এ বছর ২৩ নভেম্বর বাংলাদেশ সময় দুপুর ২ টা থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে টি-টেন লিগে লীগের ষষ্ঠ আসর ১০ ওভারের এই টুর্নামেন্টে প্রথমবারের মতো ডাক পেলেন বাংলাদেশী পোস্টার বয় সাকিব আল হাসান। এতি মধ্যে আবুধাবি টি 10 লিগ ২০২২ সময়সূচী প্রকাশ করেছে টুর্নামেন্ট নিয়ন্ত্রক। টি-টোয়েন্টির এই যুগে দর্শকরা আরো বেশি চার,ছয় আরো বেশি ধুম ধারাক্কা ম্যাচ দেখতে চাই। ফলে ৫০ ওভারের ম্যাচ হারিয়েছে তার জনপ্রিয়তা।
এছাড়াও বিভিন্ন দেশে টি-টোয়েন্টি(২০ ওভারের) জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লীগ অনুষ্ঠিত হওয়ায় দর্শকরা আরও বেশি সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচ দেখতে আগ্রহী হচ্ছে। এসব বিষয় মাথায় রেখে দর্শকদের উৎকণ্ঠা আরো বাড়িয়ে দিতে টি-টোয়েন্টির এই যুগে আবির্ভাব হয়েছে ক্রিকেটের নতুন সংস্করণ ১০ ওভারে টি টেন লিগ। সংযুক্ত আরব আমিরাতে সর্বপ্রথম ১০ ওভারের টি টেন নামে ক্রিকেটের নতুন সংস্করণের আবির্ভাব ঘটেছে। ইতিমধ্যে খেলাটি সারাবিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে।
এ বছর ২৩ নভেম্বর থেকে শুরু হয়ে ৪ ডিসেম্বর পর্যন্ত চলতে থাকবে এই টুর্নামেন্ট। সাকিব আল হাসান ছাড়াও এই টুর্নামেন্টের ডাক পেয়েছে আরও দুই বাংলাদেশি। তবে সব থেকে মজার বিষয় হলো তারা খেলবে বাংলা টাইগার্সের হয়ে। সংযুক্ত আরব আমিরাতের টি-টেন লিগে অংশ নেওয়া বাংলা টাইগার্স দলটির মালিকানা মূলত বাংলাদেশর।তবে এবারই প্রথমবারের মতো বাংলা টাইগার্সের হয়ে খেলতে দেখা যাবে বাংলাদেশী ক্রিকেটারদের।
সাকিব-আল-হাসান বাংলা টাইগার্স এর আইকন প্লেয়ার খেলবে এছাড়াও আরেকটি বিশ্বস্ত সূত্রে জানা যায় বাংলা টাইগার্সের হয়ে ক্যাপ্টেন্সিও করবেন সাকিব আল হাসান। তবে আনুষ্ঠানিকভাবে বিষয়টি এখনও জানানো না হলেও দু’পক্ষের মধ্যে কথা প্রায় শেষ পর্যায়ে। তবে ডিসেম্বরের শুরুর দিকে ভারতের সাথে সিরিজ থাকায় সাকিব আল হাসানকে পুরো টুর্ণামেন্টে পাওয়া যাবে না বলে আশঙ্কা করা যাচ্ছে। বাংলা টাইগার্সের টিম মেন্টর হিসেবে কাজ করবে নাজমুল আবেদীন ফাহিম। এছাড়াও দলের মূল কোচ হিসেবে দেখা যাবে আফতাব আহমেদকে। এছাড়া অনুরোধ ১৯ দলের বিশ্বকাপ জেতার দারুন সহায়তা করা রিচার্ড স্টোনিয়ার থাকছে ফিটনেস ট্রেইনার হিসেবে।
আবুধাবি টি 10 লিগ 2022 দল, ক্যাপটেন আইকন প্লেয়ার
আবুধাবি টি 10 লিগ 2022 দল | ক্যাপটেন | আইকন প্লেয়ার |
---|---|---|
নিউইয়র্ক স্ট্রাইকার্স | কিয়েরন পোলার্ড | কিয়েরন পোলার্ড |
দিল্লী বুলস | ডোয়াইন ব্রাভো | ডোয়াইন ব্রাভো |
টিম আবু ধাবি | ক্রিস লিন | ক্রিস লিন |
মরিসভিলে স্যাম্প আর্মি | ডেভিড ওয়ার্নার | ডেভিড ওয়ার্নার |
বাংলা টাইগার্স | সাকিব আল হাসান | সাকিব আল হাসান |
ডেকান গ্ল্যাডিয়েটরস | নিকোলাস পুরান | নিকোলাস পুরান |
নর্দার্ন ওয়ারিয়রস | রোভম্যান পাওয়েল | ওয়ান্নিদু হাসারাঙ্গা |
চেন্নাই ব্রেভস | দাসুন শানাকা | দাসুন শানাকা |
টি 10 লিগ ২০২২ সব দলের স্কোয়াড
আবুধাবি টি 10 লিগ 2022 দল |
সব দলের স্কোয়াড |
আইকন প্লেয়ার |
---|---|---|
নিউইয়র্ক স্ট্রাইকার্স | কিয়েরন পোলার্ড , ইয়ন মরগান, আজম খান, পল স্টার্লিং, রোমারিও শেফার্ড, আন্দ্রে ফ্লেচার, ওয়াহাব রিয়াজ, জর্ডান থম্পসন, কেসরিক উইলিয়ামস, ইজহারউলহক নাভিদ, টম হার্টলি, মুহাম্মদ ওয়াসিম, নাভ পাবরেজা, মুহাম্মদ ফারুক, আকিল হোসেন, রবি রামপাল | কিয়েরন পোলার্ড |
