কোন ফুটবল ক্লাব কোন দেশের বা কোন ক্লাব কোন দেশের এমন সব সঠিক তথ্য পেতে দেখুন এই নিবন্ধটি। পিএসজি, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, চেলসি, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ, নামগুলি বিভিন্ন দেশের জনপ্রিয় শীর্ষ ক্লাব। ফুটবল, বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা হলেও ফিফার আয়োজিত টুর্নামেন্টের সংখ্যা খুব বেশি না হওয়ায়। বিভিন্ন দেশের ক্লাব গুলোকে নিয়ে টুর্নামেন্ট গুলো জনপ্রিয়তার শীর্ষে থাকে।
তাছাড়াও বিশ্বের সবচেয়ে দামি এই ক্লাবগুলো শুধু নিজের দেশের প্লেয়ারই অন্তর্ভুক্ত করে না এইসব ক্লাবগুলো বিভিন্ন দেশ থেকে সেরা ফুটবলারদের অন্তর্ভুক্ত করান নিজ ক্লাবে। ফলে, উয়েফা চ্যাম্পিয়নস লি, লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, ইউরোপা লিগ, কনফারেন্স লীগ, কোপা লিবারটাডরেস, এএফসি চাম্পিয়ান লিগ এর মত বিশ্বসেরা ক্লাব টুর্নামেন্ট জনপ্রিয়তায় তুঙ্গে থাকে। চলুন দেখে আসি বিশ্বের সেরা কোন ক্লাব কোন দেশের।
কোন ফুটবল ক্লাব কোন দেশের জানুন
হালের ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি,নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে থেকে শুরু করে রোনালদিনহো, জিনেদিন জিদান, দিয়াগো ম্যারাডোনা দের মত বিশ্বসেরা ফুটবলাররা জনপ্রিয়তা পেয়েছে বিভিন্ন দেশের ক্লাব থেকে। এসব ফুটবলারদের উঠে আসতে সাহায্য করেছে ক্লাব গুলি। চলুন দেখে আসি এসব নামিদামি ক্লাব গুলি, কোন ফুটবল ক্লাব কোন দেশের।
পিএসজি কোন দেশের ক্লাব
পিএসজি, প্যারিস সেন্ট-জার্মেই এফ.সি ক্লাবটি ইউরোপের ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত একটি পেশাদার ক্লাব। ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত এই পেশাদার ক্লাবটি প্রতিষ্ঠিত হয় ১২ই আগস্ট, ১৯৭০ সালে। বিশ্বের অন্যতম সেরা দামি এই ক্লাবটির অবস্থান চার নাম্বারে। পিএসজি, প্যারিস সেন্ট-জার্মেই এফ.সি ক্লাবটির বর্তমান মার্কেট ভ্যালু ৮৭৩.৫০ মিলিয়ন ইউরো। দলটির বর্তমান মালিক কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টস যার চেয়ারম্যান কাতারের নাসের আল-খেলাইফি।
বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার (১৮০ মিলিয়ন ইউরো) কিলিয়ান এমবাপ্পে খেলেছেন পিএসজিতে। তাছাড়াও বর্তমান বিশ্বের অন্যতম সেরা, সেরা ফুটবলার লিওনেল মেসি, নেইমার জুনিয়র, আশরাফ হাকেমি , মার্কুইনোস, সার জিও রামোসদের মত বিশ্বসেরা ফুটবলাররা খেলেছেন পিএসজিতে। ফ্রান্সের প্যারিসে অবস্থিত পিএসজি ক্লাবটি এখনো পর্যন্ত ফ্রান্স চ্যাম্পিয়ন কাপ জিতেছে ১২ বার, উইনার কাপ জিতেছে ১বার, ফ্রান্স কাপ ১৪ বার, ফ্রান্স লীগ কাপ জিতেছে ৯ বার, ও ফ্রান্স সুপার কাপ জিতেছে ১১ বার।
