আজ ১৮ই এপ্রিল ২০২৩ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ১ম বর্ষের রেজাল্ট প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ২০২১ সালের অনার্স ১ম বর্ষ পরিক্ষার ফলাফল ছিলো এটা যা আজ প্রকাশ করেছে। নিচের পদক্ষেপগুলো অনুসরণ করে অনার্স ১ম বর্ষের রেজাল্ট ২০২৩ দেখে নিন।
মোবাইলে অনার্স ১ম বর্ষের রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম
আপনার মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন NU<space>H1<space>Registration Number. লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে উদাহরণ: NU H1 789456 পাঠান 16222 নম্বরে শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে ফলাফল দেখাতে পাবেন যার মূল্য প্রতি এসএমএস ২.৫০ টাকা।
ওয়েবসাইটের মাধ্যমে অনার্স ১ম বর্ষের রেজাল্ট দেখার নিয়ম
ন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের রেজাল্ট দেখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করে আপনি অনার্স ১ম বর্ষের রেজাল্ট দেখতে পারবেন।
ধাপ ১ : আপনার ক্রোম ব্রাউজারে টাইপ করুন https://www.nu.ac.bd/results/ ( রেজাল্ট প্রকাশের পরে অনেক সময় অতিরিক্ত ভিজিটারের কারনে সাইট ডাউন থাকতে পারে। সুতরং বার বার চেস্ট করুন।
ধাপ ২ : Search অপশনের নিচে আপনার পরিক্ষার বছর নির্বাচন করুন
ধাপ ৩ : রোল অথবা রেজিস্টেশন নাম্বার টাইপ করুন
ধাপ ৪ : আপনার পরীক্ষা দেওয়ার বছর নির্বাচন করুন
ধাপ ৫ : তারপর ৪ অক্ষরের লেখা নিচের বক্সে টাইপ করুন
ধাপ ৬ : সর্বশেষ Search Result অপশনে ক্লিক করে আপনার রেজাল্ট দেখুন
অনার্স ১ম বর্ষের রেজাল্ট ২০২৩ কবে দিবে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের অনার্স ১ম বর্ষের পরিক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত বছরের ১৭ই অক্টোবার থেকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের অনার্স ১ম বর্ষের ৮৭৯টি কলেজ থেকে বিভিন্ন বিভাগ থেকে অংশগ্রহণ করেছিলো মােট ৪,৭৪,২৪৯ জন পরীক্ষার্থী। যেখানে কেন্দ্রের সংখ্যা ছিলো ৩১০টি। আজ ১৮ই এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের নোটিশে দেখা যায় পরিক্ষ্যার রেজাল্ট প্রকাশের খবর। যারা এখনো রেজাল্ট পাচ্ছেন না তারা অনার্স ১ম বর্ষের রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম ভালভাবে দেখে এখনি রেজাল্ট দেখে নিন।
অনার্স ১ম বর্ষের গ্রেডিং পদ্ধতি
Mark Range | Grade Point (GP) | Letter Grade (LG) | Division |
০-৩৯ | ০.০০ | Fail | – |
৪০-৪৪ | ২.০০ | D | ৩য় বিভাগ |
৪৫-৪৯ | ২.২৫ | C | ২য় বিভাগ |
৫০-৫৪ | ২.৫০ | C+ | ২য় বিভাগ |
৫৫-৫৯ | ২.৭৫ | B- | ২য় বিভাগ |
৬০-৬৪ | ৩.০০ | B | ১ম বিভাগ |
৬৫-৬৯ | ৩.২৫ | B+ | ১ম বিভাগ |
৭০-৭৪ | ৩.৫০ | A- | ১ম বিভাগ |
৭৫-৭৯ | ৩.৭৫ | A | ১ম বিভাগ |
৮০-১০০ | ৪.০০ | A+ | ১ম বিভাগ |
আরো পড়ুন: অনার্স ১ম বর্ষের বইয়ের তালিকা সকল বিভাগ
(সবচেয়ে আগে সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)