কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্কোয়াড কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিম বিপিএল ২০২৪ (১০ম আসরের) জন্য। বিপিএলের এবারের আসর শুরু হতে পারে আগামী বছর (২০২৪) ৫ই জানুয়ারি। বিপিএলের এবারের আসরে অংশগ্রহণ করছে ৭টি দল তার মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অন্যতম। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২০১৫ সাল থেকে বিপিএলের প্রত্যেকটা আসরে অংশগ্রহণ করে এখন পর্যন্ত মোট ৪ বার(সর্বোচ্চ) চ্যাম্পিয়ন হয়েছে। চলুন দেখে আসি ২০২৪ বিপিএল এর কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলোয়াড় তালিকা।
বিপিএলের এখনো পর্যন্ত সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারের আসরেও শিরোপা ধরে রাখার জন্য শক্তিশালী দল গুছিয়েছে। দলটি সরাসরি চুক্তিতে সাইনিং করিয়েছে মইন আলি, আন্দ্রে রাসেল সহ আরও টি ২০ স্পেশালিষ্ট। দলটি সবচেয়ে বেশি চমক দেখিয়েছে বিশ্বের অন্যতম সেরা বোলিং অলরাউন্ডার সুনীল নারাইনকে দলে ভিড়িয়ে। এছাড়া বর্তমান টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকেউ রিটেইন এ দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এছাড়াও পাকিস্তানি খুশদিল শাহ, জনসন চার্লস, নুর আহমেদ, নাসিম শাহ, রাশিদ খানকে সরাসরি সাইনিংএর মাধ্যমে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্কোয়াড এক নজরে
গতকাল ( ২৩ সেপ্টেম্বর ) অনুষ্ঠিত বিপিএলের প্লেয়াররা ড্রাফ্ট থেকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য জনসন চার্লস কে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এছাড়া দলটি গতকাল প্লেয়ার ড্রাফ্ট থেকে দেশি প্লেয়ারের কোটায় দলে ভিড়িয়েছে মৃত্যুঞ্জয় চৌধুরী, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, জাকের আলি অনিক, ইমরুল কায়েস, মুশফিক হাসান, এনামুল হকদের। গতকাল ড্রফ্ট থেকে বিদেশি প্লেয়ারের কোটায় দলে ভিড়িয়েছে রাহকিম কর্নওয়াল, ম্যাথু ওয়াটলার ফোর্ডকে। চলুন এক নজরে দেখে আসি বিপিএলের ২০২৪ আসরের কেমন দল গোছাতে পারলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
সরাসরি সাইনিং : আন্দ্রে রাসেল, ইফতিখার আহমেদ, জামান খান, তাওহীদ হৃদয়, মইন আলি, খুশদিল শাহ, জনসন চার্লস, নুর আহমেদ, নাসিম শাহ, রাশিদ খান।
ড্রাফট: ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, রাহকিম কর্নওয়াল, ম্যাথু ওয়াটলার ফোর্ড, মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলি অনিক, মুশফিক হাসান, এনামুল হক।
রিটেইন: লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারাইন।
হেড কোচ: মোহাম্মদ সালাউদ্দিন
আরও পড়ুন: রংপুর রাইডার্স খেলোয়াড় ২০২৪
বিপিএল ২০২৪ সব দলের নাম
১. কুমিল্লা ভিক্টোরিয়ান্স
২. ফরচুন বরিশাল
৩. রংপুর রাইডার্স
৪. সিলেট স্ট্রাইকার্স
৫. খুলনা স্ট্রাইকার্স
৬. চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
৭. দুর্দান্ত ঢাকা
(সবার আগে, সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)