পিএসজির খেলোয়াড় তালিকা
ম্যানচেস্টার সিটি কোন দেশের ক্লাব
ম্যানচেস্টার সিটি ক্লাবটি মূলত ইংল্যান্ডের জনপ্রিয় একটি ক্লাব। ক্লাবটি প্রতিষ্ঠাকালীন (১৯৮০) নাম ছিল সেন্ট মার্কস, তারপর ১৯৮৭ সালে ক্লাবটির নতুন নামকরণ করা হয় আর্ডউইক এ.এফ.সি নামে। সর্বশেষ ১৮৯৪ সালে নাম পরিবর্তন করে বর্তমান নাম ম্যানচেস্টার সিটি রাখা হয়। ম্যানচেস্টার সিটি ক্লাবটি ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরের অবস্থিত। ম্যানচেস্টার সিটি বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ক্লাব, যার বর্তমান মার্কেট ভ্যালু ১.১১ বিলিয়ন ইউরো। বর্তমান পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ দামি ফুটবলার আরলিং হলান্ড খেলেন ম্যানচেস্টার সিটিতে।
আরলিং হলান্ডের বর্তমান মার্কেট ভ্যালু ১৭০ মিলিয়ন ইউরো। ম্যানচেস্টার সিটি ক্লাবটির বর্তমান মালিক সিটি ফুটবল গ্রুপ এবং এই ক্লাবের ম্যানেজার স্পেনের সাবেক ফুটবলার পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটি তার সব অর্জনের মধ্যে, ৮ বার ইংলিশ চ্যাম্পিয়ন ক্লাব শিরোপা, ১ বার উইনার কাপ শিরোপা, ৬ বার ফিফা কাপ শিরোপা, ৮ বার ইংলিশ লীগ কাপ শিরোপা, ও ৬ বার ইংলিশ সুপার কাপ শিরোপা জয়লাভ করেছে। চলুন দেখে আসি ম্যানচেস্টার সিটির বর্তমান খেলোয়াড় তালিকা।
ম্যানচেস্টার সিটি খেলোয়াড় তালিকা
- গোল রক্ষক: এডেরসন, স্টেফান ওর্তেগা, স্কট কারসন।
- রক্ষণভাগের খেলোয়াড়: রুবেন ডিয়াস, এমেরিক লাপোর্তে, জন স্টোনস, নাথান আকে, ম্যানুয়েল আকাঞ্জি, সের্জিও গোমেজ, জোয়াও ক্যান্সেলো, কাইল ওয়াকার, রিকো লুইস।
- মধ্যমাঠের খেলোয়াড়: রদ্রি, কালভিন ফিলিপস, ফিল ফোডেন, ইলকেয় গুন্দোগান ( C ), কেভিন ডে ব্রুইন, বার্নার্দো সিলভা, কোল পামার।
- আক্রমণভাগের খেলোয়াড়: জ্যাক গ্রিলিশ, রিয়াদ মাহরেজ, আরলিং ব্রাউট হালান্ড, হুলিয়ান আলভারেস।
বার্সেলোনা কোন দেশের ক্লাব
বার্সেলোনা, অনেকের কাছে বার্সা নামেও পরিচিত। বার্সেলোনা ক্লাবটি স্পেনের কাতালুনিয়ার বার্সেলোনা শহরে অবস্থিত। স্পেনের সবচেয়ে জনপ্রিয় এই ক্লাবটি প্রতিষ্ঠিত হয় ২৯ নভেম্বর, ১৮৯৯ সালে। লিওনেল মেসি, রোনালদিনহো, নেইমার জুনিয়র, দিয়াগো ম্যারাডোনাদের মতো বিশ্বসেরা ফুটবলাররা খেলেছেন এই ক্লাবে। বর্তমান বিশ্বের দামি ক্লাবগুলোর মধ্যে বার্সেলোনার অবস্থান সপ্তম।
স্পেনের সবচেয়ে জনপ্রিয় ক্লাব বার্সেলোনার বর্তমান মার্কেট ভ্যালু ৭৯৭ মিলিয়ন ইউরো। বার্সেলোনা ক্লাবটির বর্তমান ম্যানেজার স্পেনের শাবি এরনান্দেস। বর্তমানে ক্লাবটির সবচাইতে দামি ফুটবলার স্পেন জাতীয় দলের মিডফিল্ডার পেদ্রি,যার মার্কেট ভালো ১০০ মিলিয়ন ইউরো। ক্লাবটির অসংখ্য সব অর্জনের মধ্যে রয়েছে, ৪ বার চ্যাম্পিয়ন লিগ শিরোপা জয়, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ক্লাবের শিরোপা জয় ১বার, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ শিরোপা জয় ৩ বার, স্পানিশ চ্যাম্পিয়ন শিরোপা জয় ২৬ বার ও উয়েফা সুপার কাপ শিরোপা জয় ৫ বার। চলুন দেখে আসি বার্সেলোনার বর্তমান খেলোয়াড় তালিকা।
বার্সেলোনার খেলোয়াড়দের তালিকা
- গোল রক্ষক: মার্ক-আন্দ্রে টের স্টেগেন, ইনাকি পেইয়া সোতোরেস, আর্নাউ তেনাস,
- রক্ষণভাগের খেলোয়াড়: রোনাল্দ আরাউহো, জুলস কৌন্ডে, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, এরিক গার্সিয়া, আলেহান্দ্রো বালদে, মার্কোস আলোনসো মেন্ডেজ, জর্দি আলবা, এক্তোর বেয়েরিন, সের্জি রোবের্তো,
- মধ্যমাঠের খেলোয়াড়: সের্হিও বুস্কেৎস্ ( C ) , পেদ্রি, পি. এম. পেজ গাভিরা, ফ্রেঙ্কি দে জং, ফ্রাঙ্ক কেসি, পাবলো তোরে,
- আক্রমণভাগের খেলোয়াড়: আনসু ফাতি, ফেরান তোরেস, উসমান দেম্বেলে, রাফিনহা, রবের্ত লেভানদোভস্কি, মেম্ফিস ডিপে।
বায়ার্ন মিউনিখ কোন দেশের ক্লাব
বার্য়ান মিউনিখ ফুটবল ক্লাবটি জার্মানির একটি জনপ্রিয় পেশাদার ফুটবল ক্লাব। বার্য়ান মিউনিখ ক্লাবটি বর্তমান বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্লাব। জার্মানির জনপ্রিয় ক্লাব বার্য়ান মিউনিখের বর্তমান মার্কেট ভ্যালু ৯৩৯.৭০ মিলিয়ন ইউরো। বর্তমানে বার্য়ান মিউনিখের সবচেয়ে দামি ফুটবলার জামাল মুসিআলা।
জার্মানির এই অ্যাটাকিং মিডফিল্ডার কে পেতে বার্য়ান মিউনিখকে ব্যয় করতে হয়েছে ১০০ মিলিয়ন ইউরো। বার্য়ান মিউনিখকের বর্তমান মালিক হার্বার্ট হাইনার আডিডাস, যার বর্তমান ম্যানেজার জার্মানির সাবেক ফুটবলার জুলিয়ান নাগেলসম্যান। চলুন জেনে আসি বার্য়ান মিউনিখের বর্তমান খেলোয়াড় তালিকা।
বার্য়ান মিউনিখের খেলোয়াড় তালিকা
- গোল রক্ষক: মানুয়েল নয়ার ( C ), স্বেন উলরিচ, জোহানেস স্চেঙ্ক।
- রক্ষণভাগের খেলোয়াড়: মাথিজস দে লিগট, ডায়োট উপামেকানো, লুকাস হার্নান্দেজ, আলফানসো ডেভিস, দালি ব্লিন্ড, বেঞ্জামিন প্যাভার্ড, নৌশাইর মাজরোউই, জোসিপ স্ট্যানিসিচ, বৌনা সার।
- মধ্যমাঠের খেলোয়াড়: জোশুয়া কিমিচ, লিওন গোরেৎজকা, রায়ান গ্রাভেনবার্চ, মার্সেল সাবিৎজার, জামাল মুসিয়ালা, পল ওয়ানার।
- আক্রমণভাগের খেলোয়াড়: লিরয় জানে, সাদিও মানে, সার্জ নাব্রি, কিংস্লে কোমান, থমাস মুলার, ম্যাথিস টেল, এরিক ম্যাক্সিম চুপো-মোটিং।
রিয়াল মাদ্রিদ কোন দেশের ক্লাব
রিয়াল মাদ্রিদ, স্পেনের একটি পেশাদার ফুটবল ক্লাব। রিয়াল মাদ্রিদ ক্লাবটি স্পেনের রাজধানী মাদ্রিদ শহরে অবস্থিত। স্পেনের বিখ্যাত এই ক্লাবটি ৬ মার্চ ১৯০২ সালে প্রতিষ্ঠিত হয়। ব্রাজিলের রোনালদো, রিকার্ডো কাকা, ফ্রান্সের জিনেদিন জিদান, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো দের মত বিশ্বসেরা ফুটবলাররা খেলেছেন এই ক্লাবে। বিশ্বের অন্যতম ব্যয়বহুল এই ক্লাবটির বর্তমান অবস্থান ষষ্ঠ। রিয়াল মাদ্রিদের বর্তমান মার্কেট ভ্যালু ৮৪৯ মিলিয়ন ইউরো।
রিয়াল মাদ্রিদের বর্তমানে সবচেয়ে দামি ফুটবলার ব্রাজিলের ভেনিসিয়াস জুনিয়র। ব্রাজিলের এই স্ট্রাইকারকে দলে নিতে ক্লাবটি ব্যয় করেছে ১২০ মিলিয়ন ইউরো। রিয়াল মাদ্রিদ ক্লাবটির বর্তমান ম্যানেজার ইতালির সাবেক ফুটবলার কার্লো আন্সেলোত্তি।রিয়াল মাদ্রিদ অসংখ্য সব অর্জনের মধ্যে রয়েছে ৮বার চ্যাম্পিয়ন লিগ কাপ উইনার, ৬বার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ক্লাব কাপ উইনার, ৪ বার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ উইনার ৩৫ বার স্পানিশ চ্যাম্পিয়ন ও ৫ বার উয়েফা সুপার কাপ শিরোপা জয়লাভ করেছে। চলুন দেখে আসি রিয়াল মাদ্রিদের বর্তমান খেলোয়ার তালিকা।
রিয়াল মাদ্রিদের খেলোয়ার তালিকা
- গোল রক্ষক: থিবো কোর্তোয়া, অ্যান্ড্রিয় লুনিন।
- রক্ষণভাগের খেলোয়াড়: এডের মিলিতাও, ডেভিড আলাবা, আন্টোনিও রুডিগার, নাচো ফের্নান্দেস, জেসাস ভ্যালেজো, ফারল্যান্ড মঁদি, দানি কারভাহাল।
- মধ্যমাঠের খেলোয়াড়: ওরেলিয়াঁ চুয়ামেনি, ফেডেরিকো ভালভার্দে, এদুয়ার্দো কামাভিঙ্গা, টনি ক্রুস, লুকা মড্রিচ, দানি সেবাল্লোস।
- আক্রমণভাগের খেলোয়াড়: ভিনিসিয়াস জুনিয়র, ইডেন হ্যাজার্ড, রদ্রিগো গোজ, মার্কো আসেন্সিও, লুকাস ভ্যাজকুয়েজ, করিম বেনজেমা ( C ), মারিয়ানো।
ম্যানচেস্টার ইউনাইটেড কোন দেশের ক্লাব
ম্যানচেস্টার ইউনাইটেড ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় ফুটবল ক্লাব। ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবটি ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে অবস্থিত, যেটি প্রতিষ্ঠিত হয় ১৮৭৮ সালে। ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব টি বর্তমানে সবচেয়ে ব্যয়বহুল ক্লাবের মধ্যে নবম স্থানে অবস্থান করছে। ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান মার্কেট ভ্যালু ৭২৮.১০ মিলিয়ন ইউরো।
ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমানে সবচেয়ে দামি প্লেয়ার ব্রাজিলের এন্টনি ও পর্তুগালের অ্যাটাকিং মিডফিল্ডার ব্রুনো ফেরনান্দিস। এই দুজন ফুটবলারকে দলে নিতে ক্লাবটির ব্যয় করতে হয়েছে ৭৫ মিলিয়ন করে ইউরো। ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান ম্যানেজার নেদারল্যান্ডের সাবেক ফুটবলার এরিক টেন হাগ। ক্লাবটির অনেক সব অর্জনের মধ্যে রয়েছে ২বার চ্যাম্পিয়ন লিগ শিরোপা, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ক্লাব শিরোপা, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ শিরোপা, ইংলিশ চ্যাম্পিয়ন ২০ বার, ও উয়েফা সুপার কাপ শিরোপা জয়। চলুন জেনে আসি ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবের বর্তমান খেলোয়াড় তালিকা।
ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড় তালিকা
- গোল রক্ষক: ডেভিড ডি গিয়া, জ্যাক বাটল্যান্ড, টম হিটন।
- রক্ষণভাগের খেলোয়াড়: লিসান্দ্রো মার্তিনেস,রাফায়েল ভারানে,হ্যারি মাগুইরি ( C ), ভিক্টর লিন্ডলফ,অ্যাক্সেল তুয়ানজিবি,ফিল জোন্স,লুক শ, টাইরেল মালাসিয়া,ব্র্যান্ডন উইলিয়ামস,ডিওগো দালোট, অ্যারন ওয়ান-বিসাকা ,
- মধ্যমাঠের খেলোয়াড়: কাজিমিরো,স্কট ম্যাকটোমিনে,ফ্রেডেরিকো রদ্রিগেস স্যান্টোস,ডনি ভ্যান দে বীক ,ব্রুনো ফার্নান্দেজ ,ক্রিস্টিয়ান এরিকসন।
- আক্রমণভাগের খেলোয়াড়: মার্কাস রাশফোর্ড, জাদোন সানচো, অ্যান্টনি ইলাঙ্গা, আলেজান্দ্রো গার্নাচো ফেরেয়ারা, অ্যান্টনি, ফাকুন্দো পেলিস্ত্রি, এন্থনি মার্টিয়াল।
জুভেন্টাস কোন দেশের ক্লাব
জুভেন্টাস ফুটবল ক্লাবটি ইতালির একটি জনপ্রিয় ফুটবল ক্লাব, যেটি প্রতিষ্ঠিত হয় ১লা নভেম্বর, ১৮৯৭ সালে। বিশ্বের সবচেয়ে দামি ক্লাবগুলোর মধ্যে জুভেন্টাসের অবস্থান তম ১৭তম। জুভেন্টাসের বর্তমান মার্কেট ভ্যালু ৪৬৫.৮০ মিলিয়ন ইউরো।জুভেন্টাসের বর্তমান সবচেয়ে দামি ফুটবলার দূসান ভিলাহভিক।সার্বিয়ার এই ফরওয়ার্ড কে পেতে ক্লাবটির ব্যয় করতে হয়েছে ৮০ মিলিয়ন ইউরো।
জুভেন্টাস, ইতালির জনপ্রিয় এই ফুটবল ক্লাবটির বর্তমান ম্যানেজার ইতালির সাবেক ফুটবলার মাসিমিলিয়ানো আল্লেগ্রি। জুভেন্টাসের সব অর্জন গুলির মধ্যে রয়েছে ৩৬ বার ইটালিয়ান চ্যাম্পিয়ন, ১ বার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ক্লাব শিরোপা জয়, ১ বার চ্যাম্পিয়ন লিগ শিরোপা জয়, ২ বার উয়েফা সুপার কাপ শিরোপা জয় ও ৩ বার উয়েফা কাপ শিরোপা জয়। চলুন দেখে আসি জুভেন্টাসের বর্তমান খেলোয়ার তালিকা।
জুভেন্টাস খেলোয়াড় তালিকা
- গোল রক্ষক: ওজসিয়েচ সাজেসনি, মাত্তিয়া পেরিন, কার্লো পিনসগলিও।
- রক্ষণভাগের খেলোয়াড়: গ্লেইসন ব্রেমের, ফেডেরিকো গেটি, লিওনার্দো বোনুচ্চি, ড্যানিয়েল রুগানি, মাত্তিয়া দে শিল্যিও, আলেক্স সান্দ্রো, দানিলো।
- মধ্যমাঠের খেলোয়াড়: ম্যানুয়েল লোকাতেল্লি, লিয়েনড্রো প্যারেডেস, পল পগবা, ড্রিয়েন রাবিয়োট, ওয়েস্টন ম্যাককেনি, ফাবিও মিরেত্তি, নিকোলো ফাগিওলি, হুয়ান গিয়ের্মো কুয়াদ্রাদো, ফিলিপ কস্টিক, মোহাম্মেদ আমিন ইহাট্টারেন।
- আক্রমণভাগের খেলোয়াড়: স্যামুয়েল ইলিং-জুনিয়র, মার্লি আকে, ফেডেরিকো চিয়েসা, আনহেল দি মারিয়া, মাতিয়াস সৌলে, দুসান লাজোভিচ, মইস কিন, আর্কাডিউস মিলিক, কাইও জর্জ।
লিভারপুল কোন দেশের ক্লাব
লিভারপুল ফুটবল ক্লাবটি ইংল্যান্ডের লিভারপুল শহরে অবস্থিত। এটি ইংল্যান্ডের একটি পেশাদার ক্লাব, যেটি প্রতিষ্ঠিত হয় ১৮৯২ সালে। লিভারপুল ফুটবল ক্লাব টি বর্তমান বিশ্বের তৃতীয় সর্বোচ্চ দামি ক্লাব। লিভারপুল ফুটবল ক্লাব এর বর্তমান মার্কেট ভ্যালু ৯২৮ মিলিয়ন ইউরো। লিভারপুলের সবচেয়ে দামি ফুটবলার মোহাম্মদ সালাহ। মোহাম্মদ সালাহ কে দলে পেতে ক্লাবটি ব্যয় করেছে ৮০ মিলিয়ন ইউরো।
মোহাম্মদ সালাহ ছাড়াও লিভারপুলে আছে রবার্তো ফিরমানো, লুইস ডিয়াজ,আলিসন বেকার এর মত ফুটবলাররা। ইংল্যান্ডের জনপ্রিয় ক্লাব লিভারপুলের বর্তমান মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ। চলুন জেনে আসি লিভারপুল ফুটবল ক্লাবের বর্তমান খেলোয়াড় তালিকা।
লিভারপুল ফুটবল ক্লাব খেলোয়াড় তালিকা
- গোল রক্ষক: অ্যালিসন বেকার, কাওইমহিন কেলেহার, আদ্রিয়ান।
- রক্ষণভাগের খেলোয়াড়: ভার্জিল ভ্যান ডিক, ইব্রাহিমা কোনাটে, জোসেফ ডেভ গোমেজ, জোয়েল মাতিপ, ন্যাট ফিলিপস, অ্যান্ড্রু রবার্টসন, কনস্টান্টিনোস সিমিকাস, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, ক্যালভিন রামজে,
- মধ্যমাঠের খেলোয়াড়: ফ্যাবিনহো, স্টেফান বাজসেটিক, কার্টিস জোনস, নাবি কেইটা, থিয়াগো আলকান্তারা, জর্ডান হেন্ডারসন ( C ) , অ্যালেক্স অক্সল্যাড-চেম্বারলাইন, হার্ভে এলিয়ট, ফাবিও কার্ভালহো।
- আক্রমণভাগের খেলোয়াড়: কডি গাকপো, মোহাম্মদ সালাহ, দারউইন নুনিয়েস, রবার্তো ফিরমিনো।
চেলসি কোন দেশের ক্লাব
চেলসি ফুটবল ক্লাবটি ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় ক্লাবগুলোর মধ্যে অন্যতম। চেলসি ফুটবল ক্লাবটি ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয় ১৯০৫ সালে। বর্তমান ফুটবল বিশ্বের সবচাইতে দামি ক্লাবগুলোর মধ্যে চেলসির অবস্থান পঞ্চম স্থানে। চেলসি ফুটবল ক্লাবটির বর্তমান মার্কেট ভ্যালু ৯১৪.৫০ মিলিয়ন ইউরো।
ক্লাবটির সবচেয়ে দামি ফুটবলার ইংলিশ এটাকিং মিডফিল্ডার মাসন মাউন্ট। তাকে পেতে ক্লাবটির ব্যয় করতে হয়েছে ৭৫ মিলিয়ন ইউরো। চেলসি ফুটবল ক্লাবের বর্তমান ম্যানেজার ইংল্যান্ডের সাবেক ফুটবলার গ্রাহাম পটার। চেলসি ফুটবল ক্লাবটির অনেক সব সাফল্যের মধ্যে রয়েছে ২ বার চ্যাম্পিয়ন লিগ শিরোপা, ১ বার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ শিরোপা, ৬ বার ইংলিশ চ্যাম্পিয়ন, ২ বার উয়েফা সুপার কাপ শিরোপা জয় ও ২ বার ইউরোপা লীগ শিরোপা জয়। চলুন জেনে আসি চেলসি ফুটবল ক্লাবটির বর্তমান খেলোয়াড় তালিকা।
