বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী জানতে চান অনেকেই। গত ২৭ জুন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসি ওডিআই বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী (ICC Cricket World Cup 2023 schedule) প্রকাশ করেছে। আইসিসি ঘোষিত বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচি অনুযায়ী, বিশ্বকাপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৫ই অক্টোবর, ২০২৩ এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর, ২০২৩। উল্লেখ্য যে এবার বিশ্বকাপের উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের বিখ্যাত নরেন্দ্র মোদী স্টেডিয়াম।
বিশ্বকাপ ২০২৩ এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত বিশ্বকাপের ফাইনালিস্ট ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২:৩০ মিনিটে। বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচি অনুযায়ী এবার বিশ্বকাপে ১০টি দলের অংশগ্রহণে লীগ পর্ব থেকে শুরু করে সেমিফাইনাল ও ফাইনালসহ সর্বমোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। চলুন জেনে আসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী।
অংশগ্রহণকারী দল | ১০টি |
মোট ম্যাচ | ৪৮টি |
প্রথম ম্যাচ | ৫ই অক্টোবর, ২০২৩ |
ফাইনাল ম্যাচ | ১৯ নভেম্বর, ২০২৩ |
আয়োজক | ভারত |
প্রথম আসর | ১৯৭৫ সালে |
চলমান আসর | ২০২৩ সাল ( ১৩ তম আসর ) |
লাইভ ব্রডকাস্ট | Disney+ Hotstar, Star Sports |
প্রতিযোগিতার | রাউন্ড রবিন ও নক আউট |
সর্বোচ্চ জয়ী দল | অস্ট্রেলিয়া ৫ বার ( ১৯৮৭, ১৯৯৯,২০০৩, ২০০৭, ২০১৫ ) সালে |
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী অনুযায়ী এবারের বিশ্বকাপে লীগ পর্বে যে ১০ টি দল অংশগ্রহণ করবে সেখানে প্রত্যেকটি দল অপর ৯টি দলের সাথে একবার করে মুখোমুখি হবে। অর্থাৎ লীগ পর্বে প্রত্যেকটি দল ৯টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এভাবে লীগ পর্ব শেষে, পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ৪টি দল খেলবে এবারের বিশ্বকাপের সেমিফাইনালে। লীগ পর্বে পয়েন্ট তালিকায় যদি কোন দলের পয়েন্ট অপর দলের পয়েন্টের সাথে সমান হয়, তাহলে রান রেট বিবেচনায় এগিয়ে থাকা দল পৌঁছে যাবে সেমিফাইনালে।
সেমিফাইনালে যে ২টি ম্যাচ অনুষ্ঠিত হবে তার প্রথমটিতে মুখোমুখি হবে পয়েন্ট তালিকা ১নাম্বার ও ৪ নম্বরে থাকা দল। ওডিআই বিশ্বকাপ ২০২৩ এর সেমিফাইনালে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে লীগ পর্বের পয়েন্ট তালিকায় ২ ও ৩ নাম্বারে থাকা দুটি দল। বিশ্বকাপের ২০২৩ সেমিফাইনালে যে দুটি দল জয়লাভ করবে, সে দুটি দলকে নিয়ে আগামী ১৯ নভেম্বর, ২০২৩ ভারতের বিখ্যাত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওডিআই বিশ্বকাপ ২০২৩ এর ফাইনাল ম্যাচ। চলুন জেনে আসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচি।
তারিখ | বাংলাদেশ সময় | ম্যাচ | ভ্যানু / স্থান | ফলাফল |
০৫ অক্টোবর | ২:৩০ PM | ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড | আহমেদাবাদ | নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী |
০৬ অক্টোবর | ২:৩০ PM | পাকিস্থান বনাম নেদারল্যান্ডস | হায়দ্রাবাদ | পাকিস্থান রানে ৮১ জয়ী |
