বাংলাদেশ সময়ে আর্জেন্টিনা খেলা কবে ২০২৫ এবং আর্জেন্টিনা খেলার সময় সূচি জানতে চাওয়া ফুটবল প্রেমীরা আজকের এই নিবন্ধে ২০২৬ ফিফা বিশ্বকাপের বাছায়পর্বের ম্যাচ সহ সকল ম্যাচের ফলাফল ও সূচি নিচের টেবিল থেকে দেখে নিন। 
আর্জেন্টিনা খেলা কবে ২০২৫
বর্তমানের বিশ্ব চাম্পিয়ান আর্জেন্টিনা খেলা কবে এমন প্রশ্নে আর্জেন্টিনা সহ সকল ফুটবল প্রেমীদের জন্য। আর্জেন্টিনাকে আর্জেন্টিনার সাপোর্টার ছাড়াও প্রাই সকল দলের সাপোর্টাররা ভালোবাসে লিওনেল মেসি সহ সকল খেলোয়াড়দের ফুটবল নৈপুন্যতার কারনে। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ ১৫ অক্টোবর ২০২৫ বাংলাদেশ সময় সকাল ৬ টায়। প্রতিপক্ষ দল হিসেবে থাকছে ভেনেজুয়ালা। এই ম্যাচে আর্জেন্টিনা ৬-০ গোলে জয়লাভ করে। ২০২৫ সালে আর্জেন্টিনার আর কোন ম্যাচের সময়সূচি এখনও প্রকাশ করেনি। সময়সূচি প্রকাশের সাথে সাথে এখানে আপডেট পাবেন।
| ম্যাচ | তারিখ | সময়/বার | ফলাফল |
|---|---|---|---|
| উরুগুয়ে বনাম আর্জেন্টিনা | ২২ মার্চ, ২০২৫ | শনিবার | আর্জেন্টিনা ১-০ |
| আর্জেন্টিনা বনাম ব্রাজিল | ২৬ মার্চ, ২০২৫ | বুধবার | আর্জেন্টিনা ৪-১ |
| আর্জেন্টিনা বনাম চিলি | ৬ জুন, ২০২৫ | শুক্রবার | আর্জেন্টিনা ১-০ |
| আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | ১১ জুন ২০২৫ | বুধবার | ড্রা ১-১ |
| আর্জেন্টিনা বনাম ভেনেজুয়ালা | ৫ সেপ্টেম্বর, ২০২৫ | শুক্রবার, ভোর ৫ঃ৩০ মি. | আর্জেন্টিনা ৩-০ |
| ইকুয়েডর বনাম আর্জেন্টিনা | ১০ সেপ্টেমবর ২০২৫ | বুধবার, ভোর ৫ঃ০০ মি. | ইকুয়েডর ১-০ |
| আর্জেন্টিনা বনাম ভেনেজুয়ালা | ১২ অক্টোবর ২০২৫ | শনিবার সকাল ৬ টা | আর্জেন্টিনা ১-০ |
| আর্জেন্টিনা বনাম পুয়ের্তো রিকো | ১৫ অক্টোবর ২০২৫ | বুধবার সকাল ৬ টা | আর্জেন্টিনা ৬-০ |
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার খেলোয়াড় তালিকা
- গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জুয়ান মুসো ও ফ্রাঙ্কো আরমানি।
- রক্ষণভাগের খেলোয়াড়: লিসান্দ্রো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, হুয়ান ফয়েথ, মার্কোস সেনেসি, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ট্যাগলিয়াফিকো, নিকোলাস ওটামেন্ডি, জার্মান পেজেলা ও লুকাস এস্কুইভেল।
- মধ্যমাঠের খেলোয়াড়: রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পেরেদেস, গুইডো রদ্রিগেজ, থিয়াগো আলমাদা, ফ্যাকুন্দো বুওনানোতে, ব্রুনো জাপেলি, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এক্সিকুয়েল প্যালাসিওস।
- আক্রমণভাগের খেলোয়াড়: লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, অ্যাঞ্জেল কোরেরা, আলেজান্দ্রো গার্নাচো, অ্যালান ভেলাস্কো, নিকোলাস গঞ্জালেজ ও লুকাস বেলট্রান।
