যদি প্রশ্ন করা হয়, ফুটবল ইতিহাসে সর্বোচ্চ হ্যাটট্রিক করা প্লেয়ারটি কে? ফুটবল ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি গোল করেছে কোন প্লেয়ারটি? তাহলে এ দুটি প্রশ্নের উত্তরই একজনই, ক্রিস্টিয়ানো রোনালদো। চলুন দেখে আসি রোনালদোর হ্যাটট্রিক কয়টি ।
১৯৮৫ সালে পর্তুগালে জন্ম নেওয়া ক্রিস্টিয়ানো রোনালদো যেন এক অসাধারণ ফুটবলার। তার গতি, ড্রিবলিং, ক্ষিপ্রতা, গোল করার দক্ষতা মুগ্ধ করেছে সারা বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তেদের। ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখলে বোঝা যায় একজন পরিপূর্ণ ফুটবলার কেমন হতে পারে। বয়স ৩৭ তবুও ফিটনেস এতটাই তুঙ্গে যে মনে হতে পারে সদ্য ২৫ এ পা দিয়েছে।
পর্তুগালের হয়ে জাতীয় দলের মূল দলে ক্রিস্টিয়ানো রোনালদোর অভিষেক হয় ২০০৩ সালে।তার পর থেকে এখন পর্যন্ত পর্তুগালের জার্সিতে ১৮৪ টি ম্যাচ খেলে ১১১ টি গোল করে পর্তুগালের ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ গোলদাতা এখন ক্রিস্টিয়ানো রোনালদো ।দেশের হয়ে কোন প্লেয়ারের সর্বোচ্চ হ্যাটট্রিকের দিক থেকেও সবার ওপরে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো নামটি। পর্তুগালের হয়ে তিনি ১১১ টি গোল করতে হ্যাটট্রিক করেছে ৯ টি যা জাতীয় দলের হয়ে কোন প্লেয়ারের সর্বোচ্চ হ্যাটট্রিক।
ক্রিস্টিয়ানো রোনালদো শুধুমাত্র নিজ দেশের হয়ে সর্বোচ্চ হ্যাটট্রিক করেছে তা নয়। বিভিন্ন সময়ে ক্লাব পর্যায়ের খেলেও সর্বোচ্চ হ্যাট্রিক করা কোন প্লেয়ারের নাম ক্রিস্টিয়ানো রোনালদো। বিভিন্ন ক্লাবের হয়ে ক্রিস্তিয়ানো রোনালদো এখনো পর্যন্ত হ্যাটট্রিক করেছে ৫০ টি। ফলে জাতীয় দল ও ক্লাব মিলিয়ে মোট ৬০ টি হ্যাটট্রিক পূর্ণ করেছে ক্রিস্টিয়ানো রোনালদো। সর্বোচ্চ হ্যাটট্রিক বিবেচনায় ক্রিস্টিয়ানো রোনালদোর নিকটতম প্রতিপক্ষ আর্জেন্টিনার লিওনেল মেসি। লিওনেল মেসি এখনো পর্যন্ত সব মিলিয়ে ৫৫ টি হ্যাটট্রিক করেছে।
এক নজরে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিক
ক্রিস্টিয়ানো রোনালদো জাতীয় দলের হয়ে হ্যাটট্রিক সংখ্যা : ১০ টি। ক্রিস্টিয়ানো রোনালদোর জাতীয় দলের হয়ে প্রথম হ্যাটট্রিক ৯ জুন ২০১৩ সালে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে। দ্বিতীয় হ্যাটট্রিক ১৯ শে নভেম্বার ২০১৩ সালে সুইডেনের বিপক্ষে। তৃতীয় হ্যাটট্রিক ১৩ই জুন ২০১৫ সালে আর্মেনিয়ার বিপক্ষে। চতুর্থ হ্যাটট্রিক ১০শে অক্টোবার ২০১৬ সালে এন্ডোরার বিপক্ষে। পঞ্চম হ্যাটট্রিক ৩১ শে আগস্ট ২০১৭ সালে ফারো দ্বীপপুঞ্জর বিপক্ষে। ক্রিস্টিয়ানো রোনালদোর ষষ্ট হ্যাটট্রিক করেন ১৫ই জুন ২০১৮ সালে বিশ্বকাপে, স্পেনের বিপক্ষে। সপ্তম হ্যাটট্রিক ৬ই মে ২০১৯ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে। অষ্টম হ্যাটট্রিক ৯ ই অক্টোবার ২০১৯ সালে লিথুনিয়ার বিপক্ষে। নবম হ্যাটট্রিক ১৪ ই নভেম্বর ২০১৯ সালে লিথুনিয়ার বিপক্ষে। ক্রিস্টিয়ানো রোনালদোর জাতীয় দলের হয়ে সর্বশেষ হ্যাটট্রিক করেন ২১ শে অক্টোবার লুক্সেমবুর্গের বিপক্ষে। সর্বমোট হ্যাটট্রিক সংখ্যা : ১০ টি
ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাবের হয়ে হ্যাটট্রিক করেছে : ৫০ টি
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে হ্যাটট্রিক করেন: ৩টি। রিয়াল মাদ্রিদের হয়ে হ্যাটট্রিক করেন: ৪৪ টি। জুভেন্টাস হয়ে হ্যাটট্রিক করেন: ৩টি।
সর্বমোট হ্যাটট্রিক করেন: ৫০+১০=৬০টি
এতো গেলো হ্যাটট্রিকের পরিসংখ্যান। চলুন দেখে আসি ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ও ক্লাব পর্যায়ে কতটি ম্যাচ খেলে কতটি গোল করেছে। ক্রিস্টিয়ানো রোনালদো ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত খেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। এ সময় তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ১৯৬ টি ম্যাচ খেলে গোল করেন ৮৪ টি। তারপর ২০০৯-২০১৮ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে ২৯২ ম্যাচ খেলে গোল করেন ৩১১ টি।
ক্রিস্তিয়ানো রোনালদো এ সময়ে রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন অনেক ট্রফি পরবর্তীতে ২০১৮-২০২১ সাল পর্যন্ত খেলেন জুভেন্টাসে। এ সময় তিনি জুভেন্টাসের হয়ে ৯৭ ম্যাচে করেন ৮১ গোল। তবে সব থেকে মজার বিষয় যে ২০২১ সালে এসে আবারো চুক্তিবদ্ধ হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে বর্তমানে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৯ ম্যাচে ৪ গোল করেছেন।
এছাড়াও ক্রিস্টিয়ানো রোনালদো নিজ দেশের হয়ে ১৮৪ ম্যাচে করেছেন ১১১ গোল। ফিফার তথ্যমতে যেকোনো প্রতিযোগিতামূলক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো। ফিফা স্বীকৃত সব ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচ মিলিয়ে তিনি ৮৫০ টির উপরে গোল করেছেন। ক্রিস্টিয়ানো রোনালদো এখনো পর্যন্ত তার ক্যারিয়ারে মোট পাঁচ বার (২০০৮, ২০১৩, ২০১৪, ২০১৬, ২০১৭) ব্যালন ডি’অর (বর্ষসেরা ফুটবলার) খ্যাতি অর্জন করেছে।