০৭ অক্টোবর | ১১:০০ AM | বাংলাদেশ বনাম আফগানিস্থান | হিমাচল প্রদেশ | বাংলাদেশ ৬ উইকেটে জয়ী |
০৭ অক্টোবর | ২:৩০ PM | সাউথ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা | দিল্লি | সাউথ আফ্রিকা ১০২ রানে জয়ী |
০৮ অক্টোবর | ২:৩০ PM | ভারত বনাম অস্ট্রেলিয়া | চেন্নাই | ভারত ৬ উইকেটে জয়ী |
০৯ অক্টোবর | ২:৩০ PM | নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডস | হায়দ্রাবাদ | নিউজিল্যান্ড ৯৯ রানে জয়ী |
১০ অক্টোবর | ১১:০০ PM | বাংলাদেশ বনাম ইংল্যান্ড | হিমাচল প্রদেশ | ইংল্যান্ড ১৩৭ রানে জয়ী |
১০ অক্টোবর | ২:৩০ PM | পাকিস্থান বনাম শ্রীলঙ্কা | দিল্লি | পাকিস্থান ৬ উইকেটে জয়ী |
১১ অক্টোবর | ২:৩০ PM | ভারত বনাম আফগানিস্থান | হায়দ্রাবাদ | ভারত ৮ উইকেটে জয়ী |
১২ অক্টোবর | ২:৩০ PM | অস্ট্রেলিয়া বনাম সাউথ আফ্রিকা | লাখনৌ | সাউথ আফ্রিকা ১৩৪ রানে জয়ী |
১৩ অক্টোবর | ০২:০০ PM | বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড | চেন্নাই | নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী |
১৪ অক্টোবর | ২:৩০ PM | ভারত বনাম পাকিস্থান | দিল্লি | ভারত উইকেটে জয়ী |
১৫ অক্টোবর | ২:৩০ PM | ইংল্যান্ড বনাম আফগানিস্থান | আহমেদাবাদ | আফগানিস্থান ৬৯ রানে জয়ী |
১৬ অক্টোবর | ২:৩০ PM | অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা | লাখনৌ | অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী |
১৭ অক্টোবর | ২:৩০ PM | সাউথ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস | হিমাচল প্রদেশ | নেদারল্যান্ডস ৩৮ রানে জয়ী |
১৮ অক্টোবর | ২:৩০ PM | নিউজিল্যান্ড বনাম আফগানিস্থান | চেন্নাই | নিউজিল্যান্ড ১৪৯ রানে জয়ী |
১৯ অক্টোবর | ২:৩০ PM | বাংলাদেশ বনাম ভারত | গাহুঞ্জে | ভারত ৭ উইকেটে জয়ী |
২০ অক্টোবর | ২:৩০ PM | অস্ট্রেলিয়া বনাম পাকিস্থান | বেঙ্গালুরু | অস্ট্রেলিয়া ৬২ রানে জয়ী |
২১ অক্টোবর | ১১:০০ AM | শ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ডস | লাখনৌ | শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ী |
২১ অক্টোবর | ২:৩০ PM | ইংল্যান্ড বনাম সাউথ আফ্রিকা | মুম্বাই | সাউথ আফ্রিকা ২৯৯ রানে জয়ী |
২২ অক্টোবর | ২:৩০ PM | ভারত বনাম নিউজিল্যান্ড | হিমাচল প্রদেশ | ভারত ৪ উইকেটে জয়ী |
২৩ অক্টোবর | ২:৩০ PM | পাকিস্থান বনাম আফগানিস্থান | চেন্নাই | আফগানিস্থান ৮ উইকেটে জয়ী |
২৪ অক্টোবর | ২:৩০ PM | বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা | মুম্বাই | সাউথ আফ্রিকা ১৪৯ রানে জয়ী |
২৫ অক্টোবর | ২:৩০ PM | অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস | দিল্লি | অস্ট্রেলিয়া ৩০৯ রানে জয়ী |
২৬ অক্টোবর | ২:৩০ PM | ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা | বেঙ্গালুরু | শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী |
২৭ অক্টোবর | ২:৩০ PM | পাকিস্থান বনাম সাউথ আফ্রিকা | লাখনৌ | সাউথ আফ্রিকা ১ উইকেটে জয়ী |
২৮ অক্টোবর | ১১:০০ AM | অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড | হিমাচল প্রদেশ | অস্ট্রেলিয়া ৫ রানে জয়ী |
২৮ অক্টোবর | ২:৩০ PM | বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস | কলকাতা | নেদারল্যান্ডস ৮৭ রানে জয়ী |
২৯ অক্টোবর | ২:৩০ PM | ভারত বনাম ইংল্যান্ড | লাখনৌ | ভারত ১০০ রানে জয়ী |
৩০ অক্টোবর | ২:৩০ PM | আফগানিস্থান বনাম শ্রীলঙ্কা | গাহুঞ্জে | আফগানিস্থান ৭ উইকেটে জয়ী |
৩১ অক্টোবর | ২:৩০ PM | বাংলাদেশ বনাম পাকিস্থান | কলকাতা | পাকিস্থান ৭ উইকেটে জয়ী |
০১ নভেম্বর | ২:৩০ PM | নিউজিল্যান্ড বনাম সাউথ আফ্রিকা | গাহুঞ্জে | সাউথ আফ্রিকা ১৯০ রানে জয়ী |
০২ নভেম্বর | ২:৩০ PM | ভারত বনাম শ্রীলঙ্কা | মুম্বাই | ভারত ৩০২ রানে জয়ী |
০৩ নভেম্বর | ২:৩০ PM | আফগানিস্থান বনাম নেদারল্যান্ডস | লাখনৌ | আফগানিস্থান ৭ উইকেটে জয়ী |
০৪ নভেম্বর | ১১:০০ AM | নিউজিল্যান্ড বনাম পাকিস্থান | বেঙ্গালুরু | পাকিস্থান ২১ রানে জয়ী |
০৪ নভেম্বর | ২:৩০ PM | ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া | আহমেদাবাদ | অস্ট্রেলিয়া ৩৩ রানে জয়ী |
০৫ নভেম্বর | ২:৩০ PM | সাউথ আফ্রিকা বনাম ভারত | কলকাতা | ভারত ২৪৩ রানে জয়ী |
০৬ নভেম্বর | ২:৩০ PM | বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা | দিল্লি | বাংলাদেশ ৩ উইকেটে জয়ী |
০৭ নভেম্বর | ২:৩০ PM | অস্ট্রেলিয়া বনাম আফগানিস্থান | মুম্বাই | অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী |
০৮ নভেম্বর | ২:৩০ PM | ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস | গাহুঞ্জে | ইংল্যান্ড ১৬০ রানে জয়ী |
০৯ নভেম্বর | ২:৩০ PM | নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা | বেঙ্গালুরু | নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী |
১০ নভেম্বর | ২:৩০ PM | সাউথ আফ্রিকা বনাম আফগানিস্থান | আহমেদাবাদ | সাউথ আফ্রিকা ৫ উইকেটে জয়ী |
১১ নভেম্বর | ১১:০০ AM | বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া | বেঙ্গালুরু | অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী |
১১ নভেম্বর | ০২:৩০ PM | ইংল্যান্ড বনাম পাকিস্থান | গাহুঞ্জে | ইংল্যান্ড ৯৩ রানে জয়ী |
১২ নভেম্বর | ২:৩০ PM | ভারত বনাম নেদারল্যান্ডস | কলকাতা | ভারত ১৬০ রানে জয়ী |
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচি সেমি-ফাইনাল ও ফাইনাল
এবারের আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের সেমি-ফাইনালে জায়গা পাবে পয়েন্ট টেবিলের সেরা চার দল। সেমি-ফাইনালের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ১৫ই নভেম্বর যেখানে নিউজিল্যান্ডকে ৭০ রানে পরাজিত করে ২০২৩ সালের ফাইনালে ভারত। দ্বিতীয় সেমি-ফাইনালে ১৬ই নভেম্বর সাউথ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া মধ্যকার দুই দলের মধ্যে এক দল ভারতের সাথে ফাইনাল খেলবেন।
তারিখ | সময় | ম্যাচ | ভ্যানু | ফলাফল |
১৫ নভেম্বর | ২:৩০ PM | ভারত বনাম নিউজিল্যান্ড | মুম্বাই | ভারত ৭০ রানে জয়ী |
১৬ নভেম্বর | ২:৩০ PM | সাউথ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া | কলকাতা | |
১৯ নভেম্বর | ২:৩০ PM | ভারত বনাম TBD (ফাইনাল) | আহমেদাবাদ |
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী বাংলাদেশ
ওডিআই বিশ্বকাপে বাংলাদেশে প্রথম অংশগ্রহণ করে ১৯৯৯ সালে। তারপর থেকে বাংলাদেশ এখনো পর্যন্ত ছয়টি ওডিআই বিশ্বকাপে অংশগ্রহণ করেছে যেখানে সর্বোচ্চ সাফল্য ২০১৫ সালে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ওঠা। ওডিআই বিশ্বকাপের ১৩ তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের মাটিতে। আগামী ৫ই অক্টোবর, ২০২৩ থেকে শুরু হবে এবারের বিশ্বকাপের মূল পর্ব।
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী অনুযায়ী বাংলাদেশের বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৭ই অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে। গ্রুপ পর্বে বাংলাদেশ ৯ টি ম্যাচ খেলার সুযোগ পাবে প্রতিটি দল। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দলের মধ্যে বাংলাদেশ থাকতে সক্ষম হলে খেলবে বিশ্বকাপের পরবর্তী রাউন্ড সেমিফাইনাল। চলুন জেনে আসি বাংলাদেশ সময়ে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ বাংলাদেশের সময়সূচি।
তারিখ | সময় | ম্যাচ | ভ্যানু | ফলাফল |
০৭ অক্টোবর | ১১:৩০ AM | বাংলাদেশ বনাম আফগানিস্থান | হিমাচল প্রদেশ | বাংলাদেশ ৬ উইকেটে জয়ী |
১০ অক্টোবর | ২:৩০ PM | বাংলাদেশ বনাম ইংল্যান্ড | হিমাচল প্রদেশ | ইংল্যান্ড ১৩৭ রানে জয়ী |
১৩ অক্টোবর | ০২:৩০ PM | বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড | চেন্নাই | নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী |
১৯ অক্টোবর | ২:৩০ PM | বাংলাদেশ বনাম ভারত | গাহুঞ্জে | ভারত ৭ উইকেটে জয়ী |
২৪ অক্টোবর | ২:৩০ PM | বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা | মুম্বাই | সাউথ আফ্রিকা ১৪৯ রানে জয়ী |
২৮ অক্টোবর | ২:৩০ PM | বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস | হিমাচল প্রদেশ | নেদারল্যান্ডস ৮৭ রানে জয়ী |
৩১ অক্টোবর | ২:৩০ PM | বাংলাদেশ বনাম পাকিস্থান | কলকাতা | পাকিস্থান ৭ উইকেটে জয়ী |
০৬ নভেম্বর | ২:৩০ PM | বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা | দিল্লি | বাংলাদেশ ৩ উইকেটে জয়ী |
১১ নভেম্বর | ১১:৩০ AM | বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া | গাহুঞ্জে | অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী |
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ ভারতের সময়সূচি
দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইন্ডিয়া প্রথমবারের মতো একক ভাবে নিজেদের মাটিতে আয়োজন করতে যাচ্ছে ওডিআই বিশ্বকাপ ২০২৩। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাদের মত বিশ্বসেরা তারকা ক্রিকেটারে সমৃদ্ধ ইন্ডিয়ান স্কোয়াড এবার বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার। আর সব থেকে বড় ব্যাপার ইন্ডিয়া সর্বশেষ ওডিআই বিশ্বকাপ (২০১১) জিতেছিল নিজেদের মাটিতেই।
তাই আবারও যখন নিজেদের মাটিতে ওডিআই বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে ধারণা করা হচ্ছে এবার বিশ্বকাপের টপ ফেভারিট ইন্ডিয়া। এবারের বিশ্বকাপে ইন্ডিয়া নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মুখোমুখি হবে আগামী ৮ অক্টোবর, ২০২৩। চলুন জেনে আসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ ভারতের সময়সূচি।
তারিখ | সময় | ম্যাচ | ভেনু | ফলাফল |
০৮ অক্টোবর | ২:৩০ PM | ভারত বনাম অস্ট্রেলিয়া | চেন্নাই | ভারত ৬ উইকেটে জয়ী |
১১ অক্টোবর | ২:৩০ PM | ভারত বনাম আফগানিস্থান | দিল্লি | ভারত ৮ উইকেটে জয়ী |
১৪ অক্টোবর | ২:৩০ PM | ভারত বনাম পাকিস্থান | আহমেদাবাদ | ভারত ৭ উইকেটে জয়ী |