দিল্লী বুলস | ডোয়াইন ব্রাভো , টিম ডেভিড, রহমানুল্লাহ গুরবাজ, রাইলি রুশো, ফজলহক ফারুকি, উইল জ্যাকস, নাজিবুল্লাহ জাদরান, ডমিনিক ড্রেকস, রিচার্ড গ্লেসন, কিমো পল, মিচেল স্ট্যানলি, শিরাজ আহমেদ, কারনাল জাহিদ, আয়ান আফজাল খান, ইমাদ ওয়াসিম, জর্ডান কক্স। | ডোয়াইন ব্রাভো |
টিম আবু ধাবি | ক্রিস লিন, ফ্যাবিয়েন অ্যালেন, ফিল সল্ট, আদিল রশিদ, নাভিন উল হক, টাইমাল মিলস, জেমি ওভারটন, জেমস ভিন্স, ব্রেন্ডন কিং, আমাদ বাট, দারউইশ রাসুলি, আলিশান শারাফু, আবিদ আলি, ইথান ডি’সৌজা, মুস্তাফিজুর রহমান, পিটার হাটজোগলু। | ক্রিস লিন |
মরিসভিলে স্যাম্প আর্মি | ডেভিড মিলার , এনরিখ নরকিয়া, শিমরন হেটমেয়ার, মইন আলি, ডোয়াইন প্রিটোরিয়াস, জনসন চার্লস, চামিকা করুনারত্নে, জর্জ গার্টন, আন্দ্রেয়াস গৌস, জ্যাকবস পিয়েনার, ইবরাহিম জদরান, আহমেদ রাজা, কাশিফ দাউদ, বাসিল হামিদ, শেলডন কটরেল, করিম জানাত। | ডেভিড ওয়ার্নার |
বাংলা টাইগার্স | সাকিব আল হাসান , এভিন লুইস, কলিন মুনরো, হযরতউল্লাহ জাজাই, জো ক্লার্ক, বেনি হাওয়েল, বেন কাটিং, মোহাম্মদ আমির, মাথিসা পাথিরানা, নুরুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রোহান মুস্তাফা, চিরাগ সুরি, উমাইর আলি, ড্যান ক্রিস্টিয়ান, জ্যাক বল। | সাকিব আল হাসান |
ডেকান গ্ল্যাডিয়েটরস | নিকোলাস পুরান , আন্দ্রে রাসেল, ডেভিড ভিসা, মুজিব উর রহমান, টম কোহলার-ক্যাডমোর, লুক উড, জস লিটল, ওডেন স্মিথ, উইল স্মিড, জহির খান, কার্টিস ক্যামফার, জহুর খান, আদেল মালিক, সুলতান আহমেদ, জেসন রয়, তাসকিন আহমেদ। | নিকোলাস পুরান |
নর্দার্ন ওয়ারিয়রস | ওয়ান্নিদু হাসারাঙ্গা , সেরফিন রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), অ্যাডাম লিথ, রিসে টপলে, কেনার লুইস, ওয়াইন পারনেল, অ্যাডম হস, ক্রিস গ্রিন, রায়াদ এমরিত, গাস অ্যাটকিনসন, জুনাইদ সিদ্দিকি, মুহাম্মদ উসমান, হামদান তাহির, দুস্মন্ত চামিরা, মোহাম্মদ ইরফান। | ওয়ান্নিদু হাসারাঙ্গা |
চেন্নাই ব্রেভস | দাসুন শানাকা , ভানুকা রাজাপাকসে, কার্লোস ব্রাথওয়েইট, ওবেদ ম্যাকয়, মাহেশ থাকসিনা, ওলে স্টোন, বেন ডাকেট, স্যাম কুক, সিকান্দার রাজা, রস হোয়াইটলি, কোবে হারফট, কার্তিক মেরিয়াপ্পান, বৃত্ত অরবিন্দ, সাবির রাও, লরি ইভান্স, জেমস ফুলার। | দাসুন শানাকা |
আবুধাবি টি ১০ লিগ ২০২২ সময়সূচী
টি 10 লীগ সময়সুচী 2022 | প্রতিপক্ষ |
---|---|
২৩ নভেম্বর ১২:০০ PM | নিউইয়র্ক স্ট্রাইকার্স vs বাংলা টাইগার্স
শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবির |
২৩ নভেম্বর ০২:১৫ PM | ডেকান গ্ল্যাডিয়েটরস vs টিম আবুধাবির, শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবির |
২৪ নভেম্বর ১২:০০ PM | মরিসভিল স্যাম্প আর্মি vs বাংলা টাইগার্স শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবির |
২৪ নভেম্বর ০২:১৫ PM | নর্দান ওয়ারিয়র্স vs দিল্লি বুলস শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবির |
২৪ নভেম্বর ০৪:৩০ PM | চেন্নাই ব্রেভস vs নিউইয়র্ক স্ট্রাইকার্স শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবির |
২৫ নভেম্বর ১২:০০ PM | নর্দান ওয়ারিয়র্স vs ডেকান গ্ল্যাডিয়েটরস শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবির |
২৫ নভেম্বর ০২:১৫ PM | টিম আবুধাবি vs দিল্লি বুলস শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবির |
২৫ নভেম্বর ০৪:৩০ PM | বাংলা টাইগার্স vs চেন্নাই ব্রেভস শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবির |
২৬ নভেম্বর ১২ঃ০০ PM | ডেকান গ্ল্যাডিয়েটরস vs নিউইয়র্ক স্ট্রাইকার্স শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবির |
২৬ নভেম্বর ১২ঃ০০ PM |
টিম আবুধাবি vs নর্দান ওয়ারিয়র্স শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবির |
২৬ নভেম্বর ১২ঃ০০ PM | মরিসভিল স্যাম্প আর্মি vs দিল্লি বুলস শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবির |
২৭ নভেম্বর ১২ঃ০০ PM | বাংলা টাইগার্স vs নর্দান ওয়ারিয়র্স শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবির |
২৭ নভেম্বর ০২ঃ১৫ PM | মরিসভিল স্যাম্প আর্মি vs দল আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবির |
২৭ নভেম্বর ০৪ঃ৩০ PM | দিল্লি বুলস vs ডেকান গ্ল্যাডিয়েটরস শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবির |
২৮ নভেম্বর ০২ঃ১৫ PM | নিউইয়র্ক স্ট্রাইকার্স vs মরিসভিল স্যাম্প আর্মি শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবির |
২৮ নভেম্বর ০৪ঃ৩০ PM | টিম আবুধাবি vs নর্দান ওয়ারিয়র্স শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবির |
২৯ নভেম্বর ১২ঃ০০ PM | টিম আবুধাবি vs মরিসভিল স্যাম্প আর্মি শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবির |
২৯ নভেম্বর ০২ঃ১৫ PM | ডেকান গ্ল্যাডিয়েটরস vs চেন্নাই ব্রেভস শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবির |
২৯ নভেম্বর ০২ঃ১৫ PM | বাংলা টাইগার্স vs দিল্লি বুলস শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবির |
৩০ নভেম্বর ১২ঃ০০ PM | চেন্নাই ব্রেভস vs দল আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবির |
৩০ নভেম্বর ০২ঃ১৫ PM | বাংলা টাইগার্স vs ডেকান গ্ল্যাডিয়েটরস শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবির |
৩০ নভেম্বর ০৪ঃ৩০ PM | নিউইয়র্ক স্ট্রাইকার্স vs নর্দান ওয়ারিয়র্স শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবির |
১ ডিসেম্বর ১২ঃ০০ PM | দিল্লি বুলস vs নিউইয়র্ক স্ট্রাইকার্স শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবির |
১ ডিসেম্বার ০২ঃ১৫ PM | বাংলা টাইগার্স vs দল আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবির |
১ ডিসেম্বার ০৪ঃ৩০ PM | মরিসভিল স্যাম্প আর্মি vs ডেকান গ্ল্যাডিয়েটরস শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবির |
২ ডিসেম্বার ১২ঃ০০ PM | দিল্লি বুলস vs চেন্নাই ব্রেভস শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবির |
১ ডিসেম্বার ০২ঃ১৫ PM | নর্দান ওয়ারিয়র্স vs মরিসভিল স্যাম্প আর্মি শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবির |
২ ডিসেম্বার ০৪ঃ৩০ PM | নিউইয়র্ক স্ট্রাইকার্স vs দল আবুধাবি, শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবির |
৩ ডিসেম্বার ১২ঃ০০ PM | কোয়ালিফাইং ১
শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবির |
৩ ডিসেম্বার ০২ঃ১৫ PM | ইলিমেন্টর
শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবির |
৩ ডিসেম্বার ০৪ঃ৩০ PM | কোয়ালিফাই ২
শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবির |
৪ ডিসেম্বার ১২ঃ০০ PM | তিন নাম্বার অবস্থান শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবির |
৪ ডিসেম্বার০২ঃ১৫ PM |
টি 10 লিগ 2022 ফাইনাল শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবির |