আইপিএল ২০২৩ ফাইনাল কবে আপনার প্রশ্ন যদি এমন হয়ে থাকে তাহলে আজকের এই নিবন্ধটি আপনার জন্য। আজ ২৮শে মার্চ, ২০২৩ চলতি বছরের আইপিএল ২০২৩ ফাইনাল খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা থেকে নরেন্দ্র মদি স্টেডিয়ামে। গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস এর মধ্যকার এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস পরিসংখ্যান
এবারের আইপিএল ২০২৩ এ গুজরাট টাইটান্স গ্রুপ পর্ব থেকে ১৪টি ম্যাচ খেলে ১০টি ম্যাচ খেলে লাভ করেছে। গুজরাট টাইটান্স এর জয়ের পরিমাণ ৭১.৪৩%। এবং পরাজিত হয়েছে ৪টি ম্যাচে পরজের পরিমাণ ২৮.৫৭%। অন্যদিকে চেন্নাই সুপার কিংস ১৪টি ম্যাচ খেলে জয়লাভ করেছে ৮টি ম্যাচে। চেন্নাই সুপার কিংস এর জয়ের পরিমাণ ৫৭.১৫%। এই ১৪টি ম্যাচের মধ্যে চেন্নাই সুপার কিংস ৫ টি ম্যাচে পরাজিত হয়েছিলো। পরাজয়ের পরিমাণ ৩৫.৭২%। তবে একটি ম্যাচ ড্রা হয়েছিলো। ড্রার পরিমাণ ছিলো ৭.১৭%।
গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস হেড টু হেড পরিসংখ্যান
এবারের আইপিএলে গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস এই মধ্যকার হেড টু হেট ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে গুজরাট টাইটান্স ৩টি ম্যাচে জয়লাভ করেছে। গুজরাট টাইটান্সের হয়ের পরিমাণ ৭৫%। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের জয়ের ছিলো মাত্র একটি ম্যাচে। চেন্নাই সুপার কিংসের জয়ের পরিমাণ ২৫%
আরো পড়ুন: আইপিএল ২০২৩ সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেট কার জানুন
গুজরাট টাইটান্স খেলোয়াড় তালিকা আজকের ম্যাচে
Shubman Gill Wriddhiman Saha Abhinav Manohar Hardik Pandya (C) Vijay Shankar David Miller Rahul Tewatia Rashid Khan Mohit Sharma Noor Ahmad Mohammed Shami
চেন্নাই সুপার কিংস খেলোয়াড় তালিকা আজকের ম্যাচে
Ruturaj Gaikwad Devon Conway Ajinkya Rahane Ambati Rayudu Shivam Dube Moeen Ali Ravindra Jadeja MS Dhoni (C) Deepak Chahar Tushar Deshpande Maheesh Theekshana
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News,পেজ)