১৯ অক্টোবর | ২:৩০ PM | বাংলাদেশ বনাম ভারত | গাহুঞ্জে | ভারত ৭ উইকেটে জয়ী |
২২ অক্টোবর | ২:৩০ PM | ভারত বনাম নিউজিল্যান্ড | হিমাচল প্রদেশ | ভারত ৪ উইকেটে জয়ী |
২৯ অক্টোবর | ২:৩০ PM | ভারত বনাম ইংল্যান্ড | লাখনৌ | ভারত ১০০ রানে জয়ী |
০২ নভেম্বর | ২:৩০ PM | ভারত বনাম শ্রীলঙ্কা | মুম্বাই | ভারত ৩০২ রানে জয়ী |
০৫ নভেম্বর | ২:৩০ PM | ভারত বনাম সাউথ আফ্রিকা | কলকাতা | ভারত ২৪৩ রানে জয়ী |
১২ নভেম্বর | ২:৩০ PM | ভারত বনাম নেদারল্যান্ডস | বেঙ্গালুরু | ভারত ১৬০ রানে জয়ী |
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ পাকিস্তানের সময়সূচি
বিশ্বকাপের এবারের আসর ভারতের বাটিতে অনুষ্ঠিত হওয়ায় এশিয়া দেশগুলির জন্য বিশ্বকাপে থাকছে বাড়তি সুবিধা। পাকিস্তান শেষবার ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে ওডিআই বিশ্বকাপ জিতেছিল। শাহীন শাহ আফ্রীদি, হারিস রাউফ, নাসিম শাহ দের মতো পেস বোলার রয়েছে পাকিস্তানের স্কোয়াডে। এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে আগামী ৬ অক্টোবর ২০২৩ পাকিস্তান মুখোমুখি হবে কোয়ালিফায়ার দলের বিপক্ষে। এক নজরে দেখে আসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ পাকিস্তানের সময়সূচি।
তারিখ | সময় | ম্যাচ | ভেনু | ফলাফল |
০৬ অক্টোবর | ২:৩০ PM | পাকিস্থান বনাম নেদারল্যান্ডস | হায়দ্রাবাদ | পাকিস্থান রানে ৮১ জয়ী |
১০ অক্টোবর | ২:৩০ PM | পাকিস্থান বনাম শ্রীলঙ্কা | হায়দ্রাবাদ | পাকিস্থান ৬ উইকেটে জয়ী |
১৪ অক্টোবর | ২:৩০ PM | পাকিস্থান বনাম ভারত | আহমেদাবাদ | ভারত ৭ উইকেটে জয়ী |
২০ অক্টোবর | ২:৩০ PM | পাকিস্থান বনাম অস্ট্রেলিয়া | বেঙ্গালুরু | অস্ট্রেলিয়া ৬২ রানে জয়ী |
২৩ অক্টোবর | ২:৩০ PM | পাকিস্থান বনাম আফগানিস্থান | চেন্নাই | আফগানিস্থান ৮ উইকেটে জয়ী |
২৭ অক্টোবর | ২:৩০ PM | পাকিস্থান বনাম সাউথ আফ্রিকা | চেন্নাই | সাউথ আফ্রিকা ১ উইকেটে জয়ী |
৩১ অক্টোবর | ২:৩০ PM | পাকিস্থান বনাম বাংলাদেশ | কলকাতা | পাকিস্থান ৭ উইকেটে জয়ী |
০৪ নভেম্বর | ২:৩০ PM | পাকিস্থান বনাম নিউজিল্যান্ড | বেঙ্গালুরু | পাকিস্থান ২১ রানে জয়ী |
১১ নভেম্বর | ২:৩০ PM | পাকিস্থান বনাম ইংল্যান্ড | কলকাতা | ইংল্যান্ড ৯৩ রানে জয়ী |
ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সময়সূচি pdf ছবি পিকচার
২০২৩ ক্রিকেট বিশ্বকাপ সময়সূচী ছবি এখানে প্রকাশ করা হল যা আপনারা ডাউনলোড করে প্রতিদিন দেখতে পারবেন। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ সময়সূচী pdf আপনি ডাউনলোড করে রাখতে পারেন।
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ পয়েন্ট টেবিল বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী
গ্রুপ পর্বের আগে প্রতিটি দল ৯ টি করে ম্যাচ খেলবেন। প্রতি ম্যাচে জয়লাভ করলে জয়ী দল পাবে ২ পয়েন্ট। ৯টি ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ৪ টি দল খেলবে সেমি-ফাইনাল ম্যাচ এবং সর্বশেষ ১৯ শে নভেম্বর ২০২৩ বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আইসিসি ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের জন্য নতুন নিয়ম নির্ধারণ করেছে যেখানে ড্রা করে পয়েন্ট ভাগ করে নেওয়ার নিয়ম পরিবর্তন করেছে। গ্রুপ পর্বে কোন ম্যাচ যদি ড্রা হয় তাহলে সুপার ওভারের মাধ্যমে খেলা শেষ করতে হবে। ইতিমধ্যে ৪৮ ম্যাচের মধ্যে ৪০ ম্যাচ শেষ হয়েছে। পয়েন্ট টেবিলের সকল আপডেট নিচে দেওয়া হল।
দল | মোট ম্যাচ | জয় | পরাজয় | নিট রান রেট | পয়েন্ট |
ভারত | ৯ | ৯ | ০ | +২.৫৭০ | ১৮ |
দক্ষিণ আফ্রিকা | ৯ | ৭ | ২ | +১.২৬১ | ১৪ |
অস্ট্রেলিয়া | ৯ | ৭ | ২ | +০.৮৬১ | ১৪ |
নিউজিল্যান্ড | ৯ | ৫ | ৪ | +০.৩৯৮ | ১০ |
পাকিস্থান | ৯ | ৪ | ৫ | +০.০৩৬ | ৮ |
আফগানিস্থান | ৯ | ৪ | ৫ | -০.৩৩৮ | ৮ |
ইংল্যান্ড | ৯ | ৩ | ৬ | -০.৮৮৫ | ৬ |
বাংলাদেশ | ৯ | ২ | ৭ | -১.০৮৭ | ৪ |
শ্রীলঙ্কা | ৯ | ২ | ৭ | -১.১৬০ | ৪ |
নেদারল্যান্ডস | ৯ | ২ | ৭ | -১.৬৩৫ | ৪ |
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ২০২৩
এবারের বিশ্বকাপে মোট দশ দল অংশগ্রহন করছে। সব দল আগে ভাগে দল ঘোষণা করলেও বাংলাদেশ সবার পরে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যার দল ঘোষণা করেছে।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম ( উইকেট রক্ষক ), লিটন দাস ( উইকেট রক্ষক ), মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, তানজিদ হাসান ও তানজিম হাসান। সর্বশেষ অন্তর্ভুক্তঃ এনামুল হক বিজয়
ভারতের বিশ্বকাপ স্কোয়াড ২০২৩
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল ( উইকেট রক্ষক ), ঈশান কিশন ( উইকেট রক্ষক ), বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, যশপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব।
বিশ্বকাপে পাকিস্তানের স্কোয়াড ২০২৩
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর জন্য ১৫ সদস্যার স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। নিচ থেকে দেখে নিন পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড।
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, আবদুল্লাহ শফিক, ইমাম উল হক, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান আলী আগা, ওসামা মীর, সৌদ শাকিল, হাসান আলী। রিজার্ভ : জামান খান, মোহাম্মদ হারিস, আবরার আহমাদ।
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ইংল্যান্ড স্কোয়াড
কেন উইলিয়ামসনকে অধিনায়ক করে ২০২৩ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ১৫ সদস্যার স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। নিচ থেকে দেখে নিন ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ নিউজিল্যান্ডের স্কোয়াড
জস বাটলার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), বেন স্টোকস, মঈন আলি, মার্ক উড, গ্যাস অ্যাটকিনসন,হ্যারি ব্রুক, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, রিচ টপলি, ডেভিড উইলি এবং ক্রিস ওকস।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড ২০২৩
প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারে ( উইকেট রক্ষক ), জশ ইংলিশ ( উইকেট রক্ষক ), স্টিভ স্মিথ, শন অ্যাবট, মারনুস লাবুসচাগনে, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজ়লউড, ট্র্যাভিস হেড, মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জ়াম্পা ডেভিড ওয়ার্নার, মার্কাস স্টোইনিস ও মিচেল মার্শ।
নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ২০২৩
কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে ( উইকেট রক্ষক ), টম ল্যাথাম ( উইকেট রক্ষক ), গ্লেন ফিলিপস ( উইকেট রক্ষক ), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, লকি ফার্গুসেন, ম্যাট হেনরি, উইল ইয়ং, ড্যারেল মিচেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, রাচিন রবীন্দ্র, টিম সাউদি।
বিশ্বকাপে শ্রীলঙ্কার স্কোয়াড ২০২৩
দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ–অধিনায়ক), দিমুথ করুণারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্ত, মহীশ তিকশানা, দিলশান মাদুশঙ্কা, দুনিত ভেল্লালাগে, কুশল পেরেরা, পাতুম নিশাঙ্কা, কাসুন রাজিতা, লাহিরু কুমারা ও মাতিশা পাতিরানা।
ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ আফগানিস্তানের স্কোয়াড
এশিয়া কাপে শেষের সাথে সাথে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর জন্য স্কোয়াড প্রকাশ করেছে আফগানিস্থান ক্রিকেট বোর্ড ( ACB )। আফগানিস্থানের বিশ্বকাপ স্কোয়াডে হাশমতউল্লাহ শাহিদিকে অধিনায়ক করে ১৫ জনের স্কোয়াড প্রকাশ করেছে।
হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলীখিল, আজমতুল্লাহ ওমরজাই, আবদুর রহমান, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমদ, ফজল হক ফারুকি, নাভিন উল হক।
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড ২০২৩
টেম্বা বাভুমা (অধিনায়ক), হেনরিক ক্লাসেন ( উইকেট রক্ষক ), কুইন্টিন ডি কক ( উইকেট রক্ষক ), জেরার্ল্ড কোয়েটজি, রেজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, সিসিন্দা মাগালা, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, আনরিক নরকিয়া, লুঙ্গি এনগিদি, রাসি ফন ডার ডুসেন, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি।
নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড ২০২৩
স্কট এডওয়ার্ড (অধিনায়ক) ( উইকেট রক্ষক ), ওয়েসলি বারারসি ( উইকেট রক্ষক ), ম্যাক্স ও’ডাউড, বাস ডি লিড, বিক্রম সিং, তেজা নিদামানারু, পল ভ্যান মিক্রিন, কলিন আকারম্যান, রোল্ফ ফন ডার মারউই, লোগান ফন ভিক, আরিয়ান দত্ত, রায়ান ক্লেইন, সাকিব জুলফিকার, শাহরিজ আহমেদ, সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেট।
২০২৩ ক্রিকেট বিশ্বকাপের প্রাইজমানি
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী অনুযায়ী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আগামী ৫ই অক্টবার। ইতিমধ্যে আইসিসি দলগুলোর জন্য প্রাইজমানি ঘোষণা করেছে যেখানে চ্যাম্পিয়ন, রানার্সআপ, সেমিফাইনালে হেরে যাওয়া দল, সেমিফাইনালে উঠতে না পারা দল ও গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য সর্বমোট ১ কোটি ডলার প্রদান করা হবে যা বাংলাদেশী টাকায় ৪৩ কোটি ৮৯ লাখ টাকা প্রায়।
ধাপ | পরিমাণ |
চ্যাম্পিয়ন দল | ৪ মিলিয়ন ডলার |
রানার্সআপ দল | ২ মিলিয়ন ডলার |
সেমিফাইনালে হেরে যাওয়া দল | ৮ লাখ ডলার |
সেমিফাইনালে উঠতে না পারা দল | ১ লাখ ডলার |
গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য | ৪০ হাজার ডলার |
সর্বমোট | ১ কোটি ডলার |
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ সব দলের অধিনায়ক
নিচে ১০ দলের অধিনায়কের নাম দেওয়া হল।
দেশের নাম | অধিনায়কের নাম |
বাংলাদেশ | সকাকি আল হাসান |
ভারত | রোহিত শর্মা |
পাকিস্থান | বাবর আজম |
শ্রীলঙ্কা | দাসুন শানাকা |
দক্ষিণ আফ্রিকা | টেম্বা বাভুমা |
