ভারত বনাম অস্ট্রেলিয়া মুখোমুখি পরিসংখ্যান দুই দলের ক্রিকেটের সকল ফরম্যাট ওডিআই, টি২০, টেস্ট ও বিশ্বকাপের মত বড় মঞ্চে কোন দল এগিয়ে আজকের প্রতিবেদনে জানতে পারনে।
ভারত বনাম অস্ট্রেলিয়া পরিসংখ্যান
ক্রিকেটের সকল ফরম্যাট ওডিআই, টি২০, টেস্ট ভারত বনাম অস্ট্রেলিয়া সর্বমোট ২৯০ ম্যাচ খেলেছে যেখানে ভারত জয়লাভ করেছে ১০৯ ম্যাচে। সকল ফরম্যাটে ভারতের জয়ের পরিমাণ ৩৭.৫৯%। অন্যদিকে অস্ট্রেলিয়ার জয়লাভ করেছে ১৪০ ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের পরিমাণ ৪৮.২৭%। দুই দলের মধ্যকার ২৯০ ম্যাচের ২৯ ম্যাচ ড্রা হয়েছে ড্রার পরিমাণ ১০.০০%। কোন ফলাফল হয়নি এমন ম্যাচের সংখ্যা ১২টি। ফলাফল না হওয়ার পরিমাণ ৪.১৪%। সকল ফরম্যাটে মাত্র একটি ম্যাচ টাই হয়, টাই হওয়ার পরিমাণ ০.৩৪%।
মোট | ২৯০ ম্যাচ |
ভারতের জয় | ১০৯ ম্যাচ |
অস্ট্রেলিয়ার জয় | ১৪০ ম্যাচ |
ভারতের জয় % | ৩৭.৫৯% |
অস্ট্রেলিয়ার জয় % | ৪৮.২৭% |
ড্রা হয়েছে | ২৯ ম্যাচ |
ড্রা % | ১০.০০% |
ফলাফল হয়নি | ১২ ম্যাচ |
ফলাফল না হওয়ার % | ৪.১৪% |
টাই হয়েছে | ১ ম্যাচ |
টাই হওয়ার পরিমাণ | ০.৩৪% |
সর্বপ্রথম খেলেছিলো | ২৮ নভেম্বর, ১৯৪৭ সালে |
সর্বশেষ খেলেছিলো | ২৪ জানুয়ারি ২০২৪ সালে |
ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই পরিসংখ্যান
ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই ফরম্যাট সর্বপ্রথম ম্যাচ খেলে ০৬ ডিসেম্বার ১৯৮০ সালে দিনটি ছিলো শনিবার। প্রথম ম্যাচে ৬৬ রানে জয়লাভ করে ভারত। তার পর থেকে এখনও পর্যন্ত ওডিআই ফরম্যাটে সর্বমোট ১৫১ ম্যাচ খেলে। যেখানে ভারত জয়লাভ করে ৫৭ ম্যাচে। ওডিআই ফরম্যাটে ভারতের জয়ের পরিমাণ ৩৭.৭৫%। অপরদিকে অস্ট্রেলিয়া জয়লাভ করে ৮৪ ম্যাচে। ওডিআই ফরম্যাটে অস্ট্রেলিয়ার জয়ের পরিমাণ ৫৫.৬৩%। এই ১৫১ ম্যাচের ১০ ম্যাচে কোন ফলাফল হয়নি। ফলাফল না হওয়ার পরিমাণ ৬.৬২%।
অস্ট্রেলিয়া ভারত ওডিআই ফরম্যাটে সর্বশেষ ম্যাচ খেলে রবিবার ১৯ নভেম্বর ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপের ফাইনাল ম্যাচে। সেই ম্যাচে অস্ট্রেলিয়া ৪২ বল হাতে রেখেই ৬ উইকেটে জয়লাভ করে।
ক্রিকেটের শর্ট ফরম্যাট টি২০ তে ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি পরিসংখ্যানে সর্বপ্রথম ম্যাচ খেলে শনিবার ২২ সেপ্টম্বর ২০০৭ সালে। প্রথম ম্যাচে ভারত ১৫ রানে জয়লাভ করে। তার পর থেকে এখনও পর্যন্ত ভারত অস্ট্রেলিয়া সর্বমোট ৩২ টি২০ ম্যাচ খেলেছে। যেখানে ভারত জয়লাভ করেছে ২০ ম্যাচে। ভারতের জয়ের পরিমাণ ৬২.৫%। অন্যদিকে অস্ট্রেলিয়া জয়লাভ করেছে ১১ ম্যাচে। অস্ট্রেলিয়ার জয়ের পরিমাণ ৩৪.৩৭%। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার এই ৩২ ম্যাচের ১টি ম্যাচে কোন ফলাফল হয়নি। ফলাফল না হওয়ার পরিমাণ ৩.১২%। এই ম্যাচটি মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিলো ২৩ নভেম্বার ২০১৮ সালে। সর্বশেষ অস্ট্রেলিয়া – ভারত ম্যাচ খেলে ২৪ জানুয়ারি ২০২৪ সালে। সর্বশেষ টি২০ ম্যাচে ভারত ২৪ রানে জয়লাভ করে।
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম বনাম অস্ট্রেলিয়া মুখোমুখি পরিসংখ্যানে সর্বমোট ১৪ ম্যাচ খেলে ভারত জয়লাভ করে ৫ ম্যাচে। বিশ্বকাপে ভারতের জয়ের পরিমাণ ৩৫.৭২%। বিশ্বকাপের এই ১৪ ম্যাচে অস্ট্রেলিয়া জয়লাভ করে ৯ ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের পরিমাণ ৬৪.২৯%। দল দুটি সর্বপ্রথম ওডিআই বিশ্বকাপে খেলে ১৩ জুন, ১৯৮৩ সালে ( বিশ্বকাপের ১১ তম ম্যাচ )। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ১৬২ রানে জয়লাভ করে। ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম ভারত সর্বশেষ ম্যাচ খেলে ২০২৩ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ১৯ অক্টোবর রবিবার। সেই ম্যাচে অস্ট্রেলিয়া জয়লাভ করে ৬ উইকেটে।
মোট | ১৪ ম্যাচ |
ভারতের জয় | ৫ ম্যাচ |
অস্ট্রেলিয়ার জয় | ৯ ম্যাচ |
ভারতের জয় % | ৩৫.৭২% |
অস্ট্রেলিয়ার জয় % | ৬৪.২৯% |
সর্বপ্রথম খেলেছিলো | ১১ মার্চ ১৯৮৩ সালে |
সর্বশেষ খেলেছিলো | ১৯ নভেম্বর ২০২৩ সালে |
উপরে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ক্রিকেটের সকল পরিসংখ্যান তুলে ধরা হল যা প্রতিটি ম্যাচ শেষ আপডেট করে হয়।