চেলসি খেলোয়াড় তালিকা
- গোল রক্ষক: এদৌয়ার্ড মেন্ডি, কেপা আরিজাবালাগা, গ্যাব্রিয়েল স্লোনিনা, মার্কাস বেটিনেলি।
- রক্ষণভাগের খেলোয়াড়: ওয়েসলে ফফানা, বেনওয়া বাদিয়াশিলে, কালিডো কোলিবালি, ট্রেভো চলোবাহ, থিয়াগো সিলভা, মার্ক কুকুরেল্লা, বেন চিলওয়েল, রিস জেমস, সিজার আজপিলিকুয়েতা ( C )।
- মধ্যমাঠের খেলোয়াড়: জোরগিনহো, এন´গোলো কান্তে, ডেনিস জাকারিয়া, মাতেও কোভাচিচ, কনর গ্যালাগার, রুবেন লোফ্টাস-চিক, কার্নি চুকউমেকা, অ্যান্ড্রে সান্তোস, ম্যাসন মাউন্ট, কাই হাভেরটজ, হাকিম জিয়েখ,
- আক্রমণভাগের খেলোয়াড়: রাহিম স্টার্লিং ,ক্রিস্টিয়ান পুলিসিক ,জোয়াও ফেলিক্স ,আর্মান্দো বোর্জা ,পিয়েরে-এমেরিক আউবামেয়াং ,ডেভিড ডাট্রো ফোফানা।
আর্সেনাল কোন দেশের ক্লাব
আর্সেনাল ফুটবল ক্লাবটি ইংল্যান্ডের অন্যতম জনপ্রিয় একটি ফুটবল ক্লাব। ক্লাবটি ১৯৮৬ সালে ইংল্যান্ডের লন্ডনে প্রতিষ্ঠিত হয়। বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব গুলোর মধ্যে অষ্টম স্থানে অবস্থান করছে ইংল্যান্ডের জনপ্রিয় পেশাদার এই ফুটবল ক্লাবটি। পারসোনাল ফুটবল ক্লাবটির বর্তমান মার্কেট ভ্যালু ৭৫৯ মিলিয়ন ইউরো।
আর্সেনাল ফুটবল ক্লাবটির সবচেয়ে দামি ফুটবলার বুকায়ো সাকা। ইংলিশ এই মিডফিল্ডারকে দলে নিতে ক্লাবটির ব্যয় করতে হয়েছে ঠিক ১০০ মিলিয়ন ইউরো। আর্সেনাল ফুটবল ক্লাবটির বর্তমান ম্যানেজার স্পেনের সাবেক ফুটবলার মিকেল আর্টেটা। আর্সেনাল এখনো পর্যন্ত যেসব ট্রফি জয়লাভ করেছে তার মধ্যে উল্লেখযোগ্য ইংলিশ চ্যাম্পিয়ন ১৩ বার, এফ এ কাপ চ্যাম্পিয়ন ১৪ বার, ইংলিশ লীগ কাপ চ্যাম্পিয়ন ২ বার ও ইংলিশ সুপার কাপ চ্যাম্পিয়ন ১৬ বার। চলুন জেনে আসি আর্সেনালের বর্তমান খেলোয়াড় তালিকা।
আর্সেনাল ফুটবল ক্লাব খেলোয়াড় তালিকা
- গোল রক্ষক: অ্যারন র্যামসডেল, ম্যাট টার্নার।
- রক্ষণভাগের খেলোয়াড়: উইলিয়াম সালিবা, বেঞ্জামিন উইলিয়াম ওয়াই, গাব্রিয়েল, রব হোল্ডিং, ওলেকজান্ডার জিনচেঙ্কো, তাকেহিরো তোমিয়াসু, সেড্রিক সোয়ার্স।
- মধ্যমাঠের খেলোয়াড়: থমাস পার্টি, গ্রানিট শাকা, মোহাম্মদ এলনেনি, আলবার্ট সাম্বি লোকোঙ্গা, বুকায়ো সাকা, মার্টিন অডেগার্ড ( C ) , এমিল স্মিথ রো, ফাবিও ভিয়েইরা।
- আক্রমণভাগের খেলোয়াড়: গাব্রিয়েল মার্তিনেলি, মারকুইনহোস, রেইস নেলসন, গাব্রিয়েল জেসুস, এডি এনকেটিয়া।
আড় পড়ুন: পিএসজি খেলোয়াড় তালিকা
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)