নেদারল্যান্ডস | স্কট এডওয়ার্ড |
নিউজিল্যান্ড | কেইন উইলিয়ামসন |
অস্ট্রেলিয়া | প্যাট কামিন্স |
ইংল্যান্ড | জস বাটলার |
আফগানিস্থান | হাশমতউল্লাহ শাহিদি |
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ প্রস্তুতি ম্যাচের সময়সূচী
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ প্রস্তুতি ম্যাচের সময়সূচী অনুযায়ী বাংলাদেশ দুইটি ম্যাচ খেলবে বিশ্বকাপের আগে। বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী অনুযায়ী বাংলাদেশের প্রথম শুরু হবে ০৭ অক্টোবর শনিবারে। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে দলগুলো কেমন পারফর্ম করে সেটাই এখন দেখাই বিষয়।
তারিখ | ম্যাচ | ভেন্যু / ফলাফল |
২৯ সেপ্টেম্বর | বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা | বাংলাদেশ ৭ উইকেটে জয়ী |
২৯ সেপ্টেম্বর | আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা | পরিত্যক্ত |
২৯ সেপ্টেম্বর | নিউজিল্যান্ড বনাম পাকিস্তান | নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী |
৩০ সেপ্টেম্বর | ভারত বনাম ইংল্যান্ড | পরিত্যক্ত |
৩০ সেপ্টেম্বর | অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস | ফলফল হয়নি |
২ অক্টোবর | বাংলাদেশ বনাম ইংল্যান্ড | ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী ( ডিএলএস ) |
২ অক্টোবর | নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা | নিউজিল্যান্ড ৭ রানে জয়ী ( ডিএলএস ) |
৩ অক্টোবর | আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা | আফগানিস্তান ৮ রানে জয়ী |
৩ অক্টোবর | পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া ১৪ রানে জয়ী |
৩ অক্টোবর | ভারত বনাম নেদারল্যান্ডস | বাতিল |
ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ভেন্যু তালিকা
ওডিআই বিশ্বকাপে ১৩ তম আসর বিশ্বকাপ ২০২৩ অনুষ্ঠিত হচ্ছে ভারতের মাটিতে। আগামী পাঁচ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলমান ওডিআই বিশ্বকাপে গ্রুপ পর্ব, সেমিফাইনাল ও ফাইনালসহ সর্বমোট ৪৮ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে গ্রুপ পর্বে থাকবে ৪৫টি ম্যাচ। গ্রুপ পর্বে ৪৫ টি ম্যাচ ভারতের ৭টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। যেখানে প্রত্যেকটা স্টেডিয়ামে গ্রুপ পর্বের পাঁচটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
আরো পড়ুনঃ ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে জানুন
এবারের বিশ্বকাপ ২০২৩ এ ভারতের যে সাতটি স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হবে সেগুলি হল আহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম, বেঙ্গালুরুর চেন্নাইস্বামী স্টেডিয়াম, চেন্নাইয়ের এম. এ. চিদাম্বার স্টেডিয়াম, ধর্মশালার এইস. পি. সি. এ. স্টেডিয়াম, কলকাতার ইডেন গার্ডেন, লাখনোর শ্রী অটল বিহারী স্টেডিয়াম ও মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর সেমিফাইনালের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতা এবং মুম্বাই। ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের বিখ্যাত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
(সবার আগে সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)