ওয়ারড্রব দেখতা অনেকটাই প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে। আরএফএল সবসময় ক্রাতের আকর্ষণ বাড়াতে নতুন নতুন মডেলের ওয়ারড্রব বাজারে নিয়ে আসছে। সিঙ্গেল, ডাবল, সহ চার ডোর বিশিষ্ট সকল আরএফএল ওয়ারড্রব এর আপডেট দাম এখানে দেওয়া আছে।
কম দামের আর এফ এল প্লাস্টিক ওয়ারড্রব এর আজকের দাম কত
আজকের বাংলাদেশের বাজারে আরএফএল RFL Smart Closet 5 Drawer Elite Pink 891082 মডেলের ওয়ারড্রব এর দাম ২৭২০ টাকা। আরো একটি কম দামের মধ্যে Hamko_ Closet Wardrobe 5D মডেলটির দাম ৩১৭০টাকা। RFL Amass Closet 4 Drawer – Black & Gold মডেলটির দাম ৩৬০০ টাকা। যা আরএফএল ওয়ারড্রব এর মধ্যে সর্বনিম্ন দামের মধ্যে ভাল মানের পেয়ে যাবেন।
আরএফএল ওয়ারড্রব প্রাইস | আরএফএল ওয়ারড্রব এর দাম
দেশের বাজারে বিভিন্ন দামের আরএফএল ওয়ারড্রব পাওয়া যাচ্ছে যা সর্বনিম্ন ২৭০০ টাকা থেকে ১১১০০ টাকা পর্যন্ত। এছাড়া সিঙ্গেল আরএফএল ওয়ারড্রব পাওয়া যাচ্ছে ৫৩০০টাকায়, ডাবল আরএফএল ওয়ারড্রব পেয়ে যাবেন ৭৬০০ টাকায়। চাহিদা অনুযায়ী সকল ওয়ারড্রব এর দাম এখানে দেওয়া হল যা আপডেট পেয়ে যাবেন।
আরো পড়ুনঃ ইলেকট্রিক চুলা দাম ২০২